নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারার আলোয় পথ চলা !

যুগল শব্দ

যুগল শব্দ › বিস্তারিত পোস্টঃ

“তিনটি ক্ষুদে গল্প”

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

গল্প (১) “থুথু”

বস্তীর পাশেই নির্মাণাধীন বহুতল ভবন। স্বামী পরিত্যাক্তা হীরামন পেটের দায়ে পলিথিন,নষ্ট বাঁশ-কাঠ ইত্যাদি সংগ্রহ ও বিক্রির টাকায় দিনাতিপাত করে। তার জীবন অভিধানে পেট_ক্ষুধা, চুল_উকুন অথবা বস্তী_টোকাই শব্দগুলোই বেশি আপন হয়ে মিশে আছে।

মাঝ বয়সী ম্যানেজারের আড়চোখ এড়াতে পারে না প্রকল্পের কোন কিছুই। হীরামনের পরিত্যাক্ত যৌবনের মলিন দ্যুতি গোপনে ঢেউ তোলে তার বিকার মনের মজা পুকুরে। অভাব শুধু মানুষের স্বভাবকে নষ্টই করে না কখনো কখনো তা মানুষকে করে নির্মোহ আর অবিচল।

সেদিনের কর্মময় বিকেলটা নির্জন আর বিষণ্ণতায় মোড়ানো । লম্পট ম্যানেজারের সুযোগ সন্ধানী কামনা দানব জেগে ওঠে। পলিথিনওয়ালীকে কৌশলে ডেকে নেয় তার কামরায়। বড় একটা চকচকে নোট মেলে ধরে তার ময়লা মুখের সামনে।

হীরামনের পাথর মন কেঁপে ওঠে। কামাতুর চোখ আর নোটের দিকে তার দৃষ্টি নিবন্ধিত হয়। কঠিন জীবনের সরল অভিধান হতে দৃঢ় চেয়ালের ফাঁক গলে সজোরে বেরিয়ে আসে একটিমাত্র শব্দঃ “শুয়োর” । আর নোটের উপর আছড়ে পড়ে একদলা থুথু!



গল্প (২) “বদভ্যাস”

মরার আগে সব ছেড়ে দিয়েছিল সে। মদ,সিগারেট আর ওগুলো ছাড়া!



গল্প (৩) “মরণ”

মৃত্যু হয়েছিল কবিতাটির,সুমধুর কোন গান হয়ে ওঠার আগেই!





ছবিঃ সংগৃহীত।

মন্তব্য ৫৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

প্রামানিক বলেছেন: দারুণ। ধন্যবাদ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

যুগল শব্দ বলেছেন:
আপনাকেও কৃতজ্ঞতা জানাই।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

আহমেদ জী এস বলেছেন: যুগল শব্দ ,




প্রথম আর শেষেরটি অনেক সুন্দর ।
ক্ষুদে গল্পে বৃহৎ কথা না বলেও বলে গেলেন ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৪

যুগল শব্দ বলেছেন:
আপনাকে দেখে সত্যি পুলকিত হলাম।
অনেক ধন্যবাদ রইলো।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

আরজু নাসরিন পনি বলেছেন: সুন্দর।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

যুগল শব্দ বলেছেন:
সালাম নিন। ভালো থাকুন। ধন্যবাদ ।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

রুদ্র জাহেদ বলেছেন: প্রথমটা বেশি ভালো লেগেছে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩১

যুগল শব্দ বলেছেন:
আপনার ভালোলাগা আমার দারুণ আননন্দের খোরাক।
ধন্যবাদ।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

ফেরদৌসা রুহী বলেছেন: প্রথমটি বেশি ভাল লেগেছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫২

যুগল শব্দ বলেছেন:
অনেক ধন্যবাদ জানবেন। ভালো থাকুন।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: ক্ষুদে গল্প অর্থ বেশ গভীর । ভাল লেগেছে ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

যুগল শব্দ বলেছেন:
আপনার নিকটা অদ্ভুতুড়ে!
ভালোলাগা আপনার জন্যও।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১

