নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

একজন লিটন দাস, আমার আজকের স্বপ্ন আমরা এশিয়া কাপ ঘরে আনবো।(চলতি আপডেট)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬



তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। আগের দুইবার স্বপ্নভঙ্গ হলেও এবার নতুন ইতিহাস গড়তে চায় টাইগাররা।

আজকে লিটন দাস ১০০করুক। আর ভালো একটা খেলা সে আমাদের উপহার দিচ্ছে।।। মুশফিকুর রহিম এর ভাগ্য সাথে ছিলোনা।
তবে আমি চাই লিটন দাস মাথা ঠান্ডা রেখে খেলে ভালো একটা কিছু উপহার দিক।

আমার মনে হয় মাথা ঠান্ডা রেখে খেলতে পারলে সে পারবে
।এটা ফাইনাল। সে ১০০করেছে এই মাত্র।।।
ফাইনাল খেলা তাই মাথায় একটু চাপ থাকবেই।। তাই ভয় দূর করে ঠান্ডা মথায় খেলে যাওয়া টা খুব বেশি দরকার। আশা করি সে পারবে।

অভিনন্দন লিটন দাস কে।
।লিটন দাস নিজের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করলেন। ৮৭ বলে ১১ চার ও ২ ছক্কায় শতক করেছেন তিনি।
ছোট শটে রান করতে গিয়ে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে গেলেন মোহাম্মদ মিঠন। পর পর ৪টি উইকেট হারিয়ে কিছুটা চাপে বাংলাদেশ।
২৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৩৯ রান। লিটন দাস ৯৫ রান।
জাদভের বলে ক্যাচ তুলে ফিরে গেলেন নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম। লিটন দাস এখনও হাল ধরে আছেন।
তবে ২১ তম ওভারে বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয়। মেহেদী হাসান মিরাজ ৫৭ বলে ৩২ রান করে আউট হয়েছেন। এরপরই এলিবিতে আউট হয়ে যান ইমরুল কায়েস।

লিটন ১০২ (৯৩ বলে।।।

বাংলাদেশ ১৫২ রান।। ৫)উইকেট।।
লিটন দাস ও সৌম্য সরকার।।।। তাই এখন পর্যন্ত আশা ধরে রেখেছে সেই লিটন দাস। আশা করা যায়।।। খারাপ খেলেনি লিটন।
তার কৌশল ভালো আছে।
বাংলাদেশের আজকের খেলায় সবচাইতে বেশি রানের অধিকারী সে।।।


১৫৮//৫উইকেট ।।।

ভালো একটা খেলা। আজকের জন্য। ভাগ্য খারাপ ছিলো মাহমুদুল্লাহ চলে গেলো।।। মুশফিক চলে গেলো।।। আমাদের কি হবে দেখা
যাবে।।। আশা ছাড়িনি।

। লিটন দাস।ঝড়ো ব্যাটিংয়ের জন্য ঘরোয়া লিগের পরিচিত নাম। ১৭ ওয়ান খেলেছেন ,ছিলনা হাফসেঞ্চুরি।
১৭ ওয়ানডেতে এর আগে ছিল না কোনো হাফসেঞ্চুরি।এবার মাত্র ৩৩ বলেই হাফসেঞ্চুরি। আর ৮৭ বলে শতরান।।






অভিষেক সেঞ্চুরির জন্য সেরা ক্ষণটাই বেছে নিলেন লিটন দাস। এশিয়া কাপের ফাইনালে ওয়ানডে তথা আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন এই ডানহাতি তারকা। ভারতের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে মাত্র ৮৭ বলে শতরান পূরণ করলেন তিনি।
ফাইনালের শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন লিটন। চার-ছয় মেরে দ্রুতগতিতে রান তুলতে থাকেন তিনি। তাতে প্রথম পাওয়ার প্লে'তে বাংলাদেশের রান বাড়তে থাকে হুহু করে। ১০ ওভার শেষে বিনা উইকেটে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৬৭ রান।
লিটন হাফসেঞ্চুরি পূরণ করেন মাত্র ৩৩ বলে। ১২তম ওভারের প্রথম বলে রবীন্দ্র জাদেজাকে চার মেরে ফিফটি ছুঁয়ে ফেলেন এই ডানহাতি তারকা। এর দুই বল পরই আউট হয়ে যেতে পারতেন তিনি। কিন্তু ভাগ্য সহায়। ব্যক্তিগত ৫২ রানে থাকা অবস্থায় জাদেজার বলে ক্যাচ তোলেন তিনি।


