নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

কবিতা তুমি

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৪



কবিতা তুমি
*************
মোঃ আব্দুল্লাহ আল মামুন
*****
কবিতা তুমি আমার প্রথম স্পর্শ।
প্রথম আবেগময় কথা।
প্রথম প্রেমের অপ্রকাশিত ব্যথা।
প্রথম আর শেষ যৌবনের প্রেমিকা।
আমার লোভ আমার অহমিকা।



প্রথম চাওয়া তুমি।
প্রথম প্রেমের আকাঙ্ক্ষা।
আমি তোমার কবিকে খুঁজি।




বার বার খুঁজে হয়রান হই।
একটি প্রশ্ন বুকে আমার।
বার বার সেই প্রশ্ন করে চিৎকার।



তুমি কবির কেমন খেয়াল?
কোন স্বপ্ন হতে তোমার আবির্ভাব?


কবিতা তুমি আমার প্রথম চাওয়া।
পুরন হওয়া প্রথম পাওয়া।
যা কিছু আছে সবই তোমার।


আমি অনাথ, ভিখারি।
আমার রাজত্ব,রাজদরবার সবই তোমারি।
আমার প্রথম জীবনের চেনা প্রেম।



শেষ বিকালের প্রেয়সী ।
যার কামনা বাসনা মনকে রেখেছে খুশি।
কবিতা তুমি যৌবনের অহংকার।
কবিতা তুমি উত্তাল সমুদ্রফেনা।
যুবক নাবিকের বুকে অনন্ত যৌবনা।



কবিতা তুমি আমার জীবনের গতি।
তুমি আমার বেচে থাকার প্রতিশ্রুতি।
তুমি আমার আধার ঘরে আলোকিত জোনাকি।
তোমাকে নিয়ে বেচে আছি।
বেচে থাকার মতো করে বেচে আছি।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

রাকু হাসান বলেছেন:
দারুণ কবিতা ! ++ পাঠক দেখে মনে হচ্ছে প্রথম পাতার কষ্ট গুছেনি B:-) |-)

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি ভাইয়া। ঠিকই বলেছেন।।। একজন বললো ইমেইলে যেন অনুমতি চেয়ে দরখাস্ত করি।।।তাও করলাম।

হল না কাজ।।।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই ধরনের অপ্রাসঙ্গিক ছবি ব্যবহার করে পোষ্ট করলে প্রথম পাতায় লেখার সুবিধা স্থগিত হতে পারে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। সুন্দর একটি উপদেশ দেয়ার জন্য। আমি ব্লগে নতুন। নিয়ম টা জানা ছিলোনা। ভালোবাসা নিবেন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জানিয়ে ভালো করেছেন। আশা করি আগামীতে এই ভুল গুলো হতে দূরে

থাকবো

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

খায়রুল আহসান বলেছেন: "কবি" এখনো কবিতা হয়ে ওঠেনি। আরেকটু ঘসা মাজার প্রয়োজন রয়েছে।
আর যতটুকুই বা হয়েছিল, অপ্রাসঙ্গিক "ছবি" এসে সেটাকে নষ্ট করে দিয়েছে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি ডিলিট করে দিয়ে দেই।
ধন্যবাদ প্রিয় । আমার আসলেই জানা ছিলো না। ভুল টা ধরিয়ে দিলেন। ভালো লাগলো

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

পদ্মপুকুর বলেছেন: কাভা এটা কি বললেন, এরকম হয় না কি? জানতাম না তো।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমিও জানতামনা। জেনে ভালো লাগলো। আগামীতে এই ভুল হবে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.