নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

পহেলা বৈশাখে এক অন্য রকম ঘটনা

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০১



ঘটনাটি ঘটে #পহেলাবৈশাখের দিন। সি.এন.জি করে আমি আর আমার এক ফ্রেন্ড বনানী ১১ নাম্বার আসলাম। সি.এন.জি ড্রাইভারকে ভাড়া দিয়ে আমরা রাস্তায় নেমে হাটা শুরু করলাম। বেশ কয়েক মিনিট পর খেয়াল করলাম আমার এক #মোবাইল ফোন নাই। ভাল করে পকেটে দেখলাম, কোথাও নাই। মনটাই খারাপ হয়ে গেল। নকিয়া সেটটি গত বছর মে মাসে কিনেছিলাম। যেখানে নেমেছিলাম সেখানে গিয়ে একবার দেখলাম যে হয়তো রাস্তায় পরে যেতে পারে। সেখানে নাই। নিশ্চিত হলাম সি.এন.জির ভেতরেই ফেলে এসছি। আমি আমার আরেকটা ফোন দিয়ে কল করলাম দেখি ফোনটা বন্ধ পাচ্ছি। আমার ফ্রেন্ডও চেষ্টা করলো কিন্তু বিফলে গেল। মনটাই ভেংগে গেল। আমরা আরেকটু সামনে গিয়ে দেখি বেশ কয়েকটা সি.এন.জি দাঁড়িয়ে আছে। তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে তারা #উত্তরা থেকে কিছুক্ষণ আগে এসছিল কিনা কারণ সি.এন.জি ড্রাইভারের চেহারাতো আর আমাদের মনে নাই। রাস্তায় দাঁড়িয়ে থেকে চিন্তা করছি কি করা যায়। আসলে কিছুই করার নাই। ঠিক কিছুক্ষণ পর দেখি যে সি.এন.জি করে এসছিলাম সে সি.এন.জি আমাদের কাছে আসলো। ড্রাইভার আমাদের খুজছিলো। সে তার পকেটে মোবাইল ফোনটা রেখে দিয়ে ছিলো। আমাকে দেখে বলে আমরা এটা ফেলে এসছিলাম আর সে আমাদের খুজছিলো। আমি আকাশ থেকে পড়লাম। এখনো ভালো মানুষ আছে দুনিয়াতে!!! কত কোটিপতি আছে চুরি চামারি করতে পিছু পা হয় না, অসৎ কর্ম থেকে কখনই তারা বিরত হয়না আর সামান্য একজন সি.এন.জি ড্রাইভার সে মোবাইল ফোনটা পেয়ে আমাকে খোঁজা শুরু করেছিল। আমি তাকে বকশিস দিলাম। সে নিতে চাইছিল না কিন্তু তাকে জোড় করে দিলাম আর সাথে তুললাম একখান সেলফি। He is my #hero of the week.

মন্তব্য -১ টি রেটিং +১/-০

মন্তব্য (-১) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০১

খান সাব বলেছেন: এইসব লোককে স্যালুট করতে ইচ্ছে করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.