নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

এই কঠিন নগরী

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮




এই কঠিন নগরী
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন


কতকাল দেখেছি এই নগর,
এই শহর ,ইট কাঠের দালান।
এই পিচঢালা রাস্তা ।


সেই শিশু কালে,
বাবার আঙ্গুল ধরে,
প্রথম এই নগরীতে প্রবেশ।
অপরূপ এই শহরকে ।
দেখেছি নিখুত ভাবে।
কত আকর্ষণ ছিল এর দিকে।




এই নগরী
এত ভির আর মানুষ ছিল না তখন।
ভেবেছি এটা কত সুন্দর।
সন্ধ্যা নামতেই শহরের বুকে।
লাল নীল বাতি জ্বলে উঠতো।



সকালের বিদ্যালয় গামী ছেলেমেয়েদের দল।
সেনাক্যাম্পে পোশাকে ঢাকা আর্মীর দল।
কত না ভাল লাগত সে সকাল।
আজ এই নগরী
আগের মত সব আছে।



শুধু এই নগরে ,
সব মানুষ হয়েগেছে ইটের মতই।
কঠিন মন তাদের ।
ছুটে চলা বাস ট্রেনের মত পাল্টে গেছে সবাই।






আগের শান্তির নগর নেই এখন।
চারদিকে শুধু মানুষরূপী রোবটদের বসবাস।
এখানে মানুষেরা করে হাসফাস।
দম ছাড়ে তারা ফুসফাস।



কি যে যন্ত্রনা তাদের?
কেউ জানে না ।
কেউ খবর রাখে না ।
চারদিকে কেমন যান্ত্রিকতায় ভরে আছে।


সব আছে ,
তবু কিছু নেই ।
মানুষগুলোও কেমন অন্যরকম।
চীরচেনা নগরী,
বার বার পাল্টে ফেলেছে তার চেহারা ।


ফুটপাতে হাটলে ড্রেনে পড়ার ভয়।
গলিতে হাটলে ছিনতাই কারীর ভয়।
রাস্তাতে শুধু ধোয়া রেখে ক্ষান্ত নেই।
ডাস্টবিনের ময়লারাও স্থান করেছে।


চারদিকে সব পাল্টে গেছে।
মানুষ গুলোও অচেনা লাগে।
শহর এর রূপ বুঝি এটাই।
অচেনা লাগে হরহামেশা।


এইখানে যে পুকুর ছিল ,
এই শহরের ওপারে ছোট ছোট ডোবা ছিল।
কোন দিন দেখিনি পানিতে এত কালো বিষ।
আজ পুকুর গুলো নেই।
নেই সেই খেলাম মাঠ ।


ইট ,লোহার দালান গুলো ,
দখল করেছে খেলার মাঠ।


এই শহর,
রাতের শহরে ,
এখনো অন্ধকার নামে,
সাথে ওলিগলিতে নেমে আসে ভয়।



এখনকার রাত ,
সেই নীরবতা নেই এখানে ,
শান্ত শহর আর শান্ত নেই।
চারদিকে কোলাহল আর ভবনের উচ্চ পাহাড়।


এই শহর ,
এই নগরী ,
আমার শৈশবে দেখা সুন্দর শহর ,
কোন কিছুতেই মিল নেই।
সব কিছুই অচেনা অপরিচিত।


মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

সনেট কবি বলেছেন: সুন্দর++++

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

স্রাঞ্জি সে বলেছেন:

ভাল হয়েছে কাব্য।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


মানুষখেকো এই নগরী।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম। মানুষ যে কেনো ঢাকা গিয়ে পড়ে থাকে।বুঝিনা। আমার সবচাইতে ভালো লাগে জেলা শহর। বা উপশহর গুলো

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

টুটুল বলেছেন: 'শুধু মানুষগুলোই হয়ে গেছে ইটের মতন'- নিরেট বাস্তব। ভালো হয়েছে কবিতা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম। খুব কঠিন বাস্তবে পড়ে সবাই কঠিন হয়ে গেছে

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: দুঃখ পেলে কেঁদো না
দুঃখ পেলে হেসো
তা যদি না পারো
তাহলে ভালোবেসো...

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালোবাসা নিবেন সবসময়। ধন্যবাদ আপনাকে

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৪

আহমেদ জী এস বলেছেন: আব্দুল্লাহ্ আল মামুন ,



হ্যাঁ....খুব কঠিন বটে এই নগরী ! এখানে সব আছে তবু কিছু নেই ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমরাও পারি। আমাদের শহরকে সবুজ করতে। শুধু কিছু সময় লাগবে।।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

শুভ্র বিকেল বলেছেন: সময়ের কালে যেন সব কিছু হারিয়ে যেতে বসেছে, প্রাকৃতিক জীবন ছেড়ে আমরা যান্ত্রিক জীবনে প্রবেশ করছি। শুভ কামনা প্রিয়।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি রোবটিক্স লাইফ

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫

ইয়াকুব আহসান বলেছেন: অসাধারণ হয়েছে। ভালো লাগা রেখে গেলাম।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩২

সূর্যালোক । বলেছেন: আমার শহরের ই প্রতিকৃতি কবিতায় ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো থাকুক আমার শহর

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

সোনালী ঈগল২৭৪ বলেছেন: তারপরেও পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন , ঢাকা শহরের প্রতি একটা ভালোলাগা সবসময়েই থাকে

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। এই শহরকে ভালোবাসি বলেই এই শহরকে বাচাতে চাই। কার্বন নামক বিষাক্ত দানব থেকে। বজ্র থেকে। সবুজ করার একটা স্বপ্ন দেখি। এই শহর ভালো থাকুক। এই আশা রাখি।।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১

নতুন নকিব বলেছেন:



সুন্দর লিখেছেন। +++

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল লেগেছে ভাইয়া

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভালোবাসা নিবেন সবসময়। ধন্যবাদ আপনাকে

ভালো থাকুন।

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২০

Monthu বলেছেন: ভালোবাসা নিবেন সবসময়। ধন্যবাদ আপনাকে

ভালো থাকুন।

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২০

Monthu বলেছেন: ভালোবাসা নিবেন সবসময়। ধন্যবাদ আপনাকে

ভালো থাকুন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.