নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হওয়ার অভিনয় করে যাচ্ছি....মানুষ হতে হতে আমি ক্লান্ত।

কলিন রড্রিক

ছাত্র

কলিন রড্রিক › বিস্তারিত পোস্টঃ

অলৌকিক আয়না

২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৪

মাঝে মাঝে কি হয় জানো?-
একটি ভাঙ্গা অায়না থেকে বিচ্ছুরিত হয় আলো
প্রিয় রুমটি হয়ে ওঠে অলৌকিক কোনো প্রিজন সেল
সেই সেলে রাতের পর রাত জেগে একজন কয়েদী
ধীরে ধীরে ধ্বংস করে তার সমূহ সম্ভাবনা।
অথচ পৃথিবীজুড়ে অসংখ্য বিকৃত পশু রয়ে গেছে
অসংখ্য বিকৃত পশুর তাণ্ডব চলছে পৃথিবীজুড়ে।

একবিংশ শতাব্দীর দারুন উত্তেজনায়
বারবার কেঁপে ওঠে প্রিজন সেলের মজবুত ভিত
বিকারগ্রস্থ মানুষের ভয়ে তখন
আগ্রাসী চুম্বন প্রত্যাশী একজন তরুণী
কেটে ফেলে তার সুগন্ধময়ী মসৃণ জিভ
একজন বাদক মহামারীর সুর বাজাতে গিয়ে
ছিঁড়ে ফেলে বাদ্যযন্ত্রের সবক'টি স্বর্গীয় তার
একজন কবির দিনে দশবার রক্তবমি হয়
একজন প্রবীণ চিত্রকর একটি পোর্ট্রড আঁকতে গিয়ে
বারবার বেছে নেন কেনো যেন লাল রঙ
সমস্ত সৌন্দর্য বুকে ধারণ করে আছে যে পৃথিবী
সে-ও জানে সুন্দরের হন্তারক কতোটা নির্মম!

মাঝে মাঝে কি হয় জানো?-
একটি আয়না থেকে বিচ্ছুরিত হয় অন্ধকার
সেই অন্ধকারে ভেসে ওঠে একটি আলোকিত আয়না
যে আয়নার দিকে তাকালে বিকৃত পশুগুলো
দেখতে পায় নিজেদের অলৌকিক মুখ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১৭

প্রথমকথা বলেছেন:



অনন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.