নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিটি কবিতাই কবির শ্রেষ্ঠ মূহুর্ত এবং প্রত্যেক শ্রেষ্ঠ মূহুর্ত এক করলেই সৃষ্টি হয় কবির জীবন। আপনি প্রেমে পড়ুন সেই শ্রেষ্ঠ মূহুর্তের। সত্যি কোরে একবার প্রেমে পড়ে দেখুন, কবিতার কাছে মাথা নত হয়ে আসবে আপনার; আপনি দায়গ্রস্ত হয়ে পড়বেন শব্দের কাছে।

রিকেল

রিকেল › বিস্তারিত পোস্টঃ

গভীরতম সন্ধ্যা

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২

তোমার সে স্তন— মূলত যেটা পুরুষকে ব্যথা দেবার যোগ্য
সে রুপ কোমল পাহাড় নিয়ে তুমি সমুদ্রের দিকে হাঁটছো

এক লক্ষ উৎসুক চোখ তোমাকে প্রদক্ষিণ করছে

তোমার বাম হাতে একটা তাজা নরক আর
ডান হাতে একটা গভীর স্বর্গ নিয়ে
তুমি হেঁটে আসছো
পৃথিবীর বেদনাদায়ক সন্ধ্যার দিকে

এক কোটি ধর্মান্ধ দৃষ্টি তোমাকে প্রদক্ষিণ করছে


একটা মহৎ হৃদয় আমি তোমার দিকে ছুঁড়ে দিলাম
একটা নরম কবিতা ছুঁড়ে দিলাম তোমার দিকে

তোমার হাত থেকে খসে পড়ল স্বর্গীয় আনন্দ এবং নারকীয় দুঃখ

দু'টি বিষাদাক্রান্ত পাহাড় রমণীর একটি সহজ হৃদয় নিয়ে
স্থির দাঁড়িয়ে আছো সম্মুখে

আমি তোমার দিকে একটা প্রেম ছুঁড়ে দিলাম
তোমার দিকে ছুঁড়ে দিলাম নরম নরম একুশটি ভায়োলিন

তুমি হয়ে ওঠলে হেমন্তের গভীরতম একটি সন্ধ্যা
তুমি হয়ে ওঠলে পৃথিবীর সুন্দর একটি দুঃখ

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০

সাবলীল মনির বলেছেন: ভাবনা, শব্দ ও প্রকাশে দারুণ অাধুনিক, খুব ভাল লাগল ।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

রিকেল বলেছেন: ধন্যবাদ।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪

কল্লোল পথিক বলেছেন: সাধু! সাধু!

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০০

রিকেল বলেছেন: ভালবাসা প্রিয় পথিক।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১

ফুলফোটে বলেছেন: কি জানি...কতটা সত্য!!!!

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০০

রিকেল বলেছেন: হ্যাঁ।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১

সুজন কুতুবী বলেছেন: এরকম কবিতা পড়তে পড়তে আমি মরে যেতে চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.