আউট হলেন লিটন।। ১২১(১১৭বল








২২২ করেছে বাংলাদেশ।।
।।। সবাই আউট।। ২২৩ করতে হবে তাদের।।




আবারও সেই ভারত, আবারও সেই আম্পায়ারিং! আমার মনে হয় এই আউট টি ভালো করে দেখার দরকার ছিলো


এন টিবি অনলাইনে লেখা হয়েছে



৪১তম ওভারে ভারতীয় লেগস্পিনার কুলদীপ যাদবের বল ফ্লিক করতে গিয়েছিলেন লিটন। ব্যাটে-বলে না হওয়ায় উইকেট ভেঙে স্টাম্পিংয়ের আবেদন করেছিলেন ধোনি। থার্ড আম্পায়ার অনেকটা সময় ধরে পর্যালোচনা করে শেষপর্যন্ত আউটের ঘোষণা দিয়েছেন। ক্রিকইনফোর ধারাভাষ্যে বলা হচ্ছে, ‘তার পা লাইনেই ছিল। এর পেছনে না। লিটন আউট হলেন খুবই অল্পের ব্যবধানে।… এই মানুষটা এতটাই ভালো খেলেছেন যে তাকে আউট করার জন্য আজ এমন কিছুই লাগত।’
কিছুক্ষণ পরে ক্রিকইনফো এক পাঠক মন্তব্য প্রকাশ করে। যেখানে সোহেল নামের একজনকে বলতে শোনা যায় যে, ‘আম্পায়ারের খুবই বাজে সিদ্ধান্ত। বেনিফিট অব ডাউট তো ব্যাটসম্যানের পক্ষেই যাওয়ার কথা। তাই না?’ তার জবাবে ক্রিকইনফোর ধারাভাষ্যকার মনে করিয়ে দেন যে, ‘এটা মনে করবেন না যে, চারগুন জুম করে দেখার পরেও সেখানে কোনো সন্দেহ ছিল।’
লিটনের পা কোনোভাবেই দাগের বাইরে ছিল না। এসব ক্ষেত্রে ব্যাটসম্যানকে আউট দেওয়ার নজির ক্রিকেট বিশ্বে খুব বেশি নেই। থাকলে অতি অল্পই পাওয়া যাবে। এশিয়া কাপের ফাইনালের মতো একটা বড় ম্যাচে তো কোনোভাবেই নেই। কেন বারবার এই ভারতের বিপক্ষেই বাংলাদেশ জড়ায় এমন বিশ্রী বিতর্কগুলোতে?
২০১৫ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের ক্ষত কি এখনো শুকিয়েছে? সেই বিতর্কিত নো বলটা? রুবেল হোসেনের বলে রোহিত শর্মা যেভাবে আউট হয়েও বেঁচে গিয়েছিলেন বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে? ৪০তম ওভারে সেই জীবন পাওয়ার পর তিনি যোগ করেছিলেন আরও ৪৭ রান। যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ভারতের জয়ের পেছনে।।






