নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

╬ কুয়াসার চাইতে অন্ধকার ভালো╬

এখনও লেখার সময় হয়নি ।

ভুং ভাং

শুধুই প্যারাডক্স, গোলক ধাঁধায় হাতরে বেড়াচ্ছে আজানা স্মৃতিগুলো\nআপাতবিরোধী হলেত্ত সত্য এমন ধোঁয়ার অন্তজালে\nখুঁজে ফিরছি আশান্ত মনের মাঝে স্থিরতা ।\nমুক্তির মাঝে ধোঁয়া ,যুক্তির মাঝে ধোঁয়া\nকোথায় মুক্তি ,কোথায় ,কাউন্সিলিং ,মাইন্ড গেম নাকি ,ফাঁকা কথা ।

ভুং ভাং › বিস্তারিত পোস্টঃ

এক ভালবাসার গল্প ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

একটু কি মাথায় ঘিলু নেই । গাধা কোথকার । নিজেকে বলছি নিজে । কেনই বা বলবো না ?

আমার অনেক দূর সম্পকের এক কাজিন টুকি তার এস এস সি পরীক্ষা শেষ করে এসেছে আমাদের বাসায় । আমার সব জিনিস পত্র এলোমেলো করে , তার সারা দিনের কাজই যেন এটা ।মেজাজ এমন হয় না, মনে হয় বলি “তুই যদি আমার আর একটি জিনিসও ধরিস আমি তোকে খুন করবো।” কিন্তু না খুন করা হয় আর না, বলা হয়।ভালোর মধ্য একটা কাজ করে আমি বাইরে থেকে আসলে প্রথমেই আমাকে ঠাণ্ডা একগ্লাস সরবত বানিয়ে দেয় ।ও বলে- কি ভাইয়া আপনার রুমে এত ময়লা কেন?আর সিগারেট এর প্যাকেট দিয়ে ভর্তি আপনার বিছানার নিচে ।

তাতে তোর কি ? সাথে মনে মনে বললাম বাহ , নিউজ তো আম্মুকে চালান করে দিয়েছে এতক্ষণে।



সো উপায় নেই। পা লা ও। ওকে বললাম আম্মুকে বলিস আমার বন্ধুর বাবা হসপিটালে বাইরে থাকবো দুই দিন ।

বাসা থেকে ভাগলাম আপাদত প্ল্যান বন্ধু মামুনের বাসায় দিন দুইয়েক কাটানো ।সারা দিন আড্ডা ,তাস আর ক্যারাম খেলায় দুই দিন পার । মনে হল আপদ বিদয় হয়েছে।কিন্তু বিধি বাম ।দুই দিন পর আম্মুর ফোন আয় বাসায় আয় কাজ আছে ।ভাবতে লাগলাম মনে হয় আম্মু গোয়েন্দা রিপোট পায়নি ।বাসায় আসলাম- আম্মু বললও তোর বন্ধুর বাবার অবস্তা কেমন ?

ভালো ।

বাসার কিছু কাজের কথা বললও আম্মু ,করে দিলাম।

টুকি গত কালকে করলো কি আমার সব পুরনো পেন্টিং নিয়ে দেখা আরম্ভ করলো ।আমি তখন হিন্দি একটা ছবি দেখছিলাম কি যেন “যো জিতা ও সেকেন্দার” ।চুপ করে বসে ভাবছিলাম আহা আমার যদি একজন আপন কেউ থাকতো । আহা! পাশে যদি একজন ভালবাসার কেউ থাকতো। গুন গুন করে একটা গানটা গেয়ে যাচ্ছি । হটাত করে টুকি বললো ভাইয়া এইটা কার ছবি ।

চোখ খুলে দেখলাম কয়েকদিন আগের করা একটা জলরঙ এ করা পেন্টিং -নাম দিয়েছিলাম মাদব মালঞ্চ কন্যা । কি মনে করে নামটা দিয়েছিলাম মনে করতে পারছিলাম না ।খুব ভাব নিয়ে ওর দিকে তাকালাম যেন পেন্টিংটা আমার অমূল্য সম্পদ ।

