নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

নারী

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮




নারী হল মা,
সন্তানের জন্মদাত্রী,
নারী কণ্যা , কণ্যা জন্ম হয়না।
কণ্যা হয়ে জন্ম দেয় একটি পিতার ভালোবাসা।
কণ্যা জন্ম দেয় মাতাকে।


নারী বোন হয়।
প্রেয়সী হয়ে গড়ে আলো আনে।
আজ নারী আকাশে উড়ে,
সাগড়ে, পাহাড়ে, যুদ্ধের ময়দানে নারী।


ধর্মে নারী, কর্মে নারী।
বুরকায় নারী, ধর্মের বাধনে নারী।
নারীবাদি হয়ে প্রতিবাদী নারী।



পুরুষবাদী নারী।
পিতার কণ্যা নারী।




নারী বিজ্ঞাপনে, অভিনয়ে,
মি টু প্রচারে নারী,
মানুষ হিসেবে যুদ্ধ করে নারী।



আস্তিক নারী, নাস্তিক নারী।
নারীর কতো বহুরূপী বিচরণ।
কতো আচরণে আছে নারী।



কথায় কথায় কেউ নারীকে দেয় গালি।
কেউ নারীকে দেখেই দেয় হাততালি।



মানুষ সবাই, পুরুষ হোক আর নারী।
সবাই চায় নিজের নামে আপন বাড়ি।
আজকের দুনিয়া শুধু ব্যক্তি চিনে নেয়।
নিজের অধিকার নিয়ে ব্যস্ত সবাই।



কেউ অপরের কথা চিন্তা করেনা।
কারোর জন্য কেউ করেনা ত্যাগ।
সবাই নিজের প্রতি রাখে শত ভাগ আবেগ।




নারী হোক আর পুরুষ।
রাজনীতি হোক আর ধর্ম নীতি।
নারী নিয়ে সবাই আলোচনা করে।



অধিকার নিয়ে রাজনীতি করে।
নারী অধিকার, মানবাধিকার, ।
সব দিয়ে দিবে বলে দেয় প্রতিশ্রুতি,
কেউ কিছু দেয়না, কেউ কারো কথা ভাবেনা।





আপনাকে নিয়ে ব্যস্ত সবাই।
নিজের পকেটে ক্ষমতা চায় সবাই।
চায় ধনসম্পদ, রাজমুকুট, সিংহাসন।
সবাই দিয়ে যায় লম্বা ভাষন।






নারী নিয়ে গভেষণা করে।
নারী নিয়ে বই লিখে কেউ।
কেউ কেউ নারীকে পুরুষ করতে চায়।
কেউ কেউ বিজ্ঞাপনে পণ্য হিসেবে ব্যবহার করতে চায়।



কেউ কেউ নারীকে সুযোগ দেয়।
রাজনীতিতে, ব্যবসাতে, অভিনয়ে, ।
নারী দেহ পেতে চায় লোভী তার বিনিময়ে।
সুযোগ দেয়ার বিনিময়ে।




নারী বিমানে,নারী জাহাযে,রকেটে করে মহাকাশে নারী।
আজকের নারী সব জয় করেছে।
সেই জয় কারো হিংসার কারন হয়েছে।





মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

নজসু বলেছেন:



পৃথিবীতে পুরুষ কই?
সবখানেই তো নারীদের রাজত্ব।

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভাই আমি ওইভাবে বলি নাই। আপনি যেমন ভাবছেন।

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্য প্রদানের জন্য

২| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আজকের দিনে এই অধিকার অধিকার একটা রাজনীতির অংশ হয়ে গেছে । এটা কেউ দেওয়ার আশা দেখায়। নানান ভাবে। সব ক্ষমতা নিয়ে মারামারি। মানুষ সব পশু হয়ে গেছে। ক্ষমতা ক্ষমতা ক্ষমতা

৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

নজসু বলেছেন:


