নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

Predator(1987) সিনেমার যত অস্ত্রশস্ত্র।

২৩ শে মে, ২০১৮ সকাল ১১:৩০



Predator সিনেমা আমার সর্বকালের সেরা সিনেমাগুলির একটি। আমার দেখা মতে সেরা এ্যাকশন সিনেমা Predator। কিভাবে এই ছবিটির প্রতি ভালবাসা তৈরি হলো সেটা জানতে হলে ইতিহাসের পাতা উল্টাতে হবে। সেই ১৯৯০ সালের কথা। তখন ছোট ছিলাম। ছোটবেলায় ঈদের সময় বেশ মজা হতো। একেক দিন একেকজন আত্মীয়দের বাসায় দাওয়াত থাকতো। তো রীতি অনুযায়ী আমার বড় ফুপুর বাসায় দাওয়াত পড়লো। ফুপুর বাসায় গেলাম। খাওয়া-দাওয়ার পর সব কাজিনরা মিলে প্ল্যান করলাম সিনেমা দেখবো। তখন VHS Cassette এর যুগ। এখন যেরকম সব কিছুই মাগনা মাগনা টরেন্ট এ পাওয়া যায় তখনতো আর সেরকমটি ছিলনা।



আমরা সবাই একসাথে বসে সিনেমা দেখতে বসলাম। ছবির নাম: Predator। ঐ যে প্রথমবার দেখলাম সিনেমাটি এরপর যে কতবার দেখেছি তার হিসেব নেই। আমার মনে হয় আমি প্রায় ২০০ বারের ওপর এই Predator সিনেমা দেখে ফেলেছি। তারও বেশি হবে। Predator ছবির আরো পর্ব রয়েছে তবে আমার কাছে প্রথমটাই ভালো লাগে।

আজকে আমি কথা বলবো এই ছবিতে ব্যবহৃত যত অস্ত্রশস্ত্র।সেসব নিয়ে। এই ছবিতে যেসব ভারি অস্ত্রশস্ত্র ব্যবহৃত হয়েছে সেসবের একটি তালিকা নিচে দেওয়া হলো।



AR-15/SP1

মেজর Alan "Dutch" Schaefer (Arnold Schwarzenegger) এবং Billy (Sonny Landham)কে অনেকবার এই অস্ত্রটি ব্যবহার করতে দেখা গিয়েছে।





মেজর Alan "Dutch" এর AR-15/SP1 রাইফেলের সাথে Fake M203 Launcher লাগানো ছিল।

AKM

এই অস্ত্রটি গ্যারিলা যোদ্ধাদের ব্যবহার করতে দেখা গিয়েছিল। মেজর ডাচ ও তার দলকে এটি ব্যবহার করতে দেখা যায়নি।



Mossberg 500

Mossberg 500 হলো এক ধরনের শটগান। একমাত্র Billyকে AR-15/SP1 রাইফেলের সাথে ফিট করা Mossberg 500 শটগানটি ব্যবহার করতে দেখা যায়।



GE M134 Minigun (Handheld)

GE M134 Minigun (Handheld) হলো জটিল মেশিনগান। এটার ডাকনাম "Ol' Painless", এবং এই মেশিনগানটি Sergeant Blain Cooper (Jesse Ventura) কে শুধু ব্যবহার করতে দেখা যায়। Sergeant Blain এর মারা যাবার পর Predator কে মারার জন্য এটি অল্প সময়ের জন্য ব্যবহার করে SGT Mac Eliot (Bill Duke) এবং Mac।



M60E3

এই M60E3 Machine Gun সবসময় ব্যবহার করতো SGT Mac Eliot (Bill Duke)।

Valmet M78/83

কয়েকজন গ্যেরিলা যোদ্ধাদের এই Valmet M78/83 অস্ত্রটি ব্যব হার করতে দেখা গিয়েছে। এটি একটি হালকা মেশিন গান।

Heckler & Koch HK94A3 (chopped and converted)

Heckler & Koch HK94A3 হলো সাবমেশিন গান। মেজর ডাচের বেশির ভাগ সদস্যকেই এটি ব্যবহার করতে দেখা গিয়েছে। SGT Blain Cooper (Jesse Ventura), Jorge "Poncho" Ramirez (Richard Chaves), Rick Hawkins (Shane Black) এবং George Dillon (Carl Weathers) এটিকে সবসময় ব্যবহার করেছে।

Fake 39mm M203 Launcher

মেজর Dutch তার AR-15/SP1 রাইফেলে এই M203 launcher ফিট করে ইউজ করেছিল।

Walther PP

Walther PP একটি হ্যান্ডগান। ছবিতে এই হ্যান্ডগান খুব অল্প সময়ের জন্য ব্যবহার করতে দেখা গিয়েছে।

IMI Desert Eagle Mark I

Billy, Dutch, Mac, Poncho এবং Hawkins- এরা সবাই IMI Desert Eagle Mark I হ্যান্ডগানটি সাথে রাখতো।

M18A1 Claymore

Predator কে ধরার জন্য M18A1 Claymore পেতে রেখে ফাঁদ পাতা হয়।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ সকাল ১১:৪৭

