নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

The Hunger Games: The Ballad of Songbirds & Snakes (২০২৩) সিনেমা রিভিউ।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৩৯



আপনার কাছে যদি জীবনে সময়ের মূল্য না থাকে তাহলে আপনি অবশ্যই ২০২৩ সালের সবচেয়ে বোরিং ও গল্পছাড়া সিনেমা The Hunger Games: The Ballad of Songbirds & Snakes সিনেমাটি দেখে থাকতে পারেন। যে আশা নিয়ে দেখা শুরু করেছিলাম সিনেমাটি ঠিক তার চেয়ে কয়েকগুণ বেশী হতাশ হয়েছি। মনে হচ্ছিল পরিচালক খুব তাড়াতাড়ি করে সিনেমাটি বানাতে চেয়েছে।
সিনেমার মধ্যে ছিল না কোনো গল্প। ছিলনা কোনো ছন্দ। যখন যে দৃশ্য দেখাতে মন চেয়েছি পরিচালক তা দেখিয়েছে।

যারা যারা অভিনয় করেছে তাদের অভিনয় নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তারা ভালই অভিনয় করেছে কিন্তু এরকম একটা সাদামাটা গল্পে কেনো তারা অভিনয় করতে গেলো সেটা বোধগম্য হচ্ছে না। এর আগে জেনিফার লরেন্স অভিনীত যেসব The Hunger Games সিনেমাগুলো হয়েছিল সেগুলো প্রত্যেকটারই গল্প ছিল চমৎকার।

ছবিটি কোনো সিকুয়েল নয় বরংচো এটি একটি প্রিকুয়েল। এই সিনেমায় মূলত দেখানো হয় The Hunger Games এর পেনাম নগরীর প্রেসিডেন্ট Coriolanus "Coryo" Snow-এর তরুণ জীবনের কাহীনি। সে কিভাবে প্রেসিডেন্ট হয়ে উঠে সেটার গল্প। কিন্তু সেই গল্প বলতে গিয়ে যে বোরিং করে ফেলেছে তা পরিচালক কেনো যিনি স্ক্রিপ্ট লিখেছেন তিনিও বুঝেননি। যাই হোক গল্প আসলে সবাই বলতে বা লিখতে পারেনা।

আমি ৫/১০ দেব। আপনাদের সময় থাকলে দেখতে পারেন।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: এই মুভি আমি দেখব না।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৯

বিজন রয় বলেছেন: তাহলে আপনি দেখলেন কেন? আর রিভিউবা লিখলেন কেন?

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

রিনকু১৯৭৭ বলেছেন: আমি দেখে যে সময় নষ্ট করেছি তা যেন অন্যরা না করে তাই সতর্ক করার জন্য এই রিভিউটা লিখেছি।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমি প্রচুত মুভি দেখি, কিন্তু এই সিরিজের একটা মুভিও দেখা হয় নি কেন যেন।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৪

জ্যাকেল বলেছেন: মুভিটা ভাল না কেন বললেন? স্নো সাহেপ মেন্টর থাকাকালীন ঐ মাইয়ার বিশ্বাস অর্জন করতে গিয়ে পরবর্তীতে লাবু লাবু হইয়া যায় উহা আমার কাছেও দুর্বল গল্প লাগিচ্ছে যদিওবা। কিন্তু বন্ধুর সাথে বিট্রে করাটা ভাল গল্প, বাস্তব গল্পই বলা চলে। ওভার অল মুভিটা ভাল আছে, সময় নষ্ট না।
যদিও বা এক্সপেক্টেশন ছিল বহুত উচু, তাহা হয়ে ওঠেনি।

রেবেলদের দলকে দিয়ে প্লট আরো বাড়াইতে পারত।
গেইমটা এক জায়গায় সীমাবদ্ধ না রেখে আরো বাড়াইতে পারত।
গেইমে ট্রফি সিস্টেম করতে পারত, কেহ যদি ট্রফি না এনে নিজেরে বাঁচাইয়া রাখতে চায় তবে তাহাকে সে স্বাধীনতা দিতে পারত।
বাট্টি লোকটারে দিয়ে আরো টুইস্ট......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.