নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

╬ কুয়াসার চাইতে অন্ধকার ভালো╬

এখনও লেখার সময় হয়নি ।

ভুং ভাং

শুধুই প্যারাডক্স, গোলক ধাঁধায় হাতরে বেড়াচ্ছে আজানা স্মৃতিগুলো\nআপাতবিরোধী হলেত্ত সত্য এমন ধোঁয়ার অন্তজালে\nখুঁজে ফিরছি আশান্ত মনের মাঝে স্থিরতা ।\nমুক্তির মাঝে ধোঁয়া ,যুক্তির মাঝে ধোঁয়া\nকোথায় মুক্তি ,কোথায় ,কাউন্সিলিং ,মাইন্ড গেম নাকি ,ফাঁকা কথা ।

ভুং ভাং › বিস্তারিত পোস্টঃ

কারো আপনজন যেন না হারায় এই রাজতন্ত্র দখলের খেলায় ।

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১

রাজতন্ত্র জিন্দাবাদ।শেখ বংশের রাজকন্যা অথবা জিয়া বংশের রাজমাতা যার হাতেই ক্ষমতা থাকুক পাব্লিক খুশি ,কিন্তু প্রতিবার ৫ বছর পর পর নতুন নাটকের মোহরা হয় । মনে আছে আর্মি ক্ষমতা নেবার আগে কি হয়েছিল ।হাজার ন্যাক্তা করে রাস্ট্রপতিকে বানানো হল তত্বাবধায়ক প্রধান। ইস্যু আর পাল্টা ইস্যু খেলার পর সংলাপ সংলাপ খেলা এর সাথে জাতীয় ডাইলগ পেয়েছিলাম আমরা "রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই ।"মাইনেস ২ প্লাস ১ ,বিকল্প ধারা,ইউনুস আরও কত কি ।২০১৩ এবার শুরু হলো নিবাচন কিভাবে হবে তা নিয়ে ,তারপর যুদ্ধঅপরাধী ইস্যু , তারপর গন জাগরন ,তারপর গনজাগরনে হালকা ভাটা এরপর হেফাজতে ইসলাম সবই এই সময় ! কেনরে ভাই যুদ্ধঅপরাধী বিচার কি আরও আগে শুরু করা যেত না বা ইসলামকে হেফাজত করতে একটু আগে মাঠে নামা যেত না ? কিন্তু না সব এই সময়েই হতে হবে তবে যাই হোক আমি চাই ---শেখ বংশের রাজকন্যা অথবা জিয়া বংশের রাজমাতা যে কোন একজনের হাতেই থাকুক ক্ষমতা। কেননা ক্ষমতা পরিবতনের নামে ইরাক,লিভিয়া,সিরিয়া,আফগানস্তানের কি অবস্তা হয়েছে তা সবার জানা ।তাই রাজতন্ত্র জিন্দাবাদ। আমরা চাকরি করবো ব্যাবসা করবো রাতে ফিরবো কর্মক্ষেত্র থেকে চায়ের আড্ডায় বলবো ছি ! সরকারি দল এটা কি করলো ?ছি ! সরকারি দল এটা কি করলো ? ছি ! বিরোধী দল এটা কি করলো ?শুধু আল্লাহর কাছে প্রাথনা একটাই কারো আপনজন যেন না হারায় এই রাজতন্ত্র দখলের খেলায় ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.