নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমি কোন ব্লগার নই মন চায় তাই লিখি তথ্য-উপাত্ত সবার সাথে শেয়ার করি ।\nজব এর পাশাপাশি এয়ার টিকেট ও ট্রাভেল ভিসার ব্যাবসা করি ।\nধন্যবাদ\n

তানজীর আহমেদ সিয়াম

তানজীর আহমেদ সিয়াম

তানজীর আহমেদ সিয়াম › বিস্তারিত পোস্টঃ

টুকানো- ০৪ ( এয়ারপোর্ট থেকে ফেরত? কেন??? )

১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:১৮





এক•
কুয়ালালামপুর এয়ারপোর্টে আমার সামনের লোকটাকে ইমিগ্রেশন আটকে দিল। তিনি ভিজিট ভিসায় এসেছেন। এর আগে মালয়েশিয়ায় সাত বছর চাকরী করেছেন। ইমিগ্রেশন অফিসারের সন্দেহ তিনি মালয়েশিয়ায় আবার কাজ করতে এসেছেন। তাই ফেরত।

দুই•
রোমানিয়া এয়ারপোর্টে সুলেমান সাহেব ধরা। তিনি জব ভিসায় এসেছেন। তার পাসপোর্ট উল্টেপাল্টে ইমিগ্রেশন অফিসার দেখলেন এর আগে তিনি ট্যুরিস্ট ভিসায় ঘুরেছেন নয় দশটি দেশ। তার মানে তিনি মোটামুটি ধনী। এখন কাজ করতে এসেছেন রোমানিয়ায়? ইউরোপের সবচেয়ে গরীব দেশে? তিনি তো আজকে ঢুকলে কালকেই চলে যাবেন ফ্রান্স। কাজেই গো ব্যাক। রোমানিয়া কারো ট্রানজিট হতে চায় না।

তিন•
আঃ রহিম এসেছে বুখারেষ্ট এয়ারপোর্টে। তার ওয়েল্ডিং কারখানায় চাকরীর ভিসা। ইমিগ্রেশন অফিসার জিগ্যেস করলেন- আপনি কি কাজ করতে এসেছেন? উত্তর- আমি এইচএসসি।
এখানে আপনার চাকরিদাতার নাম কি?
রহিমের উত্তর - জব ভিসা।
এভাবে যত প্রশ্ন, রহিমের তত বাকা উত্তর। ত্যাক্ত হয়ে ইমিগ্রেশন কর্মকর্তার সিদ্ধান্ত - গো ব্যাক।

চার•
করিম গিয়েছে পোলান্ডে। এয়ারপোর্টে ইমিগ্রেশন কর্মকর্তা তার আঙুলের ছাপ নিলেন। কম্পিউটারে ভেসে উঠলো- ওমানে তিনি দুম্বা চুরির মামলায় একমাস জেল খেটেছেন। অফিসারের সন্দেহ হোল করিমের সেই স্বভাবটা এখনো আছে। না থাকলে আমার দামী ঘড়িটার দিকে এতো অবাক হয়ে তাকায়ে আছে কেন? কাজেই ফেরত পাঠানোই উত্তম।

আপনারা মনে রাখবেন ভিসা হয়ে যাওয়ার পর এয়ারপোর্টে আটকে যাওয়াটা খুবই দূর্ভাগ্যের। আপনার নিজের কারনেই বেশীরভাগ সময় আপনি ব্যার্থ হবেন। তাই নিজেকে প্রস্তুত করতে হবে এবং স্মার্টলি প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। কনফিডেন্ট থাকুন। সাবলীল থাকুন।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: অবশ্যই। কোনো সিদ্ধান্তে পৌছবার পূর্বে ভাবতে হবে। বুঝতে হবে। তারপর...

১৯ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৫১

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: জানতে হবে, বুঝতে হবে তারপর কনফিডেন্টলি প্রকাশ করতে হবে :)

২| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: আহারে---
দরিদ্র দেশের লোকজনদের এই সমস্যা হরহামেশাই হচ্ছে।

১৯ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৫২

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যার্থতা :(

৩| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০৬

মাহমুদুর রহমান জাওয়াদ বলেছেন: খুব মনোযোগ দিয়ে পড়লাম।
সুন্দর পোষ্ট।

১৯ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৫২

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: অন্নেক অন্নেক ধন্যবাদ :)

৪| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২১

সুপারডুপার বলেছেন: "রাজীব নুর বলেছেন: আহারে---
দরিদ্র দেশের লোকজনদের এই সমস্যা হরহামেশাই হচ্ছে।"


এটা স্বাভাবিক , যেমন গ্রাম থেকে কোনো একটা লোক আপনার বাসায় আসলে তাকে সিকুরিটির সাথে কথা বলে ভিতরে ঢুকতে হয়। তেমনি ভাবে গ্রামের লোক শহরে কারো বাড়িতে বেড়াতে আসলে , চা খেয়েই বিদায় করে দেওয়া হয়। কিন্তু শহরের লোক গ্রামে গেলে , তাদের কে কত ভাবেই না আপ্যায়ন করা হয়।

তাই, বাংলাদেশি / দরিদ্র দেশের লোকজনদের এটা সমস্যা না ভেবে , ঐ উন্নত দেশের নিরাপত্তার কথা ভাবা উচিত

৫| ১৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:০২

মাহের ইসলাম বলেছেন: ওমানে দুম্বা চুরির কাহিনি পোলাণ্ডে চলে এসেছে ?

১৯ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৬

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: উন্নত বিশ্বে সব কিছু অনলাইনে থাকে :)

৬| ১৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়ার ভিসায় লেখাই থাকে যে ভিসা মালয়েশিয়া তে ঢুকার নিশ্চয়তা প্রদান করে না।

১৯ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৯

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ১০০ % সত্য কথা :)

৭| ২০ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৩৫

সুপারডুপার বলেছেন: মাহের ইসলাম বলেছেন: ওমানে দুম্বা চুরির কাহিনি পোলাণ্ডে চলে এসেছে ?
লেখক বলেছেন: উন্নত বিশ্বে সব কিছু অনলাইনে থাকে
----------------------------------------------------------------------------------------------
বিনোদন আর বিনোদন =p~ =p~ =p~
ব্লগে যে চাপাবাজি চলে , লেখকের মতো লেখা না পড়লে বোঝা যেত না। EU কখনও ফিঙ্গার প্রিন্ট নিয়ে EU এর বাহিরের কারো অপরাধ ধরতে পারে না।

এটা হলে ডাটা প্রটেকশন আইন লঙ্ঘন করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.