কাইকর বলেছেন: রিভিউ পড়ে দেখার ইচ্ছা জাগলো।

২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৫৪

রিনকু১৯৭৭ বলেছেন: দেখে ফেলুন, ভালো লাগবে।

২| ২৩ শে মে, ২০১৮ সকাল ১১:৫৮

নাজিম সৌরভ বলেছেন: প্রিডেটর ছবিটা আমি নিজেও অনেক দেখেছি । আমিও আপনার মত মুভি ভক্ত । তবে আমি ভালো রিভিউদাতা নই । আমার দেখা একটি মুভি Indiana Jones & the Temple of Doom-এর উপর ছোট একটি পর্যালোচনামূলক ব্লগ লিখেছিলাম । অবশ্য সেটা সামগ্রিক রিভিউ নয় । সময় থাকলে আমার লেখাটি দেখার আমন্ত্রণ রইল । লিংক- Click This Link

২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৫৬

রিনকু১৯৭৭ বলেছেন: আপনার লেখাটি পড়েছি। ভালই লিখেছেন। তবে আমি মনে করি স্পিলবার্গ কাউকে ইচ্ছে করে কষ্ট দেবার জন্য ওমনটি করেননি। সিনেমার সুবাদেই সেরকম দৃশ্যগুলো হয়তো ছিল। আপনাকেও ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

৩| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:১৮

আবু তালেব শেখ বলেছেন: মুভিটা দেখতে হচ্চে। কিন্তু নির্ভরযোগ্য মুভি ডাউনলোডের কোন সাইট পায়না।
লিংক আছে????

২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:২৯

রিনকু১৯৭৭ বলেছেন: Click This Link এই যে ভাই লিন্ক।

৪| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৭

ইব্রাহীম সাজ্জাদ বলেছেন: কয়েকবার দেখেছি। এখন রিভিউ পড়ে আরো একবার দেখার ইচ্ছা জাগলো। আগামী অফ ডে তে আর একবার দেখে নিতে পারবো।

২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৫৬

রিনকু১৯৭৭ বলেছেন: দেখেন। এই ছবি বারবার দেখলেও বারবার আরো দেখতে ইচ্ছে করে।

৫| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:১৯

জুন বলেছেন: ছেলের অনুরোধে তার সাথে বসে প্রিডেটর আমিও দেখেছি কয়েকবার । বলতে গেলে এটাই আর্নল্ডের প্রথম ছবি যা আমার ভালোলেগেছিল । আপনার খুটিনাটি অস্ত্র শস্ত্রের বিবরন ভালোলাগলো তবে ইদানীং আমেরিকায় স্কুলের বাচ্চাদের হাতে সহজলভ্য হয়ে পড়া আগ্নেয়াস্ত্র ও তা দিয়ে সহপাঠিদের খুন করা বিভিন্ন ম্যুভি আর বর্তমান বিশ্বের নানা ঘটানার প্রভাব বলেই মনে হয় । সোয়ার্জেনেগারের আই উইল বি ব্যাক বলে এই ব্যাপারে কিছু উদ্যোগ গ্রহন করা উচিত যেহেতু সে একসময় টিন এজারদের আইডল ছিল ।
+

২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৫৭

রিনকু১৯৭৭ বলেছেন: আপনাকে ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

৬| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৪০

আবু তালেব শেখ বলেছেন: আপনি ধৈর্যের সাথে লিংক দিয়ে বড়মনের পরিচয় দিলেন। আসলে আমিও একজন মুভি খোর।

৭| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ছোটবেলার প্রিয় মুভির একটা। এখনো দেখি। সুন্দর তথ্যের জন্য আপনাকে ধন্যবাদ।

২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৫৪

রিনকু১৯৭৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

৮| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:২৩

ব্লগার_প্রান্ত বলেছেন: খুব সুন্দর ছবির, খুব সুন্দর রিভিউ (ঠিক রিভিউ না, আবার অস্ত্রের রিভিউ B-) )। লাইক দিলাম।
কিন্তু ভাই ২০০ বার, একটু খটকা লাগলো :P

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৯

রিনকু১৯৭৭ বলেছেন: জি, ভাই ঐ কয়বারই হবে, ইন ফ্যাক্ট ২০০ বারের থেকেও বেশী হবে।

৯| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: Click This Link এই যে ভাই লিন্ক।


অনেক ধন্যবাদ।

১০| ২৪ শে মে, ২০১৮ রাত ২:৫৭

অর্থনীতিবিদ বলেছেন: মিনিগানটা আমার কাছে ভালোই লাগে। টারমিনেটর টু ছবিতে অার্নল্ড মিনিগানের সার্থক ব্যবহার করেছিলো। ভালো কথা, ছুরিও তো এক ধরনের অস্ত্র। কিন্তু পোস্টে ছুরি নিয়ে তো কিছু দেখলাম না। প্রিডেটর ছবিতে কিন্তু ছুরির অনেক ব্যবহার ছিলো। ভারী অস্ত্রের ক্যাটাগরিতে যদিও এটা পড়ে না। তারপরও দিয়ে দিলেন।

২৪ শে মে, ২০১৮ রাত ৩:২৮

রিনকু১৯৭৭ বলেছেন: জি ভাই, ছুরির কথা খেয়াল ছইল তবে দেইনি, ছুরি ছিল, ম্যাশেটে ছিল। ধন্যবাদ আপনাকে।

১১| ২৪ শে মে, ২০১৮ রাত ৩:৪২

অর্থনীতিবিদ বলেছেন: ভাই, আপনি আমার কমেন্টের রিপ্লাই দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ, আপনি অন্য সকল ব্লগারদের কমেন্টেও কিছু না কিছু রিপ্লাই দিন।

১২| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:০৪

হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.