নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

ছাত্র আন্দোলন

১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২২


ছাত্র আন্দোলন
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -


আমার শহরে চলছে,
শকুনের সাথে মানুষের মারামারি।
হে মহা মানব তুমি আসো তাড়াতাড়ি।
আমি আর ফিরবো না ঘরে।



ফিরবোনা বাড়ি।
যুদ্ধের ডাক দাও।
সামনে পা বাড়াও।
আন্দোলন করে মরতে চায় যুবাদের দল।
তাদের স্বাগত জানাও।।



পুরনো সেই শকুন।
আবার আছড়ে পড়েছে আমাদের বুকে।
আবার ছাত্রসমাজ ফেঁপে উঠছে ঢেওয়ের মতো।
মুছে যাক অন্যায় আছে যতো।
তাদের মুখে, রক্তে উঠেছে স্লোগান।
এসেছে বুঝি জাগরণী বান।



আগ্নেয়গিরি হতে লাভা ছুটতে শুরু করেছে।
বের হয়ে এসেছে গলিত লোহা আর
আগুন।
কি করে আটকাবে তুমি?
এটা কেউ পারেনি।



তুমিও পারবে না। মূর্খ শাসক।
সেই আগেকার ডাইনোসর হয়েছে খতম।
এখন সভ্যতা এসেছে।
মানুষ আর বোকা নয়।।।



তোমার পুরনো নখ আর দাত ভাঙবে তারা।
সময় এসেছে।।।
এই সময় জাগরণের সময়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৭

Monthu বলেছেন: ভাল কবিতা।।। ছবি গুলো আরো সুন্দর ।।মুগ্ধ হলাম ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.