নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

নটবরের চিন্তা ও চেতনা - মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -

২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৪




নটবরের চিন্তা ও চেতনা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -


আমি নটবর।
কবিদের বর।
গুণিদের রাজা।
সবাই আমার প্রজা।



আমি যা ভাবি।
কে তাহা ভাবে?
আমি যা লেখি।
কে লিখিতে পারে এভাবে?


আমি যা করি।
কে আছে করিতে পারে তাহা?
আছে কার হিম্মত?
আমাকে বাধা দেয়।


আমিই কবি।
কে বলেছে ভালো লিখে রবি?
আমিই কবি।
কতো মানুষ দেখিলাম।
কতো যে তাহারা বই বাহির করিলো টাকা খরচ করে।


আমি করলেই অপরাধী আমি?
আমি অপরাধী নই।
সমাজ যা শিক্ষা দিয়েছে মোরে।
আমি আছি সেই প্রতিযোগিতার দৌরে।


আমাকে যে জয়ী হতেই হবে।
আমাকে যে দেখাতেই হবে আপনার কর্ম।
আমি মহা পুরুষ।
মহামানব হবো।


যুগে যুগে বেচে থাকিবো মানুষের মাঝে।




বিবেক অট্ট হাসি দেয়।
বলে ওরে নটবর।
এইবার তুই মানুষ হয়ে দেখ।
মহামানব নাহয় আরেকদিন হয়ে নেয়া যাবে।


মহামানব না হয়ে একবার মানুষ হয়েই দেখ।
মানুষ তোকে মনের ভেতরেই রাখিবে।
যুগ যুগ ধরে রাখিবে।




ব্লগটি ১১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০২/২০১৮

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.