নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

আজকের বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ।

১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭




অনেক আশা-ভরসা ছিল আজকের বাংলাদেশ--পাকিস্তান ম্যাচে যে বাংলাদেশ বেশ ভালভাবেই পাকিস্তানকে পরাজিত করতে পারবে। আশটা হয়তো করা একটু বেশীই হয়ে গিয়েছে। পাকিস্তান টসে জিতে ব্যাটিং নিয়ে ২০১ রানের যে বিশাল স্কোর করলো সেটা বাংলাদেশ ব্যাটসম্যানদের অনেকটাই চাপের মুখে ফেলেছিল। এমন একটা সময় ছিল যখন ৫০ ওভারের অনেক ম্যাচেই ২০০ রান হতো না। আর এখন ২০ ওভারে ২০০ রান করাটা কিন্তু চাট্টিখানি ব্যাপার নয়। পাকিস্তানের ব্যাটসম্যানরা বেশ ভালো খেলেছে এবং তাদের খেলা দেখে বোঝা যাচ্ছিল যে এটা বাচা-মড়াইের খেলা তাদের জন্য কারণ মাত্র ক'দিন আগেই সদ্য সমাপ্ত T20 Asia Cup তারা বাংলাদেশের কাছে যেভাবে হেরে গিয়ে ফাইনাল খেলা থেকে ছিটকে পড়েছিল তাদের জন্য এই ম্যাচটা জেতা ছিল ফরজ।



Sharjeel Khan ও Ahmed Shehzad ওপেনিংয়ে নেমেছিল ব্যাটিংয়ে এবং শুরু থেকেই বাউন্ডারি মারা শুরু করেছিল তারা। Sharjeel Khan দুটো দেখার মতো ছক্কা মেরেছিল ঠিকই কিন্তু সে বেশিক্ষণ টিকতে পারলোনা। এরপর Mohammad Hafeez ও Ahmed Shehzad দূর্দান্ত ব্যাটিং করা শুরু করলো। Ahmed Shehzad ৩৯ বলে ৫২ করলো ও Mohammad Hafeez ৬৪ রান করলো ৪২ বলে। তবে Soumya Sarkar, Arafat Sunny এর বোলিংয়ে Mohammad Hafeez এর যে ক্যাচটি ধরলো সেটা নিঃসন্দেহে দেখার মতো ছিল। ক্যাচটি একেবারে বাউন্ডারীর কাছে ছিল। মিস হলেই ছয় হয়ে যেত কিন্তু Soumya Sarkar প্রথমে লাফ দিয়ে বলটা ধরে বলটা আকাশে ছুড়ে মেরে সে মাটিতে পা দিয়ে নিজেকে ব্যালান্স করে তারপর বলটা আবার ধরলো। চমৎকার একটা ক্যাচ ছিল। টাইগারদের অনেক কিছু শিখতে হবে এই ম্যাচ থেকে কারণ সামনে সব বড় বড় দলদের সাথে খেলা আসছে। বাংলাদেশ ৫৫ রানে হারলো কিন্তু কোন মতেই এই ম্যাচ থেকে আত্মবিশ্বাস হারালে তাদের চলবে না।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

বিজন রয় বলেছেন: আরো ভাল খেলতে হবে।

২| ১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

তাজুল ইসলাম নাজিম বলেছেন: মিথুনকে সরিয়ে তার জায়গায় সৌম্যকে আর ওপেনিং ইমরুলকে নিয়ে আসলে ভালো হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.