নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

╬ কুয়াসার চাইতে অন্ধকার ভালো╬

এখনও লেখার সময় হয়নি ।

ভুং ভাং

শুধুই প্যারাডক্স, গোলক ধাঁধায় হাতরে বেড়াচ্ছে আজানা স্মৃতিগুলো\nআপাতবিরোধী হলেত্ত সত্য এমন ধোঁয়ার অন্তজালে\nখুঁজে ফিরছি আশান্ত মনের মাঝে স্থিরতা ।\nমুক্তির মাঝে ধোঁয়া ,যুক্তির মাঝে ধোঁয়া\nকোথায় মুক্তি ,কোথায় ,কাউন্সিলিং ,মাইন্ড গেম নাকি ,ফাঁকা কথা ।

ভুং ভাং › বিস্তারিত পোস্টঃ

স্মাট স্পাই স্যাটেলাইট

১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৬

তারিখঃ ১৩/১০/২০১৩

সময়ঃ রাত ৯.৪৫

স্থানঃ এক গোপন ফার্ম হাউস।ইউ এস এ ।

খুব এক গোপন সভায় মিলিত হয়েছে সব অতি গুরুত্বপূর্ণ লোকজন।যার মধ্য আছে কয়েকজন মন্ত্রি ,কিছু প্রভাবশালী সিনেটর কয়েকজন মাকিন জেনারেল সাথে নিরাপত্তা উপদেষ্টামণ্ডলী ।আর আছে একজন মিডিয়া টাইকুন যার নাম টম ম্যাকেন। আজকের অনির্ধারিত মিটিংটা তার জন্যই ডাকা।সাধারণত এইসব মিটিং এ সবাই আসে না কিন্তু আজকে যে মিটিং টা ডেকেছে তাকে মানা করার মানে নিজের ক্ষতি করা ।টম ম্যাকেন কারি কারি টাকা বিলান প্রতি ইলেকশনে ।তার বিরুদ্ধে গেলে -হয় অর্থনৈতিক নয় সামাজিকভাবে তার ক্ষতি হয়ে যাবে ।আবার কেউ এসেছে কি হয় তা বুঝতে ।

উ হু হু ।সিনেটর জন একটু শব্দ করলো ।ব্যাপারটা শুধু সবাই কে তার দিকে মনযোগী হবার জন্য।সিনেটর জনকে সবাই একটু সমীহ করে ।কারন তার ৪ পুরুষ ধরে আছে রাজনীতিতে আর সাথে টম ম্যাকেন এর কাছের লোক।

উ হু হু ।।সিনেটর জন এবার আরম্ভ করলেন ।আমরা খুব গুরুত্বপূর্ণ লোকজন এখানে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা ডিসিশন নিতে।আপনারা জানেন আমাদের হাতে এমন টেকনোলজি আছে,যা দিয়ে আমরা যে কোন কারো বাসার বেডরুমে কি হচ্ছে তাও দেখতে পারি।হ্যাঁ বন্ধুগন আমি স্মাট স্পাই স্যাটেলাইট এর কথাই বলছি ।কিন্তু স্পাই স্যাটেলাইট কাভারেজ পুরো পৃথিবীব্যাপি নয়।আর এখন চাইলেই আমাদের মিত্ররা তা বসাতে দেবে না তারপর আছে চীন,ভারত্‌,ইরানের মতো দেশ।

টম ম্যাকেন জনের কথা কেড়ে নিলেন।আমেরিকার এখন প্রয়জন পুরো পৃথিবী কে তার চোখের ভিতর রাখা। এজন্য আমি ১২ টি স্মাট স্পাই স্যাটেলাইট রেডি করে রেখেছি।আর টাকাও আমেরিকার দিতে হবে না । শুধু দরকার একটু সহায়তা।

সবার চোখে প্রশ্ন !!ম্যাকেন জিনিসটা খুব উপভোগ করেন । তিনি খুব ধীরে সুস্তে একটা সিগারেট জ্বলালেন । তিন টান দেবার পর আবার আরম্ভ করলেন ।

জেনারেল সিমন কি হলে পরিস্থিতি হলে আপনি স্পাই স্যাটেলাইট কাভারেজ পুরো পৃথিবীব্যাপি চাবেন ?

=যদি একই সাথে আমার সোলজাররা কয়েকটি দুর্গম এলাকায় যায়।কয়েকটি যুদ্ধ একসাথে পরিচালনা করতে হয়।কিমবা কিমবা

সিনেটর জন বলে উঠলেন এমন কোন ঘটনা ঘটলোঃ- যেমন সেখানে স্যাটেলাইট কাভারেজ কাভারেজ নেই সেখানে কোন একটা কিছু ঘটলো।কোন রহস্যময় আলো ,কোন সম্প্রদায় মানুষের রহস্যময় অন্তধান বা

>ম্যাকেন আবার মুখ খুললেন কোন সমুদ্র থেকে জাহাজের হটাত গায়েব হয়ে যাওয়া অথবা আকাশ থেকে বিশাল বিমান গায়েব হয়ে যাওয়া ।

এক প্রভাবশালী মন্ত্রি বলে উঠলো আমাদের কি করতে হবে ?

>কিছু না ।শুধু সমর্থন "যে এই পৃথিবীতে এখন বারমুডা ট্রায়াঙ্গেল থাকতে পারে না ।প্রয়জন স্মাট স্যাটেলাইট কাভারেজপৃথিবীর প্রতিটি বর্গমিটারে।যাতে কেউ কোন দিন হারিয়ে না যায়।" কোন রহস্যময় অন্তধান যেন না হয়।

জেনারেল সিমন বললঃ কিন্তু কিভাবে ?

>সে আমার দায়িত্ব আমার। এতগুলো স্যাটেলাইট,নিউজ চ্যানেল আর প্রত্রিকা কবে কাজে আসবে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: খাইছে! আপনিও কি ছিলেন নিকি ভাই ;)


এভাবেই আমেরিকা তার নব্য সাম্রাজ্যবাদীতা বজায় রাখছে!!!

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২৫

ভুং ভাং বলেছেন: মজা নেন নাকি ভাই। মনে নাই ওই মিটিঙে আপনি আর আমি কোক এর ভিতর বিস্কুট চুবাই চুবাই খাইসি ;) ;)

২| ১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২০

উদাস কিশোর বলেছেন: হতাস :|

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২৬

ভুং ভাং বলেছেন: আমিও

৩| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

এটা কি গল্প না সত্য ?

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২৯

ভুং ভাং বলেছেন: গল্প, গল্প, গল্প।অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।ব্লগে যাদের লেখা পড়ার জন্য আসি আপনি তাদের একজন। আপনার সব লেখাই আমার ভাল লাগে ।ধন্যবাদ

৪| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৫

বেলা শেষে বলেছেন: "যে এই পৃথিবীতে এখন বারমুডা ট্রায়াঙ্গেল থাকতে পারে না ।প্রয়জন স্মাট স্যাটেলাইট কাভারেজপৃথিবীর প্রতিটি বর্গমিটারে।যাতে কেউ কোন দিন হারিয়ে না যায়।"
....even they do not know how many soldiers still living in Vietnam!

৫| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২৯

ভুং ভাং বলেছেন: #:-S #:-S

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৪

বিপ্লব06 বলেছেন: নাহ ভ্রাতা "কিভাবে"র উত্তরটা দেন নাই!

বেশ সুন্দর লিকছেন যদিও!

৭| ০২ রা মে, ২০১৫ দুপুর ২:২৬

ভুং ভাং বলেছেন: ওইটাই তো গল্পের মূল । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.