নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রোকনুজ্জামান খান রোকন।পেশাঃ মেডিকেল টেকনোলজিষ্ট।রোগীদের সেবা দানে দৃঢ় প্রত্যয়।অল্পতেই বিশ্বাসী, প্রতিটি মানুষকেই মন উজাড় করে ভালবাসতে চেষ্টা করি?নতুন লেখক।

রোকনুজ্জামান খান

আমি একজন মেডিক্যাল টেকনোলজিষ্ট। তিতাস শিশু ও জেনারেল হসপিটালে কর্মরত আছি। রোগীদের সেবা করতে ভালবাসি। রোগ নির্ণয়ে এক্স রে,সিটি স্ক্যান,এম আর আই করে থাকি । রেডিয়েশনে মারাত্তক ঝুকি নিয়ে রোগীদের সেবা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সারা জীবন এভাবেই রোগীদের সেবা করতে পারি।

রোকনুজ্জামান খান › বিস্তারিত পোস্টঃ

জাগতিক সুখ

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৪



জাগতিক সুখ
বড় বিস্ময়,
এই জগত সংসার
কত যে যন্ত্রণাময়।

ব্যাথা যাচ্ছেই বেড়ে
কমছেনা তার গতি,
ললনার সাথে প্রেমে
ক্ষনে ক্ষনে যার ভ্রণি।

বাড়ে বাড়ে মনা তুমি
খেয়ে যাবে মান,
জান মনে করি মণি
নিজ সনে সসন্মান।

হরণীর আশ্রম আলো জ্বলমল
দীপ্তময় শিখা স্বপ্নো ছলছল,
আন্তরঙো প্রেমো তরঙ্গ ঢৈউ
ক্লন্তিতে তনু না-বুঝে কেউ।


[[কবিতাটি ২০১৬ সাল থেকে শুরু করেছিলাম, কিছু দিন আগে লেখা সমাপ্ত দিয়েছি। তাই জ্ঞাণী ও গুণি সমাজে তুলে ধরলাম। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।]]



মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫১

চাঁদগাজী বলেছেন:




এই কবিতাটি ২০১৬ সালে শুরু করেছিলেন, এই বছর শেষ করেছেন? ঐতিহাসিক ঘটনা

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৮

রোকনুজ্জামান খান বলেছেন: এটা নিয়ে তেমন চিন্তা ও ভাবনা কিছুই ছিলনা না আমার, মাঝে দুই একটা লাইন আসতো আর লিখে রাখতাম। তারপর একদিন মনে হলো আমিও তো একটি কবিতা লিখতে পারি, সেই ভাব ধারা থেকে শব্দ ও বাক্য নিয়ে খেলতে খেলতে এই পর্যন্ত।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: ওকে। ভালো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০১

রোকনুজ্জামান খান বলেছেন: কৃতজ্ঞতা এবং #ধন্যবাদ।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৬

জাহিদ হাসান বলেছেন: হাসতেই আছি !

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৩

রোকনুজ্জামান খান বলেছেন: ভালো লেগেছে আমার, আমার কবিতা আপনার হাসির খোরাক হয়েছে।
কৃতজ্ঞতা এবং
ধন্যবাদ।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০০

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: চার বছরে আপনি পাঁচটা বানান ভুল লিখে বসে আছেন, খুবই দুঃখজনক ব্যাপার।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৭

রোকনুজ্জামান খান বলেছেন: কঁাচা হতে বাধা, বানান ভূলের কারণে আমি আন্তরিক ভাবে দু্ঃখ প্রকাশ করছি। বানান গুলো সুধরে নিয়েই এগিয়ে যাবো।
শুভ কামনা এবং
ধন্যবাদ।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

মেহেদি_হাসান. বলেছেন: মজা পাইলাম

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৯

রোকনুজ্জামান খান বলেছেন: আনন্দিত আমি আনন্দিত।
শুভ কামনা এবং
ধন্যবাদ

৬| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

গেঁয়ো ভূত বলেছেন: নিরন্‌তর শুভকামনা। চালিয়ে যান।

২৯ শে জুন, ২০২১ দুপুর ১:৫২

রোকনুজ্জামান খান বলেছেন: আপনাকে স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.