নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

╬ কুয়াসার চাইতে অন্ধকার ভালো╬

এখনও লেখার সময় হয়নি ।

ভুং ভাং

শুধুই প্যারাডক্স, গোলক ধাঁধায় হাতরে বেড়াচ্ছে আজানা স্মৃতিগুলো\nআপাতবিরোধী হলেত্ত সত্য এমন ধোঁয়ার অন্তজালে\nখুঁজে ফিরছি আশান্ত মনের মাঝে স্থিরতা ।\nমুক্তির মাঝে ধোঁয়া ,যুক্তির মাঝে ধোঁয়া\nকোথায় মুক্তি ,কোথায় ,কাউন্সিলিং ,মাইন্ড গেম নাকি ,ফাঁকা কথা ।

ভুং ভাং › বিস্তারিত পোস্টঃ

খুব কি কঠিন জানোয়ারটাকে ধরা !

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯

খুব কি কঠিন জানোয়ারটাকে ধরা !এক দলা থু থু মারলাম তোর মুখে !থু থু তাদের মুখে যারা তোকে বাচাতে চায় ।সাভারে মানুষ যে কিভাবে সাহায্য করছে না দেখলে বিশ্বাস করা কঠিন।এক ভদ্রলোক তো এক গাড়ী বিস্কুট নিয়ে হাজির। শুধু চিন্তা করি সরকার এত দরিদ্র যে তারা অক্সিজেন ক্রয় করতে পারে না,অক্সিজেন সিলিন্ডারের খুব অভাব। মানুষের জয় হোক।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

মমবাতি বলেছেন: তাজা প্রানের হত্যাকারীদের দৃস্টান্তমূলক শাস্তি চাই।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩

ভুং ভাং বলেছেন: তাজা প্রানের হত্যাকারীদের পাব্লিকের হাতে ছেডে দাওয়া হোক।

২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১

হাটহাজারী, চট্ট্রগাম। বলেছেন: Click This Link

৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩

আমিতো সত্যবাদী বলেছেন: এক দলা থু থু মারলাম তোর মুখে !থু থু তাদের মুখে যারা তোকে বাচাতে চায় ।[/sb

সহমত..........

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

ভুং ভাং বলেছেন: মাত্র জানলাম খুব কঠিন নয় জানোয়ারটাকে ধরা !

৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪

আকরাম বলেছেন: মানুষের জয় হোক।

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

ভুং ভাং বলেছেন: মানুষের জয় হোক, সাথে যেসকল উদ্ধার কর্মী নিজেরদের জীবন বাজী রেখে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের জন্য স্যালুট !

৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২

কিচু বলতে চাই বলেছেন: শয়তানটাকে জীবিত কবর দেওয়া উচিত। জানি এই শয়তানটা অনেক আগেই দেশ থেকে পালিয়েছে। আর পালাতে সাহায্য করেছে আমাদের অতি গুনদর রাজনীতিবিদরা।

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০০

ভুং ভাং বলেছেন: জীবিত কবরের চে কঠিন কোন যদি শাস্তি থাকে তা দাওয়া উচিত শয়তানটাকে। সাথে যেসকল উদ্ধার কর্মী নিজেরদের জীবন বাজী রেখে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের জন্য স্যালুট !

৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮

মির্জা জুনায়েদ বলেছেন: Click This Link

৭| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯

মির্জা জুনায়েদ বলেছেন: বিদেশে পালিয়েছে রানা, ব্যাংক থেকে ২৩ কোটি টাকা উত্তোলন!

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০০

ভুং ভাং বলেছেন: মাত্র জানলাম খুব কঠিন নয় জানোয়ারটাকে ধরা !

৮| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯

লেজ কাটা শেয়াল বলেছেন: এখন কেও শ্রমিকদেরকে উস্কানি দিয়ে সরকার বিরোধী পোষ্ট দিবেন্না।
এতে অশিক্ষিত শ্রমিক গুলো রানার গ্রেফতারে সরকারকে বাধ্য করবে।
ফলে একজন দেশপ্রেমিকের অসম্মান হবে।
কয়কদিন চুপ থেকে রানাকে বিদেশ ভ্রমনের সুযোগ দিন।.

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০০

ভুং ভাং বলেছেন: মাত্র জানলাম খুব কঠিন নয় জানোয়ারটাকে ধরা !

৯| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০০

বিডি আমিনুর বলেছেন: এক জানোয়ার কে বাঁচাতে আরও কতেক জানোয়ার,হারামি ,শুয়োর,কুত্তা মরিয়া ,থু মারি এই সব জানোয়ার মুখে।

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

ভুং ভাং বলেছেন: মাত্র জানলাম খুব কঠিন নয় জানোয়ারটাকে ধরা !এখন দেখার বিষয় ওই জানোয়ারকে বাঁচাতে নিয়োজিত আরও কতেক জানোয়ার,হারামি ,শুয়োর,কুত্তা গুলোর কি হয়।

১০| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: মোটেই কঠিন নয়। ইচ্ছা থাকলে খুব সহজ।

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

ভুং ভাং বলেছেন: সত্যি মোটেই কঠিন নয়। ইচ্ছা থাকলে.............।

১১| ২৭ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৩

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: থুথু মারি তোদের মুখে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.