নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হইচই, হট্টগোল এড়িয়ে চুপচাপ, নিরিবিলিতে লুকিয়ে থাকতে ভাল লাগে।

রিম সাবরিনা জাহান সরকার

যা-ই লিখি, কাঠবিড়ালীর মত এখানে জমিয়ে রাখি। https://rimsabrina.blogspot.com/

রিম সাবরিনা জাহান সরকার › বিস্তারিত পোস্টঃ

বন্দী খেয়াল

২৮ শে জুন, ২০১৮ দুপুর ২:১০


ভিনদেশী শহর ঘেরা স্ফটিক দেয়াল
আটকে পড়া আমার হাজারো খেয়াল,

উড়ে যায় পায়রার পালক শত
ক্ষত নিয়ে নীল হওয়া কাব্য যত,

সকাল গড়ানো সন্ধ্যার অজুহাতে
অসীম গল্প শুধু ফাঁকির সাথে

কাগজখেয়ায় ডুবে মনের নাবিক
হয় না তবুও ফেরারী সাবেক

ফেলে আসা অতীতের বেহালা বেহাল
স্বপ্ন চাষীর ক্ষেতে মারীর আকাল

এই ভিনদেশী শহর ঘেরা এ কোন দেয়াল
আটকে পড়া আমার কত না খেয়াল


-মিউনিখ, জার্মানি
২৮.০৬.২০১৮

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৫

কাইকর বলেছেন: সুন্দর কবিতা

২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫০

দরজার ওপাশে আমি বলেছেন: হুম ভালো ছিল, কবিতায় আপনার অবস্থান আর ভাব প্রকাশ করেছেন মনে হচ্ছে !

২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৫

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আংশিক সত্য। অতীত মনোভাব। এখন ভাবি আল্লাহর দুনিয়ায় সব জায়গা সমান।

৩| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৪| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৬

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ অনেক।

৫| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

কাওসার চৌধুরী বলেছেন: আপনার কবিতাটি পড়ে "মো: জামাল হোসেন" এর লেখা একটি চমৎকার কবিতার কথা মনে পড়লো। কবিতাটি হলো-


১.
দূর প্রবাসে নিয়ম মেনে
আজও রাত্রী আসে।
এইখানেও আকাশ ভরে
চন্দ্র-তারা হাসে।
সন্ধ্যা তারা নিয়ম মেনে
হয় যে ধ্রুব তারা।
রোজ নিশীতে গগণ পানে
হতবাক চেয়ে থাকা।
২.
দূর প্রবাসেও পূর্ণিমা হয়
রোজকার আকাশে।
মনটা তবুও রয় পড়ে রয়
আপনজনের দেশে।
রাত্রী যতই গভীর হয়
মনটা আমার ব্যাকুল রয়।
মাঝে মাঝে অশ্রু ঝরে
নিশীতের নীরবতায়।
৩.
রাত্রীকালে যখন দেখি
দূরের নক্ষত্ররাজী।
ভাবনা জুড়ে কেবলই আসে
প্রিয়জনের হাসি।
নিস্তব্ধ রাতের মতই
আমিও হই বারংবার স্তব্ধ।
মন চাইলেও পারিনা যেতে
বাস্তবতার শিকলে আজ আমি রুদ্ধ।
৪.
রাত্রী হলেই হৃদয় কাঁদে
প্রিয়জনকে মনে পড়ে।
প্রহর গুনি ফিরে যাবো কবে
ছুটে রাতের ভেলায় চড়ে।
হে দয়াময়, কবে তুমি
করবে আমায় শৃঙ্খল মুক্ত।
প্রহর গুনে আজ আমি
হয়ে গেছি বড় ক্লান্ত।

জার্মানির বিখ্যাত মিউনিখ শহরের চাকচিক্যের ভেতর থাকলেও মনে পড়ে আছে কোন এক নদীর পাড়ের অজোপাড়াগায়ে। এটাই জীবন। কবিতায় অনেক ভাল লাগা। সাথে লাইক B-) দিলাম।

২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:১৯

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অনেক ধন্যবাদ জামাল সাহেবের কবিতা তুলে ধরার জন্যে। প্রবাস একটি জটিল সমীকরণ।

৬| ২৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:০১

ভ্রমরের ডানা বলেছেন:
খুব সুন্দর একটা কবিতা পড়লাম!

৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৫

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ!!

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:০০

বলেছেন: কবিতায় মুগ্ধতা।


১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: কৃতজ্ঞতা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.