নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

নষ্ট প্রেমিক

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯




নষ্ট প্রেমিক
- আব্দুল্লাহ্ আল মামুন


তোমার ওষ্ঠ আমার জাগিয়ে তোলে
মোর স্পর্শ,


আর আমি রাত্রি জাগি তোমার সুখে।
তোমার আদর মাখা স্পর্শ আমার বুকে।


আমার পাপ, তোমার অনুতাপ।
ভাবনাতে তুমি জাগাও নষ্ট সুখ।
তোমার ঠোঁটের স্পর্শে কেপে উঠে বুক।
আমি খুঁজে পাই হাজার বছরের অজানা সুখ।
আমার নিঃশ্বাসে গেথে আছে তোমার বুক।



আমি তোমাকে দেখি।
তুমি রাতের পাখি,
অজানা ছন্দ আমাকে ঘিরে ধরে।
আমি তোমার মাঝে যাবো মরে।



আমি তোমাকে দেখেছি,
প্রেম নিয়ে নয়,
নারী রূপে দেবী রূপে।



আমি তোমাকে দেখেছিলাম তোমার আলয়ে।
তোমার প্রেমে আমি হাড়িয়েছিলাম আপনারে।
পবিত্র প্রেমে নষ্ট অনুভূতি জেগেছিলো মনে।
বারবার তোমার তোমার ছবি ভাসে মনে।



আমি প্রেম চেয়েছি।
তোমার ঠোঁটে ঠোঁট রেখেছি।
তোমার মনে মন রেখেছি।
পাপ করিনি, ভুল করিনি।


আমি তোমার দেহে পাপিষ্ঠ হাত দেখেছি।
দেখেছি নষ্ট প্রেমিকের হাত।
আমিও প্রেমিক হতে চাই না।
তাই ভালোবেসে লোভী হতে চাইনা,।



তোমার দেহের লোভ আমার নাই।
আমি নষ্ট প্রেম চাষ করি।
প্রাণে প্রাণ লাগাই।
আমি নষ্ট প্রেমিক।



তোমার ঠোঁটের স্বাদ নেই।
বিষাদময় দিন কাটে তোমাকে দেখে।
আমি জেগে উঠি তোমার আদর মেখে।
নষ্ট চাওয়া জেগে উঠে আমার বুকে।


মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

হাবিব ইমরান বলেছেন: বাহ ! !!

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

নজসু বলেছেন: কবি, আমার মনে হয় প্রথম পাতায় একজন ব্লগারের একাধিক পোষ্ট থাকা উচিত নয়। প্রথম পাতায় আপনার একাধিক পোষ্ট দুবার দেখলাম। এতে অন্য পোষ্টদাতার পোষ্ট দ্রুত প্রথম পাতা ছেড়ে চলে যায়। আপনি ধীরে সুস্থে পোষ্ট করুন। আমরা আছি তো। পড়বো অবশ্যই।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি দুঃখিত এই ভুল করায়।। আমি একজন ব্লগার কে দেখলাম্। ভাবলাম হয়তো কোন সমস্যা নাই। আচ্ছা আগামীতে এমন হবে বলে মনে হয়না

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

নজসু বলেছেন: আপনি মন খারাপ করলেন কি?

আপনার কষ্টে ভরা নষ্ট প্রেমের কবিতা অসাধারন লাগলো।
ভালো থাকবেন কবি।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: না। আমি মন খারাপ করবো কেন? বরং ভুল কে ভুল বলা মানুষ ই আমার কাছে প্রিয়।। আচ্ছা আগামীতে এমন একসাথে দুইটা হবেনা

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালোবাসা নিবেন। ব্লগের পাতায় দেখা হবে যতদিন আছি

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
আসলে আমি কবিতা কম বুঝি।
আমার কাছে যে কবিতা পড়তে ভালো লাগে সেটাই আমার কাছে ভালো কবিতা। সুন্দর কবিতা।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমিও কবি নই। তবে আমার কাহিনী একটু অন্যরকম।
কামারের সাথে থেকে লোহার হয়ে উঠার মতো।।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

স্রাঞ্জি সে বলেছেন:


আহা কাব্য,, ভাল লাগল। +++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ, ভালোবাসা নিবেন

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

এ.এস বাশার বলেছেন: অসাধারন কবিতা .... প্রথম দিকে প্রেম পরে বিষাদ.....সুন্দর....
কবিতায় ভালো লাগা জানবেন......

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমিও কবি নই। তবে আমার কাহিনী একটু অন্যরকম।
কামারের সাথে থেকে লোহার হয়ে উঠার মতো।।

সুন্দর মন্তব্যের উত্তর দিয়েছেন।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৩

Monthu বলেছেন: ভালোবাসা নিবেন সবসময়। ধন্যবাদ আপনাকে

ভালো থাকুন।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৬

Monthu বলেছেন: ভালোবাসা নিবেন সবসময়। ধন্যবাদ আপনাকে

ভালো থাকুন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.