দলের ইনিংস খুব একটা বড় না হলেও লিটন দাসের সঙ্গে উদ্বোধনীতে দারুণ একটি পার্টনারশিপ গড়েন মিরাজ। দুজনে মিলে করেন ১২০ রানের জুটি।
এর পর মিরাজ ৩৬ রানের একটা ইনিংস খেলে সাজঘরে ফিরেন। জাতীয় দলের হয়ে এবারই প্রথম উদ্বোধনীতে নেমে যথেষ্টই ভালো একটি ইনিংস খেলেন তিনি।
অবশ্য এর পরই মড়ক লাগে বাংলাদেশের ইনিংসে, দ্রুত সাজঘরে ফিরেন ইমরুল কায়েস (২), মুশফিকুর রহিম (৫) ও মোহাম্মদ মিঠুন (২)।
তবে এক পাশ আগলে রেখেছিলেন লিটন, পরে তিনি ১১৭ বলে ১২১ রান করে আম্পায়ারের এক বিতর্কিত সিদ্ধান্তে আউট হন। তাঁর এই ইনিংসে ১২টি চার ও দুটি ছক্কার মার ছিল।
পরে মাহমুদউল্লাহ (৪) ও মাশরাফি (৭) দ্রুত ফিরে যান। শেষ দিকে নেমে সৌম্য সরকার ৪৫ বলে ৩৩ রান কিছুটা চেষ্টা করলেও, দলের সংগ্রহটা খুব একটা বড় করতে পারেননি।
কুলদীপ যাদব ৪৫ রানে তিনটি এবং কেদার যাদব ৪১ রানে দুই উইকেট নিয়ে বাংলাদেশের বড় সংগ্রহের পথে বাধা হয়ে দাঁড়ান।

অবশেষে ভারতকে ২২৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ।।


সূত্র==এন টিভি অনলাইন,

মন্তব্য ৭০ টি রেটিং +০/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ঐ ব্যাটা কয় রান করেছে??

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কে?

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: একজন লিটন দাস আমার আজকের স্বপ






ব্লগিং করতে গেলে আই কিউ বাড়াতে হবে...;)


২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আজকের বলেছি। সারাজীবন এর না।।। তার বয়স ই কত??? আমি আমার মতো করে দেখি। আপনার আই কিউ নিয়ে আমি চলিনা।। জানি আপনারা অনেক জ্ঞানী। মতামত প্রকাশ এর জায়গা ব্লগ। আমি পারি আমার মতামত দিতে।।। ওকে।


আমি ফেসবুকের স্ট্যাটাস দিচ্ছিনা।।। ফেসবুকে লাইক কম্যান্ট আশা করে। আমি করিনা। আমি ফেসবুক চালাইনা।। কয়দিন হল।।
ছেড়ে দিচ্ছি।। দিয়েছি।।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৪

তারেক ফাহিম বলেছেন: আজকের জন্য লিটন দাসেই ভরসা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি।। আজকের খেলা যারা দেখতেছি। তারা বুঝবে।।। যে লিটন দাস আমাদের কত বড় ভরসা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তার শতক করাটা দারুন

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৫

সনেট কবি বলেছেন: আশাটা কমে আসছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম।। তবু আমি আশা রাখবো। বলা যায়না

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮

জাহিদ অনিক বলেছেন: লিটন দাশা ১২১ রান করে আউট হয়ে গেলেন

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আর বইলেন না। কষ্ট লাগলো।।।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এই আউট আমি মানিনা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বুঝলামনা তারা কি বুঝে আউট দিলো। । স্পষ্ট না

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৬

নূর আলম হিরণ বলেছেন: নাসির ও সৌম্য বুঝিনি!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভুল হয়ে গেছে

