নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

╬ কুয়াসার চাইতে অন্ধকার ভালো╬

এখনও লেখার সময় হয়নি ।

ভুং ভাং

শুধুই প্যারাডক্স, গোলক ধাঁধায় হাতরে বেড়াচ্ছে আজানা স্মৃতিগুলো\nআপাতবিরোধী হলেত্ত সত্য এমন ধোঁয়ার অন্তজালে\nখুঁজে ফিরছি আশান্ত মনের মাঝে স্থিরতা ।\nমুক্তির মাঝে ধোঁয়া ,যুক্তির মাঝে ধোঁয়া\nকোথায় মুক্তি ,কোথায় ,কাউন্সিলিং ,মাইন্ড গেম নাকি ,ফাঁকা কথা ।

ভুং ভাং › বিস্তারিত পোস্টঃ

আপনেরা পারেন ও

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪০

হাঁটে ঘাটে মাঠে সব জায়গায় এক কথা ।সাকিব কি কামডা করলো ?

X( ও খুব অহংকারী ।

:-B হুম ।

X( ও খুব ভাব নেয় ।

:-B এইজন্য তো তিন লক্ষ টাকা জরিমানা ধরেছে

X( কয়েকবার তার বিশেষ অঙ্গে হাত রেখে অশোভন ভঙ্গি করছে

:-B আরে ভাই তিন ম্যাচ ওয়ানডে খেলা থেকে নিষিদ্ধ করেছে তো।

X( তো কি হইসে । তুই আকাম করবি মাফ ও চাবি না তর শাস্তি হইবো না ??

:-B সাকিব তার অপরাধ স্বীকার করেছে তো মাফও চাইসে ।কইসে

"Dear fans of mine and our beloved cricket team, I am extremely sorry for my behavior during yesterday's match. I was extremely frustrated with getting out so abruptly and my emotions got the better of me. I should know better than to react in such a way especially since so many look up to me as a role model; my sincere apologies to everyone including BCB, my teammates, fans and every Bangladeshis.

I will surely try my best to ensure this does not happen again...Go Tigers!" -Shakib Al Hasan.

B-)) তো কি হইসে ? হালায় বেশি পাট নেয় ।

:-B এই জোকস শোনেন এক ছেলে পরীক্ষার সময় 'কুমির' রচনা শিখেছে।

সমস্যা হল এর পর যে পরীক্ষাই আসুক সে ঘুরিয়ে ফিরিয়ে সেই কুমিরের রচনাই লেখে।

... যেমন একবার রচনা এলো বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য। তো সে লিখলো- বাবা মা আমাদের জন্ম দেয়। তারা আমাদের লালন পালন করে। কুমিররাও তাই করে। জেনে রাখা ভালো যে, কুমির একটি সরিসৃপ প্রানী। এটি জলে বসবাস করে। এর চোখ গোল গোল। কুমিরের পিঠ খাজ কাটা, খাজকাটা, খাজ কাটা, খাজ কাটা...দশ পৃষ্ঠা শেষ।

এরপরের পরীক্ষায় রচনা এলো আমার প্রিয় শিক্ষক। সে লিখল- আমার প্রিয় শিক্ষক এর নাম মোহাম্মদ আসাদ। তার চোখ গুলো গোলগোল। কুমিরেরও চোখ গোল গোল। জেনে রাখা ভালো যে কুমির একটি সরিসৃপ প্রানী। এটি জলে বসবাস করে। কুমিরের পিঠ খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা...দশ পৃষ্ঠা শেষ।

শিক্ষক দেখলেন এতো ভারী বিপদ। শেষে তিনি অনেক ভেবে চিন্তে রচনার বিষয় ঠিক করলেন পলাশীর যুদ্ধ। লেখ ব্যাটা, এই বার দেখি কি করে তুই কুমিরের রচনা লিখিস।

তো ছাত্র লিখলো- ১৮৫৭ সালে পলাশীর প্রান্তরে ইংরেজ এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে নবাবসিরজুদ্দৌলা তার সেনাপতি মীরজাফর এর উপর ভরসা করে খাল কেটে কুমির এনেছিলেন।জেনে রাখা ভালো যে, কুমির একটি সরিসৃপ প্রানী। এটি জলে বসবাস করে। এর চোখ গোল গোল। কুমিরের পিঠ খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা...

X(( হ কিন্তু, সাকিব কিন্তু উগ্র আছে ।

তাইলে আসল ঘটনা শুনেন সাকিব সেই দিন বাংলালিঙ্কের বাঘ মার্কা আন্ডার প্যান্ট প্রথম পরছিল তো তাই জায়গা বেজায়গায় বেশি চুলকায়তাছিল । এখন চুলকানি তো আর সেলেব্রিটি চিনে না । আপনেরা পারেন ও

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩

দুষ্টু ছেলেটি বলেছেন: মানুষ চান্স পাইলে ভুং ভাং তো করবেই ;)

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭

ভুং ভাং বলেছেন: কথা খাঁটি কইছেন ।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
আমরা পারি, কারণ আমাদের আছে নিডো ||

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩১

ভুং ভাং বলেছেন: ;);););) ঠিক

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ইমরাজ কবির মুন বলেছেন:
আমরা পারি, কারণ আমাদের আছে নিডো ||

৫| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩১

ভুং ভাং বলেছেন: লেখক বলেছেন: ;);););) ঠিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.