তবুও ভাই পৃথিবী নারীময় হয়ে গেছে।

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এই জন্য ঈ তো সবাই নারী নিয়া রাজনীতি শুরু করেছে । তারা এই ইশুকে রাজনীতির বড় ইশু ভাবে ।। সব দল নারী অধিকার আর এইসব নিয়া রাজনীতি শুরু করেছে

৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

কামরুননাহার কলি বলেছেন: পুরুষরা আজাইরা, তারা কিছু খুজে পায় না কি নিয়ে আলোচনা সমালোচনা করবো। তাই নারী নিয়েই শুধু তাদের সমালোচনা ছাড়া আর কিচ্ছু নাই। এই জন্য আমার এই সব নির্বোধ পুরুষদের উপর ঘৃর্ণা না হাসি পায় ।

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭

Monthu বলেছেন: ভালো। সুন্দর

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এটা ছিলো রাজনীতি নিয়ে লেখা। কি করবো কেউ কেউ নিজেকে বেশি জ্ঞানী ভাবে

৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: নারীর সুষ্ট ব্যবহার করায় আপনাকে ধন্যবাদ

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি নারী নিয়ে আজকের দিনে অনেক বেশিই আলোচনা হচ্ছে। দেখুন না তেতুল তেতুল আচার। কত কি। রাজনীতির একটা গুটি হয়ে গেছে এই বিষয়টা

৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

Monthu বলেছেন: কামরুন্নাহার কলি আপু বিশাল জ্ঞানী।।। তাকে কিছু জ্ঞান বণ্ঠন করে বলবো।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: না পড়ে না বুঝে। আক্রমণ করার ইচ্ছা থাকলে আমার কিছু করার নাই। আমি এটা নাম নারী দিলেও আজকের দিনের রাজনীতির একটা গোপন চিত্র তুলে ধরেছি। মানুষ কি ভাবলো আমার সেটা ভাবনার বিষয় না

৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

Monthu বলেছেন: ঠিক। যার যার মতো যে ভাবে। যার মাথা সে মালিক। সবার ভাবনা সবার কাছে।।। ভাবতে দিন। আর আমাদের দেশের অবস্থা মরলেও ভালো হবে না। কারন আমরা নিজেরাই নিজেদের ভালোবাসি না। নিজেদের নিজেরা চিনিনা। কেমন করে আসবে শান্তি। সুখে আছে যারা রাজনীতি করে

৯| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

Monthu বলেছেন: অনেকে আছে নিজেকে অনেক জ্ঞানী ভাবে।।। মহা জ্ঞানী

১০| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

কামরুননাহার কলি বলেছেন: লেখকের কবিতা আমার ভালো লেগেছে। কিন্তু লেখক আমার লেখাটি বুজতে পারেননি। তিনি ভেবেছেন অন্যটা। থাকনা আর কিছু বলার নাই। Monthu আপনি জ্ঞান বণ্ঠন করে বলতে পারেন কোন সমস্যা নাই তবে বুজে শুনে জ্ঞান বণ্ঠন করতে হবে।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আচ্ছা আপু, বুঝলাম আপনার কথা বুঝতে আমার ভুল হয়েছে। মানুষ ই ভুল করে। রোবট না।



তবে আপনার কথাটা স্পষ্ট কিছু বলেন নাই। এটাও সত্য।



আপনি একটা জিনিস জেনে নিন যে আমি নিজেকে না যতটুকু জানি। আমার মা তার দশ গুন জানে। কারন আজ পর্যন্ত আমি আমার শিক্ষক কেবল মাত্র আমার মাকেই মানি। আর কাউকে না। আমি কে? আমি নিজেও জানিনা । তবে আমি কোন দলের না। এই জগতে যে কত দল বাজি। কারো দলে না ।

১১| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

হাবিব বলেছেন: লাইক দিলাম....... সুন্দর লিখেছেন

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মানুষ নিয়ে বেচে থাকা হোক জীবনের চাওয়া। ভালোবাসা নিবেন

