নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

আজকের এই দিনে যে সকল বিখ্যাতদের জন্মদিন ও মৃত্যু বার্ষিকী

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৫


জন্ম
১৮১১- এভারিস্ত গালোয়া, ফরাসি গণিতবিদ।
এভারিস্ত গালোয়িস (১৮১১-১৮৩২)
এভারিস্ত গালোয়িস একজন ফরাসি গণিতবিদ। গালোয়িসের জন্ম ২৫অক্টোবর, ১৮১১। গ্রুপ থিওরী তিনি শুরু করেন। তাঁর একটি মাত্র চিঠিতে (কশির কাছে লেখা) তিনি প্রমাণ করেন যে, পঞ্চম বা তার বেশি মাত্রার পলিনমিয়ালের সাধারণ সমাধান মূলকের মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। আবিষ্কারটি যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তিনি যে উপায়ে প্রমাণ করেন সেই উপায়টি।

১৮৮১- পাবলো পিকাসো, চিত্রশিল্পি।
১৯৩৭- উইলফ ম্যাকগিনেস, ইংরেজ ফুটবলার ও ম্যানেজার।
১৮০৬ - ম্যাক্স ষ্টীমের, তিনি ছিলেন জার্মান দার্শনিক ও লেখক।
১৮৮২ - আমেরিকান সাংবাদিক ও লেখক জন টি ফ্লিন জন্মগ্রহন করেন।
১৮৮২ - আমেরিকান গায়ক, গীতিকার এবং পিয়ানোবাদক টনি জ্যাকসন জন্মগ্রহন করেন।
১৮৮৯ - আবেল গাঞ্চে, তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯০৬ - বাংলাদেশের জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ সুনামগঞ্জে ।
১৯২৪ - বিলি বারট্য, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।
১৯৩৭ - উইলফ ম্যাকগিনেস, তিনি একজন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
১৯৪৭ - কবি মাহাবুব সাদিক জন্মগ্রহন করেন।
১৯৫৮ - ফিল ডানিএলস, তিনি ইংরেজ অভিনেতা এবং গায়ক।
১৯৬৯ - ওলেগ আনাতোলিভিচ সালেঙ্কো, তিনি রাশিয়ান ফুটবল।
১৯৮৪ - আহমেদ বিন মুসা, তিনি বাংলাদেশ কম্পিউটার প্রকৌশলী।


১৯৯৪ - জ্যাক পেনি, তিনি ইংরেজ ফুটবলার
ছবিতে দেওয়ান মোহাম্মদ আজরফ সুনামগঞ্জ।






মৃত্যু
১৪৫৯- খান জাহান আলী, একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক।
১৯৩৪- ব্রজকিশোর চক্রবর্তী, বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৩৪- রামকৃষ্ণ রায়, বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
২০১১- রশীদ তালুকদার, বাংলাদেশী প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।


১৪০০ - ইংরেজ লেখক, কবি, দার্শনিক, আমলা, রাজউপদেষ্টা ও কূটনীতিক জিওফ্রে চসার ।

১৮৩৩- আব্বাস মির্জা, তিনি ছিলেন ফার্সি রাজকুমার।


২০১৩- মারচিয়া ওয়ালেস, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।

ব্রজকিশোর চক্রবর্তী (১৯১৩-১৯৩৪)
ব্রজকিশোর চক্রবর্তী ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম সংগ্রামী ও শহীদ। তিনি গোপন বিপ্লবী দল বেঙ্গল ভলান্টিয়ার্সের কার্যকলাপে অংশগ্রহণ করে মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বার্জ হত্যা ষড়যন্ত্রে অভিযুক্ত হন। মেদিনীপুর সেন্ট্রাল জেলে তিনি ফাঁসিতে শহীদ হন।
১৯৩৪- ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী রামকৃষ্ণ রায়।





রশীদ তালুকদার (১৯৩৯-২০১১)
৮০ টাকা বেতনে যোগ দেন তিনি। এর পর পেশা হিসেবে ফটোসাংবাদিকতাকে বেছে নেন রশীদ তালুকদার। দৈনিক সংবাদে ফটোসাংবাদিক হিসেবে যোগদান করেন ১৯৬২ সালে। তাকে প্রথম এ্যাসাইনমেন্টটি দিয়েছিলেন বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার। ১৯৭৫ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় যোগ দেন। সেখানে একাধারে ২৯ বছর চাকরি করে ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। বাংলাদেশের বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে তার আলোকচিত্র। তুলেছেন মাদার তেরেসা, মওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমানের ছবি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, বাংলাদেশের মুক্তি সংগ্রাম, বুদ্ধিজীবীদের লাশ উত্তোলনের স্থিরচিত্র ধারণ করে রশীদ তালুকদার স্মরণীয় হয়ে আছেন।




ছবি গুগল হতে।
তথ্য উইকিপিডিয়া, দৈনিক শিক্ষা।
আরো অন্যান্য

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: ভাগ্য অনেক টা মৃত্যুর মত ৷ কার কখন মৃত্যু হৰে যেমন জানা যায়না ঠিক তেমনি যত চেষ্টা করো তোমার ভাগ্যের শেষ পরিনিতি কি হবে আগ মুহূৰ্তেও জানতে পারবেনা ৷

২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। ঠিক বলেছেন। ২৫ তারিখ অনেক বিপ্লবী শহীদ হয়েছিলেন। তাই লিখলাম । আবার অনেক বিখ্যাত ব্যক্তি জন্ম নিয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.