নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

╬ কুয়াসার চাইতে অন্ধকার ভালো╬

এখনও লেখার সময় হয়নি ।

ভুং ভাং

শুধুই প্যারাডক্স, গোলক ধাঁধায় হাতরে বেড়াচ্ছে আজানা স্মৃতিগুলো\nআপাতবিরোধী হলেত্ত সত্য এমন ধোঁয়ার অন্তজালে\nখুঁজে ফিরছি আশান্ত মনের মাঝে স্থিরতা ।\nমুক্তির মাঝে ধোঁয়া ,যুক্তির মাঝে ধোঁয়া\nকোথায় মুক্তি ,কোথায় ,কাউন্সিলিং ,মাইন্ড গেম নাকি ,ফাঁকা কথা ।

ভুং ভাং › বিস্তারিত পোস্টঃ

কারন আমি বেহায়া বাঙ্গালি

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

কোন অনুভূতি ভিতর থেকে আসে না । সব রস শুকিয়ে গেছে ।শুকাবেইনা কেন ? প্রতিদিন ঘুম থেকে উঠে পেপারটা দেখি মনে হয় "আহ কি নির্মম "।তারপর সারাদিন অফিস ,আড্ডা ,পরিবার তারপর ঘুম। আবার এক নতুন দিন , আবার সকাল -পেপার দেখা-আবার " আহ,নির্মম " ।আমি বাঙ্গালি ।আমার পিছনে আগুন না ধরলে আমি " আহ " শব্দর বেশি উচ্চারণ করবো না ।আর যদি আমার পিছে আগুন ধরে তার কুশচিৎ গন্ধ আমার নাকে আসে, সাথে পোড়ার যন্ত্রনা অনুভব করি তখন হয়তো খুব উত্তেজিত হয়ে বলবো "আল্লাহ তুমি বিচার করো" অথবা পুড়াই তব্দদা লাইগা চিন্তা করবো কি যেন দোষ করছিলাম ???কারন আমি বেহায়া বাঙ্গালি ।কারন আমিই ভোট দিয়ে তাদের নিবাচিত করেছিলাম বা করবো।কারন আমার পিছনে আগুন না ধরলে আমি " আহ " শব্দর বেশি উচ্চারণ করবো না।খুব কষ্ট লাগে যা হচ্ছে তা দেখে। যা হয় প্রতিবার নির্বাচনের আগে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

রক্ত পলাশী বলেছেন: ভা্ইরে, আমরা হলো চুদিরভাই জনগন!!

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

ভুং ভাং বলেছেন: আমরা হয়তো তারচেও খারাপ কিছু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.