নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

╬ কুয়াসার চাইতে অন্ধকার ভালো╬

এখনও লেখার সময় হয়নি ।

ভুং ভাং

শুধুই প্যারাডক্স, গোলক ধাঁধায় হাতরে বেড়াচ্ছে আজানা স্মৃতিগুলো\nআপাতবিরোধী হলেত্ত সত্য এমন ধোঁয়ার অন্তজালে\nখুঁজে ফিরছি আশান্ত মনের মাঝে স্থিরতা ।\nমুক্তির মাঝে ধোঁয়া ,যুক্তির মাঝে ধোঁয়া\nকোথায় মুক্তি ,কোথায় ,কাউন্সিলিং ,মাইন্ড গেম নাকি ,ফাঁকা কথা ।

ভুং ভাং › বিস্তারিত পোস্টঃ

নষ্ট কষ্ট

১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৭

কষ্ট দাও , তোমার প্রতি আমার অনুরোধ

আমাকে প্রচণ্ড কষ্ট দাও

যেন কোন এক অন্ধকে আবার অন্ধ করে দেবার মতো কষ্ট।

যেন কোন এক ভিক্ষুকের তার শেষ সম্বল লুটের মত কষ্ট ।

যেন কোন তৃষ্ণার্তর সামনে ফোয়ারা ছেড়ে রাখার মতো কষ্ট।

কষ্ট দাও, তোমার প্রতি আমার অনুরোধ

আমাকে প্রচণ্ড কষ্ট দাও ।



ভাবছো কি করবো এত কষ্ট নিয়ে ?

ভাবছো আমার চোখের কোণে মুক্তোর তাঁরা দেখবে ?

ভাবছো তোমার প্রতি আমার অবহেলার কথা

ভাবতেই পারো , ও সুতো ছিঁড়ার নয়

কষ্ট দাও, তোমার প্রতি আমার অনুরোধ

আমাকে প্রচণ্ড কষ্ট দাও।



আমি না হয় হেলাল হাফিজ হবো

তোমাকে পোড়াবো আমার কলমের খোঁচায়

সবাই পরবে ,কেউ হাসবে কেউ কাঁদবে

তুমি শুধু পুড়বে ।সাথে আমি ভস্মীভূত হব

আমরা পুড়তে পুড়তে খেলবো কষ্ট নিয়ে।



অথবা আমায় না হয় জয় গোস্বামী হতে দাও

সত্যিই তোমায় ডোবাবো ,

আমার প্রেমে অবিরত ।

কষ্ট দাও, তোমার প্রতি আমার অনুরোধ

আমাকে প্রচণ্ড কষ্ট দাও।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৫

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭

ভুং ভাং বলেছেন: ধন্যবাদ ।

৩| ০৯ ই মে, ২০১৫ বিকাল ৩:৪৫

শতদ্রু একটি নদী... বলেছেন: বাহ! বেশ ভালো। আবেগের তীব্রতা ছুয়ে যায়।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০০

ভুং ভাং বলেছেন: ধন্যবাদ

৪| ০৯ ই মে, ২০১৫ বিকাল ৩:৫৯

জেন রসি বলেছেন: হেলাল হাফিজ কিংবা গোস্বামী হয়ে যাওয়ার স্টাইলটা ভালো লেগেছে।

কবিতায় +

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০১

ভুং ভাং বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.