নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

╬ কুয়াসার চাইতে অন্ধকার ভালো╬

এখনও লেখার সময় হয়নি ।

ভুং ভাং

শুধুই প্যারাডক্স, গোলক ধাঁধায় হাতরে বেড়াচ্ছে আজানা স্মৃতিগুলো\nআপাতবিরোধী হলেত্ত সত্য এমন ধোঁয়ার অন্তজালে\nখুঁজে ফিরছি আশান্ত মনের মাঝে স্থিরতা ।\nমুক্তির মাঝে ধোঁয়া ,যুক্তির মাঝে ধোঁয়া\nকোথায় মুক্তি ,কোথায় ,কাউন্সিলিং ,মাইন্ড গেম নাকি ,ফাঁকা কথা ।

ভুং ভাং › বিস্তারিত পোস্টঃ

সুরের ভ্রান্তি

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৪


আমি জানতাম ,সুর উঠবে না ,এই গিটার ভেঙ্গে গেছে
তারপরও টিউনিং, ভাঙা গিটারের পুরোনো সুরের রোমান্থন
ডেকে ডেকে শ্রোতাদের বলা -শোন, মন দিয়ে শোন
অদ্ভুত সেই সব শ্রোতাদের দল। সুর উঠার আগেই বলছে
বাহ কি অদ্ভুত তাল। সে কি বাজনা !সে কি লয় !
গিটারটা ঠিক হলো না । সুরের ভ্রান্তিগুলোই মায়াময়।
সুরের ভ্রান্তিগুলোই মায়াময়।


আমি জানতাম আমার গিটার- বেহালা বা অন্য কোন বাদ্যযন্ত্র হয়ে
বাজবে অন্য কোন সুরে ।অন্য কোথাও দূরে, বহুদূরে
শুধু ভাবি - কত দূরে ? কেন আসে ইথার হয়ে আমার কানে
এ যে অদ্ভুত এক সুর, শুধু স্রষ্টাই জানে।
যেখানে আমি শ্রোতা ,কোন উপায় নেই -ছাড়া শুধু তালি দাওয়া
আমিও কম বা কিসে ? আমি তালি দিবো ! উন্মাদ হয়ে নাচবো
তারপর আবার মুচড়ে পড়বো ,আমার ভাঙ্গা গিটারের শোকে
যা আমার নয় তা নিয়ে, অদ্ভুত অচেনা ভয় ,
সুরের ভ্রান্তিগুলোই মায়াময়।
সুরের ভ্রান্তিগুলোই মায়াময়।
সুরের ভ্রান্তিগুলোই মায়াময়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৬

জহরলাল মজুমদার বলেছেন: ছিড়ে ফেলা ফুল কখনো গাছের অলিঙ্গন পাবেনা

২| ০২ রা মে, ২০১৫ দুপুর ২:২৮

ভুং ভাং বলেছেন: হুম তাই। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.