নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিটি কবিতাই কবির শ্রেষ্ঠ মূহুর্ত এবং প্রত্যেক শ্রেষ্ঠ মূহুর্ত এক করলেই সৃষ্টি হয় কবির জীবন। আপনি প্রেমে পড়ুন সেই শ্রেষ্ঠ মূহুর্তের। সত্যি কোরে একবার প্রেমে পড়ে দেখুন, কবিতার কাছে মাথা নত হয়ে আসবে আপনার; আপনি দায়গ্রস্ত হয়ে পড়বেন শব্দের কাছে।

রিকেল

রিকেল › বিস্তারিত পোস্টঃ

পথের মতো গম্ভীর দীর্ঘজীবী হও

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৫




তোমার দুঃখগুলো তিন ভাগ কোরে প্রত্যহ পান কোরো
মাতাল হও গাও এবং নাচো
কিন্তু ঘুমিয়ে পড়ো না

যে ররফ খণ্ড বহুকাল ঘুমিয়ে কাটায় প্রশান্ত মহাসাগরে
তুমি তার মতো শান্ত শুভ্র কঠিন হও

তুমি অরণ্যের মতো সবুজ পাহাড়ের মতো মহৎ
গৌতমের মতো অপ্রমত্ত হও

পাথরের মতো বিনয়ী গোলাপের মতো সহজ
নদীর মতো নরম নরম সন্ধ্যা হও

তুমি সে পথের মতো গম্ভীর দীর্ঘজীবী হও
যে পথে হাঁটলে মানুষ হয় ওঠেন ঈশ্বর

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮

রিকেল বলেছেন: ধন্যবাদ।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

কল্লোল পথিক বলেছেন: বাহ! বাহ! খাসা হয়েছে

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৯

রিকেল বলেছেন: ভালবাসা প্রিয় পথিক।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০

খন্দকার রাশেদ হাসান বলেছেন: তুমি সে পথের মতো গম্ভীর দীর্ঘজীবী হও
যে পথে হাঁটলে মানুষ হয় ওঠেন ঈশ্বর..

আমার অনেক গুলা শখের একটি রাস্তায় হাটা, কোনরকম কারন ব্যাতীত। :-)

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০

রিকেল বলেছেন: আপনার সে পথ দীর্ঘজীবী হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.