নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

এইখানে আমি

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১


একদিন এই পথে হেটে হেটে,
আমি কোন পথ যখন পাইনি খুঁজে।


তখন সময়ের টানে, আর কলমের প্রয়োজনে,
আমি এসেছিলাম তোমাদের এই পৃথিবীর মাঝখানে।
আমি ঘুরে ফিরে এসেছিলাম তোমাদের ব্লগে।



আমি এসেছিলাম।
অনেক ভালোবাসা পেয়েছিলাম।
তাই রয়ে গেছি, অচেনা বৃক্ষ হয়ে।
মানুষের চিন্তাতে, চেতনাতে, জাগরণে, ।



আমি কবি নই,
সেই বয়স দশে,
একাকী হাতে নিয়েছি কলম,।
কবিতা লেখার চেষ্টা করেছি বলে।
কত রাত শুনতে হয়েছে আমি বেহায়া আর বেয়াদব।

কোনকালে কিছু হবেনা, কাছে আসবেনা আদব।


তারপর দিন গিয়েছে অনেক।
রাতের পাহাড়া আমি দিয়েছি কবিতার সাথে।
আর উত্তর দিয়েছি প্রতি আঘাতে।

আমি কবি নই।
আমার এইখানে আসা কোন কাজ নাই।
তবু আমি প্রবেশ করেছি বিদ্যা চুরি করিতে।


আমার হাজার রাত্র, কেটেছে যেভাবে।
জেনেছে সে রাত্রি জাগরন কারী শহরের শিয়াল।
কোনদিন কল্পনাতে আসেনি কোন খেয়াল।
খোয়াবনামা যে লিখেছিল, আমি তাকে পণ্ডিত বলিনি।


এই তো চলছে জীবনের ঘড়ি।
এসেছি তোমাদের ব্লগের বাড়ি ।
পেয়েছি ভালোবাসা যা আশা ছিলনা কোনদিন।
আমি কি জানি, আমার আশা গুলো যে মলিন।


বিকেলের সেই দুলোবালি,।
সনেটের মাঝে ঠাই নিয়েছি ,
ভালোবাসা মিলেছে অনেক, আমি আনারি।



তবু সেই বুনো চিল হয়ে এই আকাশে।
থাকবো সবাইকে ভালোবেসে।



আমিতো সেই সমুদ্রে ছুটে চলি।
যেখানে নাবিক কম্পাস ছাড়া ছুটে চলে।
আর যৌবনের কথা বলে।
যুদ্ধের কথা বলে।
বেচে থাকার জ্ঞান দিয়ে যায় বিলিয়ে।



আমার সন্ধ্যা নামে।
ছোট এক চিঠির খামে।
চিঠি লিখে দেই আমি বুলো শালিকের নামে।



আমি বাদল হাওয়ায় সাথে সেই কবে করেছি বন্ধুত্ব।
সেই কবে বুনো শকুন আমাকে চিনে নিয়েছে।
যেই দিন আকাশে সোনালী চিল ডানা মেলে উড়েছিল।




আমি এই মাঠে।
তাহাদের কথা বলিতেই আসিয়াছি।
তাই ভালোবাসা কুড়ায়েছি।
এই প্রেম আমার নয়।
এই প্রেম সেই নিশাচর হুতুম পেঁচাদের।


এই কবিতাও আমার নয়।
এটা আমার জাগ্রত সেই রাত্রির পরিচয়।
কলমের আঘাতে বারবার যে রক্তক্ষরণ হয়।
আমি সেই পথিকের কথা নিয়ে এসেছি।












ছবি দুইটা গুগল মামু হতে নেয়া

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

Monthu বলেছেন: এতো কম বয়সে এই ভুত ঘাড়ে চাপলে যে ক্বেউ বলবে। এই পোলা বড় হয়ে গেছে। অতি তারাতারি

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মিথ্যা বলেন নাই

২| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! সুন্দর অনুভূতির প্রকাশ ।

কবিতা ভালো হয়েছে মামুন ভাই।

শুভকামনা রইল।

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়। এই কয় লাইনে আমার কবিতা লেখার কিছু কারন। কেন লেখি আর কবে থেকে লেখি তার বর্ণনা দেয়ার চেষ্টা করলাম

৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

Monthu বলেছেন: [link||কত বললেন দশ (১০) ভালো।।। কি লিখেছিলেন সেই সময়। জানাবেন সময় হলে ]

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম। ১০ বা নয় সেই থেকেই লেখি। আমি কোন আমপাতা জুরাজুরা, মারবো চাবুক চড়ব ঘোড়া চাইপের ছড়া লেখিনাই।
ছেলেবেলা যার যেমন। সেটা অন্য কেউ বুঝবে কি?

৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:



মনে হচ্ছে, কবি জীবনান্দদাসের কবিতা পড়তেছেন আজকাল!

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আজকাল না। সেই বাল্যকাল হতে। যেদিন বুঝতে শিখেছি কবিতা আমার ভালো লাগে।

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর আগ্রহ জনীত মন্তব্য দেখে । আসলে আমি খুব বেশিই কবির কবিতা পড়ি। সেই অনেক দিনতো হবেই।
জীবনানন্দ দাশ, সুকান্ত,।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

মানুষের একেবারে ভেতরে মনে হয় মনুষ্যত্ব বলে একটা জিনিস থাকে । যত দুঃসময়ই হোক সেই মনুষ্যত্বটা বুকের ভিতরে ধিকিধিকি করে জ্বলতে থাকে । যখন সব কিছু অন্ধকারে ঢেকে যায় তখন সেই মনুষ্যত্বের ছোট আগুনটা হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠে ।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:২০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার মন্তব্যে সুন্দর একটা ম্যাসেজ পেলাম। ভালো লাগলো।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৫

হাবিব বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। ভালো লাগলো মামুন ভাই। লাইক দিলাম।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:২১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি

৭| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

আরোগ্য বলেছেন: কবিতাটা অসাধারণ হয়েছে।
দুই নং ছবিটা কি আপনি একেঁছেন?

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়। ছবিটি গুগল হতে নেয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.