নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

╬ কুয়াসার চাইতে অন্ধকার ভালো╬

এখনও লেখার সময় হয়নি ।

ভুং ভাং

শুধুই প্যারাডক্স, গোলক ধাঁধায় হাতরে বেড়াচ্ছে আজানা স্মৃতিগুলো\nআপাতবিরোধী হলেত্ত সত্য এমন ধোঁয়ার অন্তজালে\nখুঁজে ফিরছি আশান্ত মনের মাঝে স্থিরতা ।\nমুক্তির মাঝে ধোঁয়া ,যুক্তির মাঝে ধোঁয়া\nকোথায় মুক্তি ,কোথায় ,কাউন্সিলিং ,মাইন্ড গেম নাকি ,ফাঁকা কথা ।

ভুং ভাং › বিস্তারিত পোস্টঃ

এমন ও হতে পারে

২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০২

আমি ভালবাসতেই থাকবো ,রাস্তার ওই ময়লা কুকুরছানাকে ,
খাদ্যাভাবে অন্ধ হয়ে সেজে থাকা খুব সাদা দাড়িওয়ালা ভিক্ষুককে
ফুল বিক্রেতা এক ঝকঝকে সাদা দাতের শিশুকে ।

আমি ভালবাসতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত
আমি তোমাকে ঘৃণা করতে পারি,অথবা আমাকে
পানি করতে পারি, স্বাদহীন ,রংহীন , অথচ
অতি প্রয়োজনীয় ,যা ছাড়া তুমি ধুঁকে ধুকে মরবে ।


আবার এমন ও হতে পারে


আমি ঘৃণা করতে থাকবো , এপার্টমেন্টের ওই শুভ্র কুকুরছানাকে ,
অন্ধ হয়ে সেজে থাকা খুব সাদা দাড়িওয়ালা প্রতারক ভণ্ড ভিকারিকে
ফুল বিক্রেতা এক ঝকঝকে লোভী চোখের ,অভিনয়ে পারদশি শিশুকে

আমি ঘৃণা করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত
আমি আমাকে ভালবাসতে পারি ,অথবা তোমাকে
থুঃ থুঃ মারতে পারি,স্বাদহীন ,রংহীন , অথচ
অতি ঘৃণা মিশ্রিত ,যা নিয়ে তুমি ধুঁকে ধুকে সরবে ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৫

ময়না বঙ্গাল বলেছেন: সে দিনে
ধন্য হবে
তারার মালা
তোমার এই
লোকে লোকে প্রদীপ জ্বালা
আমার এই আঁধারটুকু
ঘুচলে পরে

২| ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৯

ভুং ভাং বলেছেন: ধন্যবাদ ।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩১

জহরলাল মজুমদার বলেছেন: ভালবসো তো দূরে যাও
ঘৃনা কর তো কাছে আসো।

০২ রা মে, ২০১৫ দুপুর ২:০৭

ভুং ভাং বলেছেন: ধন্যবাদ।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৯

জেন রসি বলেছেন: চমৎকার।

৫| ০২ রা মে, ২০১৫ দুপুর ২:০৭

ভুং ভাং বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.