নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

জার্মানী বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ রিভিউ

২৭ শে জুন, ২০১৮ রাত ১১:১৫



জার্মানীর বিশ্বকাপ থেকে বিদায় দেখে ব্রাজিল সাপোর্টাররা নিশ্চয়ই খুব খুশী হয়েছে। এই জার্মান দলকে ৪ বছর আগের জার্মান দল মনে হয়নি। আর বিশ্বকাপে গত ২০ টা বছর ধরে যে অঘটনটা ঘটে আসছে সেটাই হলো এবারে। ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স বাদ পড়েছিল ২০০২ এর বিশ্বকাপে প্রথম রাউন্ডেই। ২০০৬এর চ্যাম্পিয়ন ইতালি বাদ পড়েছিল ২০১০ এর বিশ্বকাপে। সেটাও ছিল প্রথম রাউন্ড। ২০১০ এর চ্যাম্পিয়ন স্পেন বাদ পড়েছিল ২০১৪ সালের বিশ্বকাপে প্রথম রাউন্ডেই। ঠিক এবারও একই জিনিষ হলো। ২০১৮ এর চ্যাম্পিয়ন জার্মানি বাদ পড়লো এই বছরের বিশ্বকাপের প্রথম রাউন্ডেই।



দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে যায় জার্মানি। দু'টো গোলই হয়েছে এক্সট্রা টাইমে। জাপান/কোরিয়ায় ২০০২ সালের বিশ্বকাপের সেমি ফাইনাল হয়েছিল ২৫-এ জুন ২০০২তে যে খেলায় স্বাগতিক দেশ দক্ষিণ কোরিয়াকে জার্মানি ১--০ গোলে হারিয়ে ফাইনালে গেছিলো। জার্মানীর বালাক গোলটা দিয়েছিল। ঐ খেলাটা দেখেছিলাম।, এখনো মনে আছে। আমার মনে হয় সেটারই বদলা নিল কোরিয়া এতটা বছর পর।

তবে দিন শেষে একটা কথাই বলা লাগে আর তা হলো এই জার্মানী সেই জার্মান দল নয় যে জার্মান দল হেসে খেলে প্রতিপক্ষকে একেবারে উড়িয়ে দিত। একমাত্র সুইডেনের সাথে একটু লড়াই করতে পেরেছিল আর মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার সাথে একদম সাধারণ মানের ফুটবল খেলেছে জার্মানী।

Match Report

কোরিয়ার গোলকিপারকে বাহবা দেওয়া উচিত। তার দূর্দান্ত বল সেভের জন্য তাকে ম্যান ওফ দ্যা ম্যাচ করা হয়।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৮ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:


কোরিয়ার সাথে জার্মানরা হেরে গেছে? আপনি জোক করছেন?

২| ২৭ শে জুন, ২০১৮ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: এবারের বিশ্বকাপ হলো অঘটনের বিশ্বকাপ।

৩| ২৮ শে জুন, ২০১৮ রাত ২:৫৭

কাওসার চৌধুরী বলেছেন: জার্মান দলে ভাল মানের ফুটবলারে অভাব নেই। তবে মেসি-রোনালদোর মতো কোন বড় তারকা না থাকলেও তারা একটি দল হিসাবে খেলে। এই দলের যে কোন খেলোয়াড় গোল করতে সক্ষম।

কিন্তু এবারের বিশ্বকাপে ফিনিশং টাচের ব্যর্থতার জন্য জার্মানদের বিদায় নিতে হলো। এছাড়া তাদের ডিফেন্স তুলনামূলক দূর্বল ছিল।

৪| ২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:২৯

আবু তালেব শেখ বলেছেন: জার্মানির বিদায়ে ব্রাজিলের সমর্থক রা খুশি আপনাকে কে বললো?
কাল সার্বিয়ার কিছু ভাড়াটে সমর্থক এই রকম কথা বলেছিল আপনার মত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.