নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

╬ কুয়াসার চাইতে অন্ধকার ভালো╬

এখনও লেখার সময় হয়নি ।

ভুং ভাং

শুধুই প্যারাডক্স, গোলক ধাঁধায় হাতরে বেড়াচ্ছে আজানা স্মৃতিগুলো\nআপাতবিরোধী হলেত্ত সত্য এমন ধোঁয়ার অন্তজালে\nখুঁজে ফিরছি আশান্ত মনের মাঝে স্থিরতা ।\nমুক্তির মাঝে ধোঁয়া ,যুক্তির মাঝে ধোঁয়া\nকোথায় মুক্তি ,কোথায় ,কাউন্সিলিং ,মাইন্ড গেম নাকি ,ফাঁকা কথা ।

ভুং ভাং › বিস্তারিত পোস্টঃ

আহা বেচারা

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৫

কি হবে এত পরিপাটি হয়ে , ভিতরে যার শুকনো খটখটে
কি হবে আগামিতে- এই ভেবে বর্তমানকে আঘাত করে ।
তোমরা আসলে হিংসা করো আমায় নিয়ে !আমার লাইফ স্টাইল নিয়ে
যা তোমাদের নয় ,আর যার কথা শুধু তোমরা কল্পনাই করতে পারো
তোমরা বল আমি বহেমিয়ান । হ্যা আমি । ভিতরে এবং বাইরে ।
উপরে এবং নিচে ।
ঠিক তোমাদের চে উল্টা ।বহেমিয়ান জীবন কে ঘৃণা করে
আবার প্রতি বছর ই চাও কয়টা দিন ছুটি ।সেই কয়টা দিন
সম্পুন আগোছালো ছন্নছাড়া জীবন কাটাও ,তোমাদের নিয়মত্রান্তিক জীবনের বিপরীতে .
আর তার পর সেই কয়টা দিনের ছুটির গল্প
তোমরা নিয়ে বেড়াও । তোমাদের অফিসে।আড্ডায় , ক্লাবে ,পাটিতে
আমি অসহায় চোখে তোমাদের দেখি ,আহা বেচারা ,
অথবা
তুমি অসহায় চোখে আমাকে দেখ,আহা বেচারা
তুমি জানো তুমি ভন্ড ,আর আমি লন্ডভন্ড ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.