নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিটি কবিতাই কবির শ্রেষ্ঠ মূহুর্ত এবং প্রত্যেক শ্রেষ্ঠ মূহুর্ত এক করলেই সৃষ্টি হয় কবির জীবন। আপনি প্রেমে পড়ুন সেই শ্রেষ্ঠ মূহুর্তের। সত্যি কোরে একবার প্রেমে পড়ে দেখুন, কবিতার কাছে মাথা নত হয়ে আসবে আপনার; আপনি দায়গ্রস্ত হয়ে পড়বেন শব্দের কাছে।

রিকেল

রিকেল › বিস্তারিত পোস্টঃ

এগারিকাস

০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪



যদি কখনও তোমার বাড়ির পচা আঙিনায়
খুব বড় এগারিকাস হয়ে জন্ম নিই
তুমি কি আমার দিকে একবার চোখ ফেরাবে?
আমি বার বার নষ্ট গোবরে অঙ্কুরিত হব

আলতো করে একটু কি ছুঁয়ে দেখবে
আমার স্টাইপ?
তোমার স্পর্শে আমি শিউরে উঠবো

খুব বেশি বৃষ্টি এলে একবার কি
পাইলিয়াসের নিচে এসে
দাঁড়াবে?
একবৃষ্টি আশ্রয় দিয়ে ধন্য হব

ঝুলন্ত পর্দার মত ঝুলে থাকা আমার
ল্যামিলীতে
একটু আঙুল বুলাবে?
ভেবে নিব চুলে বিলি কেটে দিচ্ছ

আমার বৃত্তাকার অ্যানুলাসে কিছু
সময়
দৃষ্টি রাখবে লিলিফুলের মত?
বুঝে নেব চোখে চোখ রেখেছ

যদি আমার মাইসেলিয়াম মাটি
আলগা করে
জড়িয়ে ধরে তোমার পা
তুমি কি খুব বেশি অস্বস্তিবোধ
করবে?
নাকি মাশরুম ভেবে উপড়ে ফেলবে
সমূলে?

উপড়ে ফেলতে চাওতো ফেলো
স্পোর হয়ে পরের জনমে এসে ঠাঁই
নেব
গিলে গিলে ছড়িয়ে দেব
ভালবাসা

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ইংরেজি শব্দের ব্যবহারে কিছুটা ভিন্নতা এসেছে তবে বাংলার সাথে মিশ্রণটা না হলেই কি হতোনা ?

০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬

রিকেল বলেছেন: না, হতো না অথর্ব।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

অতঃপর হৃদয় বলেছেন: হুম ভাল হয়েছে, আরো ভাল হতে পারত

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

রিকেল বলেছেন: কী রকম?

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: কবিতা পড়ার জন্য পুরো বায়োলজি বই মুখস্থ করতে হবে দেখছি!
ভাল লেগেছে শব্দের ভিন্নতা

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

রিকেল বলেছেন: ধন্যবাদ সুপ্রিয়।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

সুমন কর বলেছেন: ভালো কিছু হবার, একটা চেষ্টা ছিল !!! +

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

রিকেল বলেছেন: হ্যাঁ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.