নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারার আলোয় পথ চলা !

যুগল শব্দ

যুগল শব্দ › বিস্তারিত পোস্টঃ

“অপরাজিতার পরাজয়”

১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৪



প্রতিরোধের সবটুকু চেষ্টা আর আগ্রহ শেষ হয়ে গেলে অতঃপর আদিম তমস্যে তলিয়ে যাওয়া। অনতিক্রম্য অন্ধকার_মরিচিকা মায়ায় ছুটে চলা। এভাবেই কতক বর্ষা কেটে গেলে আবার জীবন সাহারায় উঁকি দেয় সবুজ সম্ভাবনা। বালকের অসাবধান হাত হতে ছুটে যাওয়া গুলতির মত জীবন সে তো নয়, নিষিদ্ধ আঁধারের তীর ধরে সে একদিন এগিয়ে যাবেই আদিগন্ত আলোক উদ্ভাসে!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৮

লেখোয়াড়. বলেছেন:
আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। দেখে আসবেন।

আপনি এটা কি লিখতে চেয়েছিলেন। ভালই তো লাগল। আরো বড় হতে পারত।
লেখেন বেশি বেশি।

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৭

যুগল শব্দ বলেছেন:
আপনার অতলস্পর্শী উত্তর পেয়ে ভালো লেগেছে।

ওই ফুল দেখতে সুন্দর, গন্ধহীন !
দ্রুতই নিস্তেজ হয়ে ঝরে পড়ে !

আমাদের সমাজে এমন ফুল (নারীর) সংখ্যা অনেক।
মতামতের জন্য কৃতজ্ঞতা, ভালো থাকবেন।

২| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০০

শায়মা বলেছেন: আলোকের ঐ ঝর্নাধারায় ধুঁইয়ে দাও
আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুঁইয়ে দাও ....

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

যুগল শব্দ বলেছেন:
কোন সে রঙিন প্রজাপতি
মন বাগানে ওড়ে,
কোন সে সুখের পিছুটানে
নিয়ম করে কাঁদা!

কোন সে তারার অলীক মায়ায়
হৃদয় আমার বাঁধা,
কোন সে সুরের লয় ও তালে
নিত্য গীতি সাধা!


মন্তব্যে ভালোলাগা রইল।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

শায়মা বলেছেন: তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রানে
সে আগুন ছড়িয়ে গেলো সবখানে."....:)

১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

যুগল শব্দ বলেছেন:
আগুন ছড়িয়ে যাওয়া খুব ভালো,
যদি সে আগুন হয়
ভালোবাসার,
সম্প্রীতির,
সুন্দরের,
কিংবা জ্ঞানের।

অনেক দেরীতে উত্তর দেয়ায় দুঃখিত।
ভালোলাগা জানবেন আপু।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০

রুদ্র জাহেদ বলেছেন:
ভালো লাগল।একটু ছোট হয়ে গেছে,আরেকটু বড় হলে আরো ভালো লাগত

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

যুগল শব্দ বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.