ও বলে আমি এই ছবিটা নেই

আমি বললাম না।

নেইনা

আমি বললাম আমার পেন্টিং এ হাত দিবি না । আর আমার রুম থেকে যা ।

ও কিছু বললো না । মাথা নিচু করে চলে গেল।যাবার আগে বলল আমি কালকে চলে যাচ্ছি । মনের ভুলে মুখ ফস্কে বলে ফেললাম ওহ বাঁচলাম ।আমার দিকে আবার তাকাল দেখলাম ওর বড় বড় চোখে পানি জমে গেছে । আমার দিকে কেমন যেন আহত দৃষ্টিতে তাকিয়ে থাকলো এক মুহূর্ত তারপর চলে গেল।সত্যি বলি একটু খারাপ লাগলো । তারপরে ভাবলাম যাক বালা কাটল ।

ও চলে গেল ।রাত ১১ টা পর্যন্ত বাইরে ছিলাম ।বাসায় আসলাম ।বাসায় এসেই কি যেন নেই ,কি যেন নেই -মনে হয়।কি নেই ?

খুব ভাবলাম ,কিন্তু মনে হয় ,নাহ সব ই তো আছে । সবই আছে । ওই যে আমার কম্পিউটার তার পাশে আমার খাট তার পাশে আমার আলমিরা তার পাশে ক্যানভাস এক পাশে রঙের টিউব, তুলি ।তাও কি যেন নেই।পুরো বাসা যেন ফাঁকা।রাতে ঘুম এলো অনেক পরে । স্বপ্নে দেখলাম আহত এক জোড়া চোখ । হটাত ঘুম ভেঙ্গে গেল । বুঝতে আর দেরি হল না -কি নেই ।

তার বাসায় কুরিয়ার করে পাঠালাম শুধু একটা পেন্টিং ।পেন্টিং এর নাম মাদব মালঞ্চ কন্যা। এই পেন্টিং এর মানে কি কারো বুঝার দরকার নাই।শুধু আমার টুকী বুঝলেই হয়।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: অসাধারণ....................

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

ভুং ভাং বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

ইখতামিন বলেছেন: প্রিয়তে নিয়েছি
কাল পড়বো ইনশা আল্লাহ.

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

ভুং ভাং বলেছেন: জানিনা ভালো লাগবে কিনা তারপরেও এটি আমার নিজের জীবনের গল্প ।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

htusar বলেছেন: খুব ভাল লেখা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

ভুং ভাং বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

chokhayrpani বলেছেন: ভালো লাগলো..

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

ভুং ভাং বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।ভালো থাকবেন ।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

খেয়া ঘাট বলেছেন: খুব ভালো লাগলো লিখাটি পড়ে।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

ভুং ভাং বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।ভালো থাকবেন ।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

সিয়ন খান বলেছেন: ভালো লাগলো

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

ভুং ভাং বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

ইখতামিন বলেছেন:
খুব ভালো লাগলো.
মাদব মালঞ্চ কন্যার পেন্টিং টি যখন টুকির কাছে পৌঁছাল.
তখন সে কি আপনাকে কোনও চিঠি দিয়েছিল?
অথবা কোনও ফোন কল?
জানালে খুশি হবো।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

ভুং ভাং বলেছেন: মাদব মালঞ্চ কন্যার পেন্টিংটা টুকির বাসায় যাবার পর প্রায় দেড় মাস অপেক্ষায় ছিলাম কিন্তু কোন ফোন আসেনি ।কোন চিঠিও আসেনি ।কিন্তু প্রতীক্ষা ছাড়িনি ।প্রায় ৪ মাস পর " মিশন প্রেম " সাকসেস করতে ওদের বাসায় গিয়েছিলাম ।

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

ইখতামিন বলেছেন:
সাকসেস হয়েছিলেন?
অপেক্ষায় আছি.

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

ভুং ভাং বলেছেন: :( হুম । ;) View this link এইটা তারই ঘটনা ।

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২

শায়মা বলেছেন: সুন্দর!!!

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০

ভুং ভাং বলেছেন: লজ্জায় X(X(X(X(X(X(X(X( ;)অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.