নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

BIRD BOX সিনেমা রিভিউ। চমৎকার একটি সিনেমা।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩১



আমেরিকায় এসে কাজের চাপে ঠিকভাবে সময় পাওয়া যায়না সিনেমা দেখার। তারপরেও একটু সময় পেলেই সিনেমা বা টিভি সিরিজ দেখে ফেলি। বর্তমানে যেমন HBO Now-তে আবার Game of Thrones দেখছি। এপ্রিলে রিলিজ হবে এই অসাধারণ টিভি সিরিজের শেষ সিজন তাই পুরনো সব পর্বগুলো দেখে মস্তিস্ককে উর্বর করে নিচ্ছি। আর সিনেমা দেখার জন্য Netflix-তো আছেই । ভালোভালো সিনেমা দেখার জন্য Netflix এক কথায় বেস্ট।

কিছুদিন আগেই Sandra Bullock অভিনিত একটা সিনেমা দেখলাম নাম Bird Box। চমৎকার লাগলো সিনেমাটি দেখে। Sandra Bullock এমনিতেই আমার ফেভারিট একজন অভিনেত্রী আর এই সিনেমায় তার অভিনয় ছিল সত্যিকার অর্থে দেখার মতো।



পৃথিবীতে মানুষরা একে একে আত্মহত্যা করছে। কি কারণে এমনটি করছে তা কেউ বলতে পারেনা। তবে ব্যাপারটি হলো যারাই চোখ খোলা রেখে এক অদৃশ্য কিছুর দিকে তাকাচ্ছে তখনি তারা আত্মহত্যা করছে। কিসের দিকে তাকিয়ে তারা এমনটি করছিল সেটা দেখানো হয়নি সিনেমায়।



এইভাবেই চোখ বন্ধ রেখে Sandra Bullock-কে কাজ করতে হয় বাইরের দিকে তাকালেই শেষ। আসলে ইদানিং বেশ কিছু সিনেমা post-apocalyptic ধরনের হচ্ছে। যেরকম A Quiet Place। A Quiet Place সিনেমা ছিল সাউন্ড নিয়ে। জোড়ে শব্দ করলেই এক ধরনের জন্তু আক্রমণ করতে আসতো আর Bird Box সিনেমাটি হলো ভিশন নিয়ে। বাইরের দিকে তাকালেই মানুষ আত্মহত্যার পথ বেঁচে নিত।

আমার কাছে। সিনেমাটি বেশ ভালই লেগেছে। আপনারা যারা দেখেননি সময় পেলে দেখে নিয়েন। ভালো লাগবে আশা করি। আমি ৯/১০ দিব এই সিনেমাটিকে।


মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫

নাহিদ০৯ বলেছেন: প্রিয়তে রাখলাম। দেখে আবার মন্তব্য করবো।

২| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: অবশ্যই দেখব।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৩

পলাশবাবা বলেছেন: ট্রেইলার দেখে যত টা আশা নিয়ে মুভি টা দেখেছি ততটাই হতাশ হয়েছি। কাহিনী চরম পর্যায়ের দূর্বল। অন্তত আমার তাই মনে হয়েছে।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৯

আমিন রবিন বলেছেন: শেষটা আরও জমজমাট আশা করেছিলাম।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৯

সুমন কর বলেছেন: অনেক আশা নিয়ে দেখেছিলাম..............ভালো লাগেনি। কাহিনী তেমন কিছুই নেই, শুধুশুধু টেনে বড় করেছে।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১

গরল বলেছেন: আমিও দেখব, কোনো ডাউনলোড লিংক পেলে দিবেন দয়া করে। ধন্যবাদ।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখার ইচ্ছে আছে B-))

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:০৮

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: মুভিটা আমারও বেশ ভাল লেগেছিল।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩

নাহিদ০৯ বলেছেন: দেখলাম। এটা দেখেই ওয়ার্ল্ড ওয়ার জেড মুভি’র স্লো ভার্সন মনে হলো। মেকিং এর একটু ঘাটতি মনে হয়েছে। বোঝা যাচ্ছিল এর পরে কি হতে যাচ্ছে। কে মরবে এবার। এরকম টাইপ এর মুভি’র একটা প্যাটার্ন আছে। এটা তার বাইরে তেমন কোন আলাদা রিমার্ক রাখতে পারেনি। কিছু কিছু জায়গায় চরম গাঁজাখুরি লজিক দেখে বিরক্ত লাগছিলো।

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৬

লিসানুল হাঁসান বলেছেন: last portion was disgusting.it could have ended in a better way

১১| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৮

সজল_ বলেছেন: Sandra Bullock এর অভিনয় ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.