পুলহ বলেছেন: দ্বিতীয় গল্পের মেসজটা ভালো।
প্রথম গল্পে বর্ণনাভঙ্গি চমৎকার।
তৃতীয় গল্পটা মন খারাপ করিয়ে দেবার মতন সুন্দর :)
শুভকামনা রইলো আপনার জন্য!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৮

যুগল শব্দ বলেছেন:
কৃতজ্ঞতা জমা রইল আপনার জন্য।
ভালো কাটুক আপনার প্রতিদিন।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৫

আরজু পনি বলেছেন: দ্বিতীয় আর তৃতীয়টা অনেক কথা বলিয়ে নিচ্ছে মনের ভেতর থেকে...
প্রথমটায় হিরামনের চরিত্রের দৃঢ়তা ভালো লাগলো ।

শেষের ছবিটা একেবারে উপরে দিলে কি ভালো হতো ? তাই ভাবছি ।

এক লাইনের গর্পের এক্সপেরিমেন্ট ভালো লাগলো, যুগল ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৩

যুগল শব্দ বলেছেন:
উইন্ডোতে প্রথমে লেখা পেস্ট করে এবং মাউস পয়েন্টার উপরে রেখেই
ছবিটি আপলোড করেছিলাম কিন্তু পরে ছবিটি দেখি নিচে যুক্ত হয়েছে !

কিভাবে যে উপরে ছবি আপলোডাইতে হয় ?? জানালে উপকৃত হতাম।

লেখা ভালো লেগেছে জেনে আপ্লুত হলাম।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

আরণ্যক রাখাল বলেছেন: তিনটেই সুন্দর।
২ ও ৩ অবশ্য কবিতার কোন লাইন হলেই ভাল হতো। কারণ কাব্যিক।
শুভকামনা রইল

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

যুগল শব্দ বলেছেন:
মন্তব্যে কৃতজ্ঞতা রইল রাখাল। আর ভালোলাগা।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৪

গেম চেঞ্জার বলেছেন: অনেক ভাল লাগলো ১মটি। নিম্নশ্রেণির মানুষের মধ্যেও যে আত্মসম্মান থাকে অনেক সময় টাকার গদিতে বসা মানুষের মধ্যেও তা দেখা যায় না।

২য় ও ৩য়-টি বুঝি নাই। এটা কি করে গল্প হলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮

যুগল শব্দ বলেছেন:
আপনার নামটাই বিশেষ।

এটা কি করে গল্প হলো। :(

ধন্যবাদ জানবেন।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৮

সায়েদা সোহেলী বলেছেন: কোন কিছু না বলেই সব কিছু বলে দেওয়া টাইপ পোস্ট , , , অনুপ্রাণিত হলাম এক্সপেরিমেন্ট করার :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০০

যুগল শব্দ বলেছেন:
আমিও অনুপ্রাণিত হলাম আপনার মন্তব্যে।
ভালো আছেন আশা করি। ধন্যবাদ।

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৩

রক্তিম দিগন্ত বলেছেন: শেষের দুইটা বেশ ভাল লাগলো।

আর প্রথমটা সাহস জোগানোর মত। আত্নসম্মানবোধ থাকাটা অনেক সম্পদ থাকার থেকেও বেশি।
+++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

যুগল শব্দ বলেছেন:
আপনার প্রপিকের লেখাটা দেখলাম !
আর আপনার কমেন্টটাও ভালো লাগলো।

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০১

প্রবাসী ভাবুক বলেছেন: ১ম টা অসাধারণ হয়েছে৷ পরের দুইটা ঠিক বুঝতে পারিনি তাই কোন মন্তব্য করাও সম্ভব নয়৷

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

যুগল শব্দ বলেছেন:
আপনার সরল মন্তব্য ভালো লাগল "প্রবাসী ভাবুক"

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬

সুমন কর বলেছেন: শেষ দুটো ভালো লেগেছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

যুগল শব্দ বলেছেন:
পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখা ভালো লেগেছে। সামনের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

যুগল শব্দ বলেছেন:
ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
পরের পর্ব দিব নিশ্চয়ই। ধন্যবাদ।

