নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

নায়ক রাজ - মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১২





নায়ক রাজ
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
Md Abdullah Al Mamun



***********
মাথায় নিয়ে প্রেমের তাজ।
উপাধি পেয়েছিলেন তিনি নায়ক রাজ।


অভিনয়ে মঞ্চনাটক, সিনেমার পর্দা তে
নাটকে, জীবন সংগ্রামে তিনি রাজ।
তিনি তো সবার মনের রাজা নায়করাজ।


শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ অভিনেতা।
লক্ষির প্রেমের শ্রেষ্ঠ স্বামী।
তিনি তো সবার কাছে ছিলেন দামি।



কালকে জয় করে।
মহাকালকে করেছেন জয়।
মহাকালের মহান ইতিহাসে।
সোনার পাতায় জেনো তার নাম লেখা হয়।



কত কত গান গেয়েছেন মানবতার।
অভিনয়ে নায়ক ছিলেন সুচন্দার।
কখনো প্রেমের নায়ক তিনি সাবানার।
কখনো পালন করেছেন মুক্তিযোদ্ধার।
কখনো প্রেমিক ভালোবাসার।
কখনো রাখাল যুবক গ্রাম বাংলার।
কখনো তিনি রাজার রাজকুমার।


এভাবেই মনের মাঝে জায়গা করেছে সবার।
অভিনয়ে মন কেড়েছেন তিনি সবার।
ভালোবাসার মানুষ তিনি সবার।

তাই অভিনয় জগতে আসন পেয়েছেন রাজার।
চীর যৌবনা মন ছিলো তার।
কখনো দুর্বল করতে পারেনি তাকে বয়সের ভার।
মুখে লেগে থাকতো যৌবন দ্বীপ্ত হাসি।
তাইতো সবাই তাকে এতো ভালোবাসি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.