নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবাহূত

রবাহূত › বিস্তারিত পোস্টঃ

অলীক মায়া

০৬ ই জুন, ২০২৩ ভোর ৫:৩২

সন্ধ্যে হলো, কী এক অলীক মায়ায়!
দিনের শেষে সাঙ্গ হলো খেলা ।।
ঘরের দুয়ার, হাট করে রয় খোলা,
জ্বলবে না আর সন্ধ্যা প্রদীপ খানা।
যে জ্বালাত নিরব আলোর শিখা,
সেই যে গেছে শুন্যে মেলে ডানা।।
তারার ভিড়ে হারিয়ে যেন খুশী,
স্মৃতির ঝালর আবছা ঝুলে ছাদে।
ছবির খাতায় মিষ্টি কেমন হাসো-
সবই গেছে সময় স্রোতের ফাঁদে।।
ফেলে যাওয়া ঘড়ির কাটা অনড়,
আটকে আছি ছিন্ন সুতার জালে।
দিনের হিসেব যেমন খুশি মা’গো,
একলা লাগে দিবাবসান কালে।।
না দেখা সে সোনার মায়া মুখ,
দেখতে খুবই ইচ্ছা জাগে আজ।
কী গান! কী সুর!! গাইতে অন্যমনে,
দিনের শেষে, শেষ করে সব কাজ।।
কেমন গন্ধ? তোমার গায়ে লেগে
থাকত, দিবস, যামী কিংবা প্রাতে।
কি কব হায় সব গিয়েছে,
সবই গেছে, স্মৃতির গহীন খাতে।।
দোষ আমাকেও পারছি না খুব দিতে,
রেখে গেছো অবোধ শিশু যবে।
আর কত পল, দন্ড কিংবা কাল
একলা এমন থাকতে আমায় হবে।।
যেতে যেতে কী গান গেছ ফেলে
কি সুর ডাকে আমায় আকুল করে।।
সন্ধ্যে হলো আর দেরী নেই রাতের
হারিয়ে যাবো খুব সহসা সেই সুরেরি’পরে।।
২০২১.০৩.২৩
[৬ই জুন, ামার মা'র জন্মদিন...
মাকে নিয়ে লিখা কবিতায় মাকে খোঁজা...]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.