নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

একজন শামসুর রাহমান হাজার স্বাধীনতা তুমি কবিতা - মোঃআব্দুল্লাহ্ আল মামুন

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৬





একজন শামসুর রাহমান হাজার স্বাধীনতা তুমি কবিতা
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন


-শামসুর রাহমান এর একটি কবিতা ।
স্বাধীনতা তুমি ,
স্বাধীনতা কাকে বলে ,
কি আছে এর ভিতর ,
চিনতে পারলাম,বুঝতে পারলাম।



জানতে পারলাম বহুভাবে,
তারপর ,এল ফেসবুক।
ব্লগের অফুরন্ত পাতা ।
লেখা শুরু হল একটি বাণীকে কেন্দ্র করে।


স্বাধীনতা তুমি ,
একটি লাইন,
একটি অমর বাণী,
সবার মনকে ছুয়ে গেল ,
এখন এই বাণীর মালিকানা নিয়ে চলছে কারাকারি,
চলছে গুপ্ত যুদ্ধ।


স্নায়ুযুদ্ধের মত কবিতা যুদ্ধ।
অমিমাংসিত যুদ্ধ,
নীরব ও শীতল যুদ্ধ।


কবিদের যুদ্ধ ।
কবিতার যুদ্ধ।
কবি হওয়ার যুদ্ধ।
তৈরি হতে লাগলো হাজার কবি ।


হাজার কবিতাতে ভরে গেল ফেসবুক ,ব্লগ।
সেই এক লাইন , এক কবিতার হাজার বিশ্লেষণ।
স্বাধীনতা তুমি।
স্বাধীনতা তুমি ।


ভাবনাটা একজনের ,
দেখছে সবাই ,
বহুরূপে,বহুভাবে।
সেই লাইন গুলোই আবার লিখেছে কেউ।
দাবি করেছে নিজ মালিকানা ।


কবিতাটি আমার লেখা।
এই বলে কেউ কেউ দেখাচ্ছে দলিল।
একশত টাকার স্ট্যাম্প পেপার সহ।
স্বীকার করতে আমি বাধ্য ,



একজন শামসুর রাহমান
একজন কবিতার ফেরিওয়ালা ।
তৈরি করে গেলেন হাজার কবি।
হাজার কবির কলমে দিয়ে গেলেন রক্ত।


বুকের রক্ত,
মস্তিস্কের রক্ত।
নিউরনের অনু,কোষ।
সব দিয়ে গেলেন।
দিয়ে গেলেন মৌলিক কবিতা।


মৌল ধর্ম আছে যার।
তাকে ভাঙছে এখন হাজার কবি।
হাজার সুরে ,
হাজার কথাতে।
মালিকানা দাবি করে,
তিনি মহান কবি।



কবিতা সৃষ্টি করে থেমে থাকলেন না।
তৈরি করছেন হাজার কবি।
সৃষ্টি করবেন হাজার কবিতা,
বীজ বপন করে গেছেন মরার আগে।
এখন তাতে জন্ম নিচ্ছে কবিতার গাছ।
জন্ম নিচ্ছে কবিদের ডালপালা।


কবিতে ভরে যাচ্ছে দেশ।
সবাই একটি কবিতার শাখাপ্রশাখা।
স্বাধীনতা তুমি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.