নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিটি কবিতাই কবির শ্রেষ্ঠ মূহুর্ত এবং প্রত্যেক শ্রেষ্ঠ মূহুর্ত এক করলেই সৃষ্টি হয় কবির জীবন। আপনি প্রেমে পড়ুন সেই শ্রেষ্ঠ মূহুর্তের। সত্যি কোরে একবার প্রেমে পড়ে দেখুন, কবিতার কাছে মাথা নত হয়ে আসবে আপনার; আপনি দায়গ্রস্ত হয়ে পড়বেন শব্দের কাছে।

রিকেল

রিকেল › বিস্তারিত পোস্টঃ

হে আমার বিষণ্ণ প্রেমিকাগণ

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

আমাকে দ্বিতীয় তৃতীয় আরও হাজার বার বিরহ দাও
তোমাদের নাম লিখে রাখি বিষাদের কবিতায়

আমি শুধু একজনকেই ভালোবাসি যাদের আমি ভিন্ন নামে ডাকি

হে আমার বিষণ্ণ প্রেমিকাগণ,
যদি কবিতায় তোমাদের ডুবিয়ে মদের সাথে পান করতে পারতাম
পৃথিবী জেনে যেতো কবিতার চেয়ে তোমরাই মহৎ

তোমাদের খোঁপায় আমার দুঃখগুলো গেঁথে দিয়ে আমি সুখী হ'তে চাই
তোমাদের হাতে আমার ভুলগুলো তোলে দিয়ে আমি শুদ্ধ হ'তে চাই

হে আমার সুন্দরী দুঃখী সংসারী প্রেমিকাগণ,
এর বহু বছর পর একদিন আমি তোমাদের ব্যথায় মরে যাবো

ক্লান্ত হৃদয়ে তোমরা কথা বোলো আমার এপিটাফের সাথে

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৪

জনম দাসী বলেছেন: ৮ নং লাইনটা তোলে নয় তুলে একটু এডিট করুণ ... কবিতা খূব সুন্দর এবং মুগ্ধকর , ভালো থাকুন সব সময়...

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০

রিকেল বলেছেন: হ্যাঁ, তুলে।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৭

কেউ নেই বলে নয় বলেছেন:
আমি শুধু একজনকেই ভালোবাসি যাদের আমি ভিন্ন নামে ডাক

এখানে কি যাদের বদলে যাকে হবে?

কবিতা অসাধারন। ভাল্লাগছে। ++

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

রিকেল বলেছেন: বাহ্! ধন্যবাদ। আপনার দৃষ্টি এত সূক্ষ্ম বিষয় এড়ায় না! আপনার দৃষ্টি দীর্ঘজীবী হোক প্রিয়।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

সুলতানা রহমান বলেছেন: সুন্দর কবিতা!

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

রিকেল বলেছেন: ধন্যবাদ।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯

তুষার কাব্য বলেছেন: ভালো লাগলো । কবিতার নামটাই টেনে নিয়ে গেল শেষ পর্যন্ত :)

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

রিকেল বলেছেন: ভালবাসা।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

গেম চেঞ্জার বলেছেন: তোমাদের খোঁপায় আমার দুঃখগুলো গেঁথে দিয়ে আমি সুখী হ'তে চাই
তোমাদের হাতে আমার ভুলগুলো তোলে দিয়ে আমি শুদ্ধ হ'তে চাই


দুর্নীতির গন্ধ পাইতেছি। B-)) :P

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

রিকেল বলেছেন: কী রুপ?

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ আপনার এতো প্রেমিকা??

আর সব দুঃখ তাদের দিবেন। সব ভুল তাদের? না?

তাইলে দুর্নিতি না ছাই হইবো??

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

রিকেল বলেছেন: তাঁরা মহৎ। দুঃখ কেবল তাঁদের দেয়া যায়।

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

রিকেল বলেছেন: কৃতজ্ঞতা প্রিয় পথিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.