নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

12 Angry Men (1957 film)---সিনেমা রিভিউ

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:০২



12 Angry Men, মানে ১২জন খেপা মানুষ। এটি ১৯৫৭ সালের একটি ছবি। চমৎকার একটি সিনেমা। দুই তিনবার দেখা হয়েছে এই ছবি আর গত কয়েকদিন আগে আরেকবার দেখলাম। কিভাবে দেখলাম সেটি একটু পরে বলছি। অনেকেই হয়তো খেয়াল করেছেন যে আমি বেশ কিছুদিন ব্লগ লেখা থেকে বিরত ছিলাম। তার কারণ হলো আমি আমার সপরিবার নিয়ে আমেরিকায় চলে এসছি। গত দু-তিনটে মাস আমেরিকা আসা নিয়ে বেশ ব্যস্ত ছিলাম। আমেরিকায় এসে আমার প্রথম দেখা সিনেম হলো 12 Angry Men।



বাংলাদেশে কি সুন্দর ফ্রি সিনেমা ডাউনলোড করে দেখতে পারতাম কিন্তু আমেরিকায় সেটা সম্ভব নয়। ইউটিউবে ২.৯৯ ডলার দিয়ে রেন্ট নিয়ে দেখতে হয়েছে সিনেমাটি। সিনেমাটি একবার দেখা শুরু করলে আপনাকে ৪৮ ঘন্টা দেওয়া হবে সিনেমাটি দেখার জন্য। এরপর আবার রেন্ট করতে হবে।

এই সিনেমাটি যদিও আমার আগে দেখা হয়েছে কিন্তু আবারো খুব দেখতে ইচ্ছে করছিলো। সেরা ১০ সিনেমার লিস্টে থাকবে এই ছবিটি। ১২জন জুরির ভেতর ১১জনই মনে করে একটি বালক হত্যার আসামি। একজন বিশ্বাস করে ছেলেটি নির্দোষ। এটি নিয়েই একটি ঘরের ভিতরেই ছবিটি ধারণ করা হয়।

হেনরি ফোন্ডার অভিনয় ছিল চমৎকার। পরিচালক সিডনি লুমেটের ছবি যে অসাধারণ হবে সেটা আর বলার অপেক্ষা রাখেনা। ভালো লেগেছে সিনেমাটির প্রতিটি সেকেন্ড।

এক কথায় এই সিনেমাকে আমি নির্দিধায় ১০//১০ দিব। আপনারা যারা এখনো এই সিনেমাটি দেখেননি আজই দেখে ফেলুন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৮

বিষন্ন পথিক বলেছেন: ছবির কাহিনী এবং কনসেপ্ট চমৎকার

২| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৩

চাঙ্কু বলেছেন: এই সিনেমাটা দেখব দেখব করে দেখা হয়নি!!!

৩| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: রিভিউ দিলে লিংকও দিয়ে দিবেন প্লীজ।

৪| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২০

হাসান রাজু বলেছেন: ছোট বেলা মাসে একটা সিনেমা দেখাত বিটিভি তে , শুক্রবার বিকেলে । মাঠ ঘাট ফাকা হয়ে যেত । কোন কোন শুক্রবার সিনেমা হত কিন্তু আমরা খেলতে যেতাম মাঠে। কেউ অবাক হয়ে বলত, সিনেমা দেখবি না ? ঠোট উলটে বলতাম " নাহ, ফাইট নাই ।"

এই সিনেমা (12 Angry Men) দেখতে বসার আগে জানতে হবে, এটাতেও ফাইট নাই। সুন্দর, মনোরম দৃশ্য নাই। আদালতের একটা রুমের ভিতরেই (জজের সামনে নয়) প্রায় ৯০ভাগ শুটিং হয়ে গেছে। শুধু যুক্তি, তর্ক আর বিতর্ক । সিনেমার মূল ও একমাত্র হাতিয়ার হল এর সংলাপ।

প্রিয় একটা মুভির রিভিউ দেখেই ভাল লাগছে।

রাজীব নুর ভাইয়ের জন্য লিংক-
https://archive.org/details/12AngryMen1957

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.