নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারার আলোয় পথ চলা !

যুগল শব্দ

যুগল শব্দ › বিস্তারিত পোস্টঃ

(ক্ষুদে গল্প) “চালকুমড়োর সতীত্ব

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২১



ক্লাস নাইনে পড়া টিনেজার মেয়েটি সদা চঞ্চল ঝর্ণার মতোই উচ্ছল। দুই বোনের মাঝে ছোট বলে সবার আদর-আহ্লাদে বরাবরই একটু বাড়তি তার। কৃষক বাবার পরিবারে শ্রাবণ বর্ষণের মতো সুখ না থাকলেও নবান্নের ঘ্রাণের শান্তি ছিল।

সে প্রেমে পড়েছে। ক্লাসের সবথেকে শান্ত আর নম্র ছেলেটির মায়া দৃষ্টির মোহে আচ্ছন্ন সে। ছেলেটিও সারা দেয়। আশ্বিনের সোদাগন্ধ শীতের মতো সে প্রেম ধীরে ধীরে মাঘের শীত হয়ে কাঁপণ ধরায় সবুজ কোমল দুটি মনে। সময় গড়িয়ে যায়।

স্কুলের টিফিনে একদিন তারা একে অপরের হাত ধরেছিল । সেই থেকে হাত ধরা আর কাছাকাছি আসার ধ্যান গ্রীষ্মের কালো মেঘে ভর করে। ঋতুর পালা বদল হয়।

তাদের কল্পনারা বিচ্ছিন্ন হয়ে পড়ে বাস্তবতার মেঠোপথ হতে। তারপর...। তারপর কোন এক বসন্ত বিকেলের মায়া-কোলে ঢলে পড়ে সে অবুঝ প্রেম। কাঁটা ভেঙে যায় একটি লকলকে চালকুমড়োর!

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: গল্পের কথামালা সুন্দর হয়েছে। স্নিগ্ধ।

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০৪

যুগল শব্দ বলেছেন:
অনেক ভালোলাগা রইল আপনার জন্য।

২| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১:১১

প্রামানিক বলেছেন: সুন্দর কথামালা। ধন্যবাদ

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৬

যুগল শব্দ বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ জানবেন।
ভালোলাগা রইল।

৩| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

দারুণ লিখলেন।++

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৫

যুগল শব্দ বলেছেন:
আপনার নামটিই দারুণ!
ভালো লাগলো মন্তব্যে।

৪| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৬

ময়না বঙ্গাল বলেছেন: আকাশ আমায়
ভরলো আলোয় ।
আকাশ আমি
ভরব গানে ।

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৮

যুগল শব্দ বলেছেন:
ধন্যবাদ ভাই,

গানে গানে ভরে তুলুন জীবন।

৫| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১০

একলা চলো রে বলেছেন: সুন্দর উপস্থাপনা । সোজাসাপটা গল্প।

২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৭

যুগল শব্দ বলেছেন:
অশেষ ধন্যবাদ জানাই।
ভালো থাকবেন।

৬| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন উপস্থাপনা, এক কথায় অসাধারণ

২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৮

যুগল শব্দ বলেছেন:
আপনার মন্তব্যে মুগ্ধ হলাম,
আমার ব্লগভুবনে স্বাগত জানাই।

ভালো থাকবেন লায়লা আরজু।

৭| ২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৭

নদীর তীর বলেছেন: অনেক ভালো লেগেছে। শুভ কামনা।

২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৪

যুগল শব্দ বলেছেন:
আপনার নাম ও ছবিটি সুন্দর,
ধন্যবাদ জানবেন মন্তব্যে।

৮| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৮

নাহিদ রুদ্রনীল বলেছেন: গল্পের উপস্থাপনা সুন্দর :-)

২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:৪৯

যুগল শব্দ বলেছেন:
কৃতজ্ঞতা রুদ্রনীল ভায়া।
ভালো থাকবেন।

৯| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৯

নাহিদ রুদ্রনীল বলেছেন: গল্পের উপস্থাপনা সুন্দর :-)

২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩২

যুগল শব্দ বলেছেন:
ধন্যবাদ নিন,
ভালো থাকুন।

১০| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

দাদুভাই্ বলেছেন: ভালো লাগলো।

২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৭

যুগল শব্দ বলেছেন:
কৃতজ্ঞতা দাদুভাই,

আমার ব্লগে স্বাগত।

১১| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আশ্বিনের সোদাগন্ধ শীতের মতো সে প্রেম ধীরে ধীরে
মাঘের শীত হয়ে কাঁপণ ধরায় সবুজ কোমল দুটি মনে।


দারুণ কথাগুলো মন ছুঁয়ে দিল, অনেক ভালোলাগা আপনাকে। ++

২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৮

যুগল শব্দ বলেছেন:
আপনাদের পেয়ে আমার ব্লগ ধন্য হল।
আশা করি নিয়মিত পাশেই থাকবেন "গ্রানমা"

১২| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৫

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কথামালা ।ভাল লেগেছে ।

২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৫

যুগল শব্দ বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই,
ভালো লেগেছে জেনে প্রীত হলাম।

১৩| ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৫

তুষার কাব্য বলেছেন: চমতকার লেগেছে । ছুঁয়ে যাওয়া কথামালায় ভাললাগা।

১৭ ই মে, ২০১৫ রাত ১০:০৯

যুগল শব্দ বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ কাব্য। ভালো থাকবেন।

১৪| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৭

শায়মা বলেছেন: :)


:)


:)

১৭ ই মে, ২০১৫ রাত ১০:৩১

যুগল শব্দ বলেছেন:
কৃতজ্ঞতা আপুনি, ভালো থাকু্ন।

১৫| ০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৫

দর্পণ বলেছেন: দারুন

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৫

যুগল শব্দ বলেছেন:
আপনার নামটি চমৎকার!
অনেক ধন্যবাদ পড়ার জন্য।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.