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
আল্লাহই ভরসা।

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৮

জাহিদ অনিক বলেছেন: হুম !!! দাগের উপরে পা ছিলো। বেনিফিট অফ ডাউট ব্যাটসম্যানকে দেয়ার কথা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন:
৪১তম ওভারে ভারতীয় লেগস্পিনার কুলদীপ যাদবের বল ফ্লিক করতে গিয়েছিলেন লিটন। ব্যাটে-বলে না হওয়ায় উইকেট ভেঙে স্টাম্পিংয়ের আবেদন করেছিলেন ধোনি। থার্ড আম্পায়ার অনেকটা সময় ধরে পর্যালোচনা করে শেষপর্যন্ত আউটের ঘোষণা দিয়েছেন। ক্রিকইনফোর ধারাভাষ্যে বলা হচ্ছে, ‘তার পা লাইনেই ছিল। এর পেছনে না। লিটন আউট হলেন খুবই অল্পের ব্যবধানে।… এই মানুষটা এতটাই ভালো খেলেছেন যে তাকে আউট করার জন্য আজ এমন কিছুই লাগত।’
কিছুক্ষণ পরে ক্রিকইনফো এক পাঠক মন্তব্য প্রকাশ করে। যেখানে সোহেল নামের একজনকে বলতে শোনা যায় যে, ‘আম্পায়ারের খুবই বাজে সিদ্ধান্ত। বেনিফিট অব ডাউট তো ব্যাটসম্যানের পক্ষেই যাওয়ার কথা। তাই না?’ তার জবাবে ক্রিকইনফোর ধারাভাষ্যকার মনে করিয়ে দেন যে, ‘এটা মনে করবেন না যে, চারগুন জুম করে দেখার পরেও সেখানে কোনো সন্দেহ ছিল।’
লিটনের পা কোনোভাবেই দাগের বাইরে ছিল না। এসব ক্ষেত্রে ব্যাটসম্যানকে আউট দেওয়ার নজির ক্রিকেট বিশ্বে খুব বেশি নেই। থাকলে অতি অল্পই পাওয়া যাবে। এশিয়া কাপের ফাইনালের মতো একটা বড় ম্যাচে তো কোনোভাবেই নেই। কেন বারবার এই ভারতের বিপক্ষেই বাংলাদেশ জড়ায় এমন বিশ্রী বিতর্কগুলোতে?
২০১৫ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের ক্ষত কি এখনো শুকিয়েছে? সেই বিতর্কিত নো বলটা? রুবেল হোসেনের বলে রোহিত শর্মা যেভাবে আউট হয়েও বেঁচে গিয়েছিলেন বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে? ৪০তম ওভারে সেই জীবন পাওয়ার পর তিনি যোগ করেছিলেন আরও ৪৭ রান। যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ভারতের জয়ের পেছনে।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: খুব সুন্দর খেলে সেঞ্চরি করেছেন । সাবাস বাঙালী। তবে মোট রানের গতিটি বেশ কম। শক্তিশালী টার্গেট দরকার। বাকিটা দেখা যাক সময় কি বলে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি খুব আশাহত ।।। মোট রান দেখে।।। আজ আমাদের একটা আশা ছিলো।।। এশিয়া কাপটা আমাদের হোক

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমাদের ব্যাটমেনরা কোনদিন কি খেলবে, কেহ বলতে পারবে না; কারো খেলার কোন প্যাটার্ণ নেই। লিটন মুখ রক্ষা করলো, না হয় কি ধরণের বদনাম যে হতো, ভাবতেও কষ্ট হয়

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: লিটনের এই ব্যাটিং আমাদেএ আসলেই সম্মানহানি হতে বাঁচিয়ে দিলো

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আজকে তার নতুন রেকর্ড। ভালো করেছে ।। এখন আমাদের বোলাররা কি করে দেখি

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪

সনেট কবি বলেছেন: টেনশন।

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


এখন কি অল-আউট, নাকি কেহ বাকী আছে?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সবাই আউট

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৫

বাকপ্রবাস বলেছেন: লিটন আগামী ৫/৬ টা ডাক মারার রান তুলে নিল, তবে সে যদি এভাবে সেট থাকতে পারে তামিম এর সাথে দুর্দান্ত ওপেনিং হবে

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম। এই খেলা ধরে রাখতে হবে। ধরে রাখলে আমরা আরো একজন ভালো খেলোয়াড় পাবো

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


কত রান বাংলাদেশের?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ২২২ রান।

১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:


ভারত কখন ব্যাটিং শুরু করবে?

