নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিটি কবিতাই কবির শ্রেষ্ঠ মূহুর্ত এবং প্রত্যেক শ্রেষ্ঠ মূহুর্ত এক করলেই সৃষ্টি হয় কবির জীবন। আপনি প্রেমে পড়ুন সেই শ্রেষ্ঠ মূহুর্তের। সত্যি কোরে একবার প্রেমে পড়ে দেখুন, কবিতার কাছে মাথা নত হয়ে আসবে আপনার; আপনি দায়গ্রস্ত হয়ে পড়বেন শব্দের কাছে।

রিকেল

রিকেল › বিস্তারিত পোস্টঃ

আমি বেঁচে থাকার জন্য এসেছি

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

জেনেছে হৃদয় সূর্য অস্ত যাবার কালে তোমাকে সে ভুলে যাবে

তোমার সাথে কবিতার যে মহৎ সাদৃশ্য
যে মহান নদী তোমার চোখে প্রবহমাণ
যে অপূর্ব সন্ধ্যা কপালে তোমার খেলা করে
সে কেবল তোমার নয় অনোমা
এ সব আমার প্রেমের রমণীয় সৃষ্টি

পৃথিবীর কাছে তোমার যে রঙিন বিদায় প্রথম জীবন
আমার কাছে সে তোমার মলিন শেষ সম্মান


যেদিন তুমি দাঁড়াবে অষ্টাদশী হেমন্তের সম্মুখে
তোমার তখন সমুদ্ররুপী মুখ নদীপথ ঠোঁট পাহাড় সদৃশ হৃদয়
দৃষ্টি জুড়ে করুণ আর্তনাদ তোমার বেদনাহত স্তন

তোমাকে মনে করিয়ে দেবে আমাদের শহরভ্রমণ
শীতার্ত আঙুল শরৎ পৃথিবী


একদিন আমিও বিদায় নেব ভেবে
তুমি হাসবে মুখের হাসি
কাঁদবে চোখের ভাষা

আমিতো ফুরোবার নয় অনোমা
আমি বেঁচে থাকার জন্য এসেছি
আমার হৃদয় জুড়ে কবিতা
কবিতার কণ্ঠে প্রেমের গান

আমি কি ফুরোতে পারি অনোমা?

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩

কাজী মেহেদী হাসান। বলেছেন: জেনেছে হৃদয় সূর্য অস্ত যাবার কালে তোমাকে সে ভুলে যাবে শুরুতেই ভাবনায় ফেলার মতো লাইন

তোমাকে মনে করিয়ে দেবে আমাদের শহরভ্রমণ
শীতার্ত আঙুল শরৎ পৃথিবী
মুগ্ধ

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯

রিকেল বলেছেন: মেহেদী, আপনি পড়েছেন। এতেই আনন্দিত।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর কবিতা

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩

গেম চেঞ্জার বলেছেন: ভাল লাগলো.... ১ম +।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.