নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

আমি কবি হতে আসিনি

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৮

আব্দুল্লাহ্ আল মামুন

আমি কবি হতে আসিনি ,
তুমি কবিতা হলে ,
কবিতা লেখার ভাষা দিলে,
একগুচ্ছ শব্দ দিলে,
শব্দরা ভির করল এই চারাপাশে।
ভুল করেছি শুধু ধরতে।

আমি বোকার মত কিছু বলতে না পারি ।
না পারি তোমাকে আপন করতে।
শুধু অভিনয় করে দিন পার করলাম।
তুমি সেই অভিনয়টাও ধরে ফেললে।
আমি জানি না ।
কিভাবে কি লেখা যায়।
কিভাবে শব্দের মালা গাথে কবিরা ।

তুমি শিখিয়ে দিলে।
আমি গ্রহন করলাম ফকিরের মত।
কিছু বলার ভাষাও নেই এই মনে।
আমি কবি হতে আসিনি।
জানো তো আমি কবি নই।
তুমি কবিতার সকল ভাষার ছন্দ।
আমি ছন্দপতনের মহা আলোরণ।
এই পৃথিবীতে করেছি বিশাল আয়োজন।
সব গেল বৃথা ।
তুমিই কবি ।
প্রিয়া তোমার কবিতায় ঠাই দাও মোরে।
প্রেমে পাগল হতে না পারি।
ডুব দেয়ার যোগ্যতা না থাক।
সাতার তো কাটতে পারবো।
তোমার প্রেম দরিয়াতে।
তুমি কবি ,
প্রেম কর দান ।
তোমার কবিতারা মহান।
যে মহান কবিতা কবিদের দিয়েছে সম্মান,
কবিদের কলমে ভাষা করেছে দান।
যেমন স্বপ্ন দেখিয়েছো ।
ভাষা দিয়েছো কবিতার মাঝে।
তেমনি এই আমাকে সুর দাও।
প্রেমের সুর,কথার সুর ,দিগন্তের সুর।
এই আমি কিছু নই।
কবিতো হতে আসিনি।


কবিতা লেখার ক্ষমতা নেই আমার।
তুমিই সব করিলে আয়োজন।
এই কবিতার আলোরণ ।
এই মনের জাগরণ।


আমি তো শুধু দেখেছি।
মরুভূমির পথিক বালকের মত করে।
সাইবেরিয়ার সাদা বকদের ভিরে।
এই বাংলার কৃষকের কুড়ে ঘরে।


দাড়িয়ে থেকেছি একা।
কিছুই বলতে চাইনি।
কি বলব ?ভাষা নেই কবিতার।

তুমি দাও ,
এই আমাকে একটি কবিতা দাও।
আমি কবি হতে আসিনি।
আমি কবি নই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৯

খায়রুল আহসান বলেছেন: ব্লগে আপনাকে বিলম্বিত সুস্বাগতম জানাতে এখানে এলাম! এখানে আপনার বিচরণ দীর্ঘস্থায়ী হোক, আনন্দময় ও স্বচ্ছন্দ হোক, নিরাপদ হোক! হ্যাপী ব্লগিং!
এখানে প্রকাশিত আপনার প্রথম পোস্টটা পড়ে গেলাম। ভাল লেগেছে।
প্রেম বোধ কবিতার প্রসূতি। শুদ্ধ প্রেম থেকে কবিতার জন্ম হয় অহরহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.