নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

╬ কুয়াসার চাইতে অন্ধকার ভালো╬

এখনও লেখার সময় হয়নি ।

ভুং ভাং

শুধুই প্যারাডক্স, গোলক ধাঁধায় হাতরে বেড়াচ্ছে আজানা স্মৃতিগুলো\nআপাতবিরোধী হলেত্ত সত্য এমন ধোঁয়ার অন্তজালে\nখুঁজে ফিরছি আশান্ত মনের মাঝে স্থিরতা ।\nমুক্তির মাঝে ধোঁয়া ,যুক্তির মাঝে ধোঁয়া\nকোথায় মুক্তি ,কোথায় ,কাউন্সিলিং ,মাইন্ড গেম নাকি ,ফাঁকা কথা ।

ভুং ভাং › বিস্তারিত পোস্টঃ

পারদের অভিমান

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪

লাল না হলুদ ,নীল না সবুজ
সব কয়টাতেই তোমাকে মানায়,ঠিক তোমারই মত
তোমার হিসাব টা অদ্ভুত ,আয়নার সাথে তুলনা !
আয়না না দেখে তুমি দেখছো ,তার উপরের ধুলোকনা
ভাবছো - আহ এ যে খাটি সোনা !
আয়নার সাথে কেন করছো তুলনা
তার পিছে যে পারদ আছে ,তা কি জান না !
ও -ভাবছ পারদ ! তার আবার কি হবে ?
বলছ
ভারী তার শরীর -না গলে ,না জ্বলে
পারদ ভাবে হায় -আমার মাঝে দেখেছিলে তুমি- তোমায়
আর আমাকে তোমার সত্ত্যা হতে আলাদা হতে হয় .
ওহে ধুলিকণা সালাম তোমায়
তোমার ভাগ্য যেন পারদের মত না হয়.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.