নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবাহূত

রবাহূত › বিস্তারিত পোস্টঃ

ইফতারের রকমফের

১৭ ই মার্চ, ২০২৪ রাত ১২:১৯



তোমরা সুশীল লক্ষ্মী ভারী, তোমরা খাবে ফলাহার,
আমরা খাবো বেগুনী চপ, ভাজা ভুজির সমাহার।
ইফতারিতে ঠান্ডা দধি চিঁড়ে কলায় চটকে খাও
আমরা ওসব খাচ্ছি না ভাই যতই ভালো বুদ্ধি দাও।

কিলো খানেক ছোলা উধাউ, পিঁয়াজু হায় খান দশেক
বেগুনী আর হালিম শেষে জিলিপিও সের খানেক।
ঘুগনি যদি জোটে ভালো, ঝাল মরিচে চটকানো
মামলা খানিক গড়বড়ে হয় যায় না মোটেও আটকানো।

রুহাফজা আর লস্যি গ্লাসে রোজ টেবিলে থাকা চাই
ফলের জুসের পুষ্টি তোমার তুমি খেয় রোজই তাই।
শসা পানির পানসে পানি পাংশু মুখে খেয়ে নাও
এদিকটাতে চোখ দিও না পাবে না হায় কিচ্ছু ফাউ।

ওসব নাকি অখাদ্যি সব তোমার কথা মানছি না,
পেটে অম্বল মুখ শুকনো তোমার মত থাকছি না।
"ওসব ভাজা পোড়া গুলো, না খেলে কি হয় না?!"
ফালতু কথা ঢের শুনেছি আর শুনতে চাই না!

আমরা পেটুক আমরা খুশী বাঁচবো বল কত'দ্দিন
খেয়েই যাবো মনের সুখে মালিক বাঁচান যদ্দিন।
জিলাপি-সুখ, লুচি-মোহোন ভোগের কি যে আনন্দ
খেয়েই মরি, ভাঙ্গেলে ভাঙ্গুক তোমার আমার সমন্ধ !
১৬/০৪/২০২১

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২৪ রাত ১২:৪৭

সোনাগাজী বলেছেন:



ভারতের ডাক্তারদের আয় আরও বাড়বে।

২০ শে মার্চ, ২০২৪ সকাল ৯:২৭

রবাহূত বলেছেন: খায়া, শুয়া থাকলে ভারত প্রেমীদের দৌড়াইতে হবে ভারতে, আর খায়া বার্ন করতে কেউ তো মানা করে নাই।

২| ১৮ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৪৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২০ শে মার্চ, ২০২৪ সকাল ৯:২৮

রবাহূত বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.