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

মিতু রহমান বলেছেন: সবগুলোই ভালো

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

যুগল শব্দ বলেছেন:
অনেক ধন্যবাদ।

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

জনৈক অচম ভুত বলেছেন: দুই নম্বরটা বেশি ভাল। :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

যুগল শব্দ বলেছেন:
আপনার নামের মানে কি জানতে পারি ?
ধন্যবাদ মন্তব্যে।

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

মনিরা সুলতানা বলেছেন: লেখায় ভালোলাগা :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭

যুগল শব্দ বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০১

প্রিন্স হেক্টর বলেছেন: ভালো লেগেছে। :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৮

যুগল শব্দ বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন।

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২০

অলওয়েজ ড্রিম বলেছেন: এক শ্বাসে তিন গল্প পড়া শেষ। ;)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

যুগল শব্দ বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন ভ্রাতা।

বসন্তের শুভেচ্ছা রইলো।

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২

মাঘের নীল আকাশ বলেছেন: চমৎকার! লিখতে থাকুন ++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

যুগল শব্দ বলেছেন:
আপনাকে এখানে দেখে ভালো লাগলো।
ধন্যবাদ।

২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রথমটায় ভাল লাগা জানাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯

যুগল শব্দ বলেছেন:

সালাম নিন প্রফেসর সাহেব।
কৃতজ্ঞতা মন্তব্যের জন্য।

২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৭

বিজন রয় বলেছেন: ভাল লেখা।
++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১২

যুগল শব্দ বলেছেন:
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন। ধন্যবাদ

২৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭

ভরকেন্দ্র বলেছেন: দারুন....

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

যুগল শব্দ বলেছেন:
আপনাকে দেখে খুব ভালো লাগলো।
ভালোলাগা রইল ।

২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

যুগল শব্দ বলেছেন:
আপনাকে পেয়ে সত্যি খুব ভালো লাগলো। আবার দেখা হবে নিশ্চয়ই।

২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ২য়টা অসম্ভব ভালো লাগলো।অনেক শুভেচ্ছা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

যুগল শব্দ বলেছেন:

অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন। ধন্যবাদ।

২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪

মৃদুল শ্রাবন বলেছেন: ক্ষুদে গল্প ঠিক ক্ষুদে নয়। গল্লের বিষয়বস্তু অনেকবেশী বিস্তৃত।

ভাল লেগেছে।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৪০

যুগল শব্দ বলেছেন:
অনেক ভালোলাগা আপনাকে। কেমন চলছে সাগর জীবন?
ভালো থাকুন, সুন্দর থাকুন।

২৮| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০০

আরজু নাসরিন পনি বলেছেন:
আপনি যখন পোস্ট তৈরি করবেন তখন প্রথমে ছবি যোগ করতে চাইলে লেখা শুরুর আগেই ছবিটি যোগ করে নিন। তাতে প্রথমেই থাকবে ছবি।
কিন্তু লেখা শেষ করার পর ছবি যুক্ত করতে চাইলে ছবিটি অটোমেটিক একেবারে শেষে আসবে। সেক্ষেত্রে লিঙ্কের অংশটুকু সিলেক্ট করে কাট করে আপনার পছন্দমতো জায়গায় পেস্ট করুন।

আর পোস্ট প্রকাশ করে ফেললে...এডিট অপশনে গিয়ে লিঙ্ক অংশটুকু একেবারে শেষ থেকে সিলেক্ট করে কাট করে সুবিধামতো স্থানে পেস্ট করুন হয়ে যাবে ।


বুঝতে সমস্যা হলে বললেন...
শুভেচ্ছা রইল।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৫

যুগল শব্দ বলেছেন:
পরামর্শের জন্য অশেষ কৃতজ্ঞতা জানাই আপু।
আশা করি আর সমস্যা হবে না।

আপনিও ভালো থাকুন।

২৯| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৭

শায়মা বলেছেন: ক্ষুদে গল্পেরাও অনেক বড় হয়। মানে মিনিং হয়!!!!!!!:)

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৮

যুগল শব্দ বলেছেন:
হুম, আপনার মন্তব্যে ভালোলাগা জানাই।


ধন্যবাদ।

৩০| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৫

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.