নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হওয়ার অভিনয় করে যাচ্ছি....মানুষ হতে হতে আমি ক্লান্ত।

কলিন রড্রিক

ছাত্র

কলিন রড্রিক › বিস্তারিত পোস্টঃ

যে ফুল আমি ছুঁইনি

২৭ শে জুন, ২০১৬ রাত ১১:৩৯

সে ফুল আমি আর ছুঁইনি
যে ফুলের নাম উচ্চারণ করতে গেলে
আমার শ্বাসরোধ হয়ে আসে
সে ফুল আমি আর ছুঁইনি।

যে ফুলের গায়ে আঙ্গুল ছোঁয়ালে
আমি স্বর্গে পৌঁছে যেতাম
সে ফুল আমি আর ছুঁইনি
স্বর্গ ভ্রমনপিপাসু মানুষের বিপুলসংখ্যা
আমায় ভীতসন্ত্রস্ত করেছে
আমি আর সে ফুল ছুঁইনি।

গভীর রাতে দু'য়েকটি ঘরের জানালা
উদাস থাকতেই পারে
তাই বলে তুমি ঢেলে দেবে
এমন যাতনাময় সুবাস!

ওই যেখানে ভারী অস্ত্রের নিচে চাপা পড়ে যায়
করুণ শিশুর ক্ষীণ আর্তস্বর
তুমি কি পারো সেখানে একটু
সুবাস ছড়িয়ে দিতে-
হয়তো পৃথিবীটা হয়ে যেতো স্বর্গ।

জানো তো, পৃথিবীর এই ভেজা মাটিতে
রক্ত ঝরেছে অনেক
অশ্রু ঝরেছে অনেক
তুমি কি পারো না এর সব শুষে নিতে?

জানি, তুমি তা পারবে না-তুমি পারো না
তুমি নও প্রচণ্ড কোনো প্রাণশক্তি
যে হিংস্র অস্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে
শোনাবে প্রেমের শ্বাশতবাণী।
তুমি ঠিক তেমন-যেমন স্বপ্ন আমার বাবা
রোজ দেখতো বহুকাল আগে, হয়তো এখনো দেখো।

আমি তাই তোমাকে গভীরভাবে ছুঁতে পারি না
নিতে পারি না মনভরে তোমার সুবাস
ফোঁটাতে পারি না কোমল তোমায়
আমার কঠিন প্রাচীন বৃক্ষে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৬ ভোর ৪:১৬

নাবিক সিনবাদ বলেছেন: গভীর রাতে দু'য়েকটি ঘরের জানালা
উদাস থাকতেই পারে
তাই বলে তুমি ঢেলে দেবে
এমন যাতনাময় সুবাস!


দারুণ হইছে, পিলাচ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.