১২| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

আরোগ্য বলেছেন: আমার প্রশ্ন নারীরা নারীবাদী হয় কেন, পুরুষরাতো এতো পুরুষবাদী পুরুষবাদী করে না।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। আমি আসলে কোন বাদী না। না নারীবাদি না পুরুষবাদী । আমি শুধু মানুষ চিনি। আর চিনি আমাদের কিছু চরিত্রহীন নেতাদের। আমাদের সমাজে প্রতি নিয়ত নতুন নতুন বিভক্তি গড়ে তোলে।।। আমি কারো প্রতি কোন রাগ নাই। না আছে হিংসা। না আছে কোন আক্তমন এর মানসিকতা । আমি শুধুই মানুষ চিনি । হেলাল হাফিজ স্যার বলেছেন। মানুষ টাকা সংগ্রহ করে। আর আমি মানুষ। আমিও। আমার মানুষ চাই। মানুষের ভালোবাসা চাই।

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: নারীকে সব সময় সম্মান করা উচিত।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। যেমন মাকে করেন। সবাই কারো মা বোন

১৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

অপু দ্যা গ্রেট বলেছেন:

কবিতা সুন্দর হয়েছে । কনসেপ্টাও সুন্দর । ভাল লেগেছে ।

@ কামরুননাহার কলি আপু এত ক্ষেইপেন না । বিষয়টা একটু পজেটিভলি ভাবুন । আজ সবখানেই নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে । সম অধিকার দেয়া হচ্চে । কিছু দিন আগে একটা লেখা পড়েছিলাম নারীরা সম অধিকার চায় ঠিকই কিন্তু কত জন সম দায়িত্ব পালন করে । যে লিখেছেন তিনিও একজন নারী । সেখানে আমি বলেছিলাম হয়ত সংখ্যায় খুব কম তবে পরিবর্তন হচ্ছে । এক দিন সবাই সম অধিকার ও সম দায়িত্ব পালন করবে । ভেদাভেদ দূর হবে ।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। আমাদের এটা মেনে নেয়া উচিত। আমি সবসময় বলি ভাল চিন্তা কর। ভালো চিন্তা ভালোর দিকেই নেয়। আর সব বিষয় নিয়ে রাজনীতি করোনা। আমার এটা পছন্দ না

।ভালো থাকবেন প্রিয়।।।

১৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

মাহমুদুর রহমান বলেছেন: নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে আসা মেয়েগুলো তাদের সব রকম কনজারভেটিভ ধারনা বুকে পুষে রেখে এমন ভাবভঙ্গী করে যেন পৃথিবীর সব ছেলেই তাদের দিকে হামলে পড়ছে।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আসলে আমাদের কিছু লোক আছে। এর জন্য দায়ী। তারা নেতা শ্রেণীর লেখক। তারা এই ভুত প্রতিটা মানুষের ভিতরে ভরে দিয়েছে। যেমন ইনজেকশন দিয়ে ইনজেক্ট করা হয়। তেমন ভাবে। আমি জানি সবাই এমন না ।।

১৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! বেশ সুন্দর লাগলো । ভাবনা ও কাব্যের প্রকাশ বেশ মধুময় বটে।

শুভকামনা ও ভালোবাসা রইলো।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমাদের সকল।মানুষ যেনো ভালোবাসার সাথেই বাস করে। এই কামনা করি। ধন্যবাদ প্রিয়

১৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: চারপাশে নারী!!
আর আমার হাতে ডিকশনারী B-))

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: না ভাই। এটা ঠিক না। সবাই আছে। শুধু একসাথে থাকুন আর ভালো থাকুন।

১৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: মজা করলাম ;)

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আচ্ছা ভাই। ভালো থাকবেন

১৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৬

মনিরা সুলতানা বলেছেন: সব বৈচিত্র্যেই বিভিন্ন রূপে নারী তুলে এনেছ !!
ভালোলাগা।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ দিদি।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.