নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

প্রেম আর চুম্বন

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১২

প্রেম আর চুম্বন


মোঃ আব্দুল্লাহ্ আল মামুন


তোমার ঠোঁটের স্নিগ্ধ চুম্বন।
উষ্ণ চায়ের একটুখানি আদর।
শেষ বিকেলের প্রেম জেগে উঠে।
পাখিদের ঠোঁটে


বৃষ্টিতে ভিজে গেলো তোমার ঠোঁট
আকাশে লিখলাম চিঠি ,
আমি আবার বৃষ্টি চাই ।


তোমার ভেজা ঠোঁটের প্রেমে হারিয়ে গেছে মন
আবার বৃষ্টি নামুক, ভিজে যাক তোমার শাড়ি ,।
আবার বৃষ্টি নামুক ভিজে যাক মনের বাড়ি ।


আমিও জাগ্রত প্রেম,
দেখেছি তোমার আকাশে।
আর স্নিগ্ধতা পেয়েছি তোমার স্পর্শে।


সেখানে প্রেম ছিলো, না আবেগ?
কতটুকু জানতে চেয়েছিলে তুমি।
কতটুকু জানা আছে আমার?


আমিও তোমার ঠোঁটে নোঙ্গর ফেলেছি,
প্রেমের জাহাজ আবার এসেছে তীরে।
তোমার একরাশ গভীর চুলের ভীরে।


তোমার চুম্বনের আবহাওয়া।
আজো উত্তাল সমুদ্রে তোলে ঢেউ।
নাবিক হয় দিশেহারা,
যৌবন খুঁজে সমুদ্রের ঢেউ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: খুব রোমান্টিক একটি কবিতা। পড়ে ভালো লাগলো।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ কবি

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার কবিতা পড়লাম। ভালো। আমাকে মন্তব্য করার থেকে ব্যান করা হয়েছে। কাউকে মন্তব্য করতে পারিনা।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ রোমান্টিক কবিতা। মন ভালো হয়ে গেলো। ধন্যবাদ আপনাকে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালোবাসা রইলো সবার জন্য। এই ভালোবাসাই মানুষকে বাচিঁয়ে রাখে৷ আমিও সেখানে একজন পথিক

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: এত দিন কোথায় ছিলেন??

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: অনেক দিন পর। ঠিক বলেছেন। জায়গা স্থানান্তর করা আরো কিছু ব্যস্ততা ছিলো।।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১০

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ব্যান বর্জিত হয়ে আবার মন্তব্য করার সুযোগ আসুক। সেই শুভকামনা রইলো!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সমস্যা কোথায় বুঝতেছিনা। কতদিন আগে ব্যান করেছে। কম হলেও ৩, ৪ মাস। তাও ছাড়েনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.