১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: ২২২ রান । ভারতের বেশ বেগ পেতে হবে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন:
৪১তম ওভারে ভারতীয় লেগস্পিনার কুলদীপ যাদবের বল ফ্লিক করতে গিয়েছিলেন লিটন। ব্যাটে-বলে না হওয়ায় উইকেট ভেঙে স্টাম্পিংয়ের আবেদন করেছিলেন ধোনি। থার্ড আম্পায়ার অনেকটা সময় ধরে পর্যালোচনা করে শেষপর্যন্ত আউটের ঘোষণা দিয়েছেন। ক্রিকইনফোর ধারাভাষ্যে বলা হচ্ছে, ‘তার পা লাইনেই ছিল। এর পেছনে না। লিটন আউট হলেন খুবই অল্পের ব্যবধানে।… এই মানুষটা এতটাই ভালো খেলেছেন যে তাকে আউট করার জন্য আজ এমন কিছুই লাগত।’
কিছুক্ষণ পরে ক্রিকইনফো এক পাঠক মন্তব্য প্রকাশ করে। যেখানে সোহেল নামের একজনকে বলতে শোনা যায় যে, ‘আম্পায়ারের খুবই বাজে সিদ্ধান্ত। বেনিফিট অব ডাউট তো ব্যাটসম্যানের পক্ষেই যাওয়ার কথা। তাই না?’ তার জবাবে ক্রিকইনফোর ধারাভাষ্যকার মনে করিয়ে দেন যে, ‘এটা মনে করবেন না যে, চারগুন জুম করে দেখার পরেও সেখানে কোনো সন্দেহ ছিল।’
লিটনের পা কোনোভাবেই দাগের বাইরে ছিল না। এসব ক্ষেত্রে ব্যাটসম্যানকে আউট দেওয়ার নজির ক্রিকেট বিশ্বে খুব বেশি নেই। থাকলে অতি অল্পই পাওয়া যাবে। এশিয়া কাপের ফাইনালের মতো একটা বড় ম্যাচে তো কোনোভাবেই নেই। কেন বারবার এই ভারতের বিপক্ষেই বাংলাদেশ জড়ায় এমন বিশ্রী বিতর্কগুলোতে?
২০১৫ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের ক্ষত কি এখনো শুকিয়েছে? সেই বিতর্কিত নো বলটা? রুবেল হোসেনের বলে রোহিত শর্মা যেভাবে আউট হয়েও বেঁচে গিয়েছিলেন বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে? ৪০তম ওভারে সেই জীবন পাওয়ার পর তিনি যোগ করেছিলেন আরও ৪৭ রান। যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ভারতের জয়ের পেছনে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভারত খেলা শুরু করেছে

১৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১

জাহিদ অনিক বলেছেন: ক্রিকেটের সংবিধানে নতুন আইন হয়েছে


Law 29 (Batsman out of his ground)
1. When out of his ground
(a) A batsman shall be considered to be out of his ground unless his bat or some part of his person is grounded behind the popping crease at that end.

১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ওহ। তাহলে তো শেষ।।

১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১

প্রশ্নবোধক (?) বলেছেন: ভাল খেলুক বাংলাদেশ । দেখিয়ে দিক যে কোন কিছুই করতে পারে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এবার দেখানোর পালা

২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আজকে তো আমাদের জয়ী হওয়া দরকার ই। আমরাই জিতবো

২১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ২২৩ হবেনা তাদের। আল্লাহ্‌ ভরসা।

২২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: প্রথমেতো ভালই খেলল! ১০০ পার হওয়ার পর তেমন খেলা দেখলাম না। আজকে জেতার সম্ভাবনা দেখছি না।

২৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


এখন কি অবস্হা?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ১৬৩ ///ran ৫ উইকেট

২৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:


শর্মা আউট, ভারত এখন চাপে আছে

২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৩

মাহমুদুর রহমান বলেছেন: ইন্ডিয়া হচ্ছে চোর।চোরের ধর্ম চুরি করা।প্রতিবারের মত এবারো তাই করেছে।

২৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১

চাঁদগাজী বলেছেন:


ধোনি খুবই উপকারী খেলোয়াড়, ইহাকে আউট করা ভুল হবে; দীনেশকে মিনেশ করতে পারলে কাজ হবে।

২৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০১

উম্মু আবদুল্লাহ বলেছেন: "একজন লিটন দাস আমার আজকের স্বপ "

আপনি ঠিকই বলেছেন। লিটনের অধ্যাবসায় চোখে পড়ার মত। লিটনের কারনেই বাংলাদেশ ২০০ রান পার হতে পেরেছে। সম্মানজনক রান করাটাও একটা বিরাট বিষয়।

খুব খারাপ লাগছে যখন শুনেছি আম্পায়ারের কারনে লিটন আউট হয়েছে। মানুষের ভুল হতেই পারে, কিন্তু দেখা যায় বেশীর ভাগ সময়েই বড় বড় ভুলগুলো বাংলাদেশের বিরূদ্ধে করা হয়। কেন বাংলাদেশকে এত ছোট মনে করা হয়? এটা আমাকে খুব দুঃখ দেয়।
বিসিবির উচিত আইসিসিতে নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানো।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: খেলা টা ভালোই ছিলো। এখন কেন জানি ভয় করতেছে

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ডিসিশন একবার হয়ে গেলে প্রতিবাদ করলেই কি।।। কাপ তো তারাই নিবে। চুরি করে হলেও।।।

২৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: বাংলাদেশ আশা এখনও ধরে রেখেছে। সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে বাংলাদেশ ভালই লড়ছে। বাংলাদেশের খেলার মান অনেক উন্নত হয়েছে। হারজিতের চেয়ে ওটাই বরং বেশী পাওয়া। যদিও বাংলাদেশের খুব প্রয়োজন একটি ট্রফি।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি।। আশা আছে

২৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের অবস্হা এখন বেশ ভালোই বলতে হবে।

৩০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


বোলারেরা ভেবেচিন্তে বল করলে ৯৭ বলে ৭২ রান করা খুব একটা সহজ হবে না।

৩১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৯

চাঁদগাজী বলেছেন:



যাদবকে আউট করতে পারলে খেলার মোড় ঘুরে যাবে

৩২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪১

চাঁদগাজী বলেছেন:


৮৩ বলে ৬৩ রান, ভারতের অবস্হা বেশী ভালো বলে মনে হচ্ছে না

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ৭৩ বল ৬০রান লাগে

৩৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৮

চাঁদগাজী বলেছেন:


আমাদের জয়ের সম্ভাবনা বাড়ছে। ২২ বলে ১৮ রান পাবে না ভারত।

৩৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:



যাদব আবার কিভাবে মাঠে এলো?

৩৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৬

চাঁদগাজী বলেছেন:



৭ বলে ৮ রান পাবে না

৩৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫২

চাঁদগাজী বলেছেন:




৪ বলে ৪ রান পাবে না ভারত

৩৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৭

চাঁদগাজী বলেছেন:


যাক, এবার আমরা পারিনি

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম।।।আমরা পাইনি।।।

৩৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৫

Monthu বলেছেন: আমরা পারিনি। কারন তারা ১৩জন। আমরা ১১জন।। লিটন দাস আউট হয়নি ।। ওইটা জালিয়াতি ছিল

৩৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৬

Monthu বলেছেন: আমরা কি করে জিততাম। ভাই আমাদের পক্ষে কেউ নাই।।।আমারা অবহেলিত।।।। না এভাবে হয়না।।।

৪০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৮

Monthu বলেছেন: আমাদেরকে তারা ভাবে কি?


আমরা কাপ নিতে পারবোনা???পারবো।১০০বার।।। আমরা কুতকুত খেলে ফাইনালে আসি নাই

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি

৪১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভাই। এই টাইগার পাস টা কে??? কি ছবি দেয়??সে

৪২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

পদ্মপুকুর বলেছেন: একটা বিষয় বুঝলাম না, ভারতের সাথে আমাদের খেলা পড়লেই সেখানে একটা ঘাপলা থাকে!!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম।।। তারা মোরল তাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.