নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

একটি সাহসী কবিতা

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৯

~~~~~~~~
একটি সাহসী কবিতা
----------------

একটি সাহসী কবিতা ,.
যার কথা ,
যার বাক্য ,
যার শব্দ ,
ছিল আগুনের মত উত্তপ্ত।


যে কবিতা জাগিয়েছে পুরো জাতিকে
একটি মহান কবিতা


হঠাৎ সে কবিতার শব্দরা ,
বিক্ষিপ্ত ভাবে ছরিয়েগেল
বাঙলার মানুষের বুকে,
বাংলাদেশের মানুষের মুখে।
বাংলাদেশের মানুষের প্রাণে।
বাংলাদেশের মানুষের জাগরনে।


একটি কবিতা ".
কিছু বাক্য ,
কিছু জ্বলন্ত শব্দ,
উল্কার মত ছুটে চলা ।



সূর্যের মত উত্তপ্ত সে কবিতা
চাঁদের মত সবার প্রিয় সে কথা ।


এবারের সংগ্রাম ,.
আমাদের মুক্তির সংগ্রাম।


অল্প সময়ের মাঝে,
সে কবিতা মানুষের দিলে আঘাত করল
মানুষের দিলকে করে দিল বিদ্রোহী
একটি কবিতা ,
সবার মুখের ভাষা হয়ে গেল।
একটি কবিতা ,
সবার প্রিয় কবিতা হয়ে গেল।




একটি কবিতা ,
বাচালো এই মায়ের আচল,
বাঙলা মায়ের আচল।



একটি কবিতা ,
মায়ের সন্তানদের করল সাহসী।
বুকে দিল বল,
অসীম পরিকল্পনা ,
যুদ্ধে যাওয়ার সাহস।


একটি কবিতা ,
স্বাধীনতা এনে দিলো,
একটি পতাকা এনে দিলো,
,
একটি মানচিত্র এনে দিলো,
বাচতে শিখালো মানুষকে,

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৩:৫৪

খায়রুল আহসান বলেছেন: সত্যি, বঙ্গবন্ধু'র ০৭ই মার্চ এর ভাষণটি যেন একটি বিদ্রোহী কবিতাই ছিল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.