নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

রমিত রহমান

রমিত রহমান › বিস্তারিত পোস্টঃ

অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে..

১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৭


অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে..

লেখার ব্যকরণ না জেনে দিনের পর দিন অখাদ্য লিখে , হয়তোবা কোন রিয়েল লাইফ লেখকের লেখা নকল করে, কখনোবা অন্য কারো লেখা নিজের নামে রিপোস্ট করে সেলিব্রেটি তকমা ধারণ করছি।
আসলেই অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে..


এসব অখাদ্য পড়ে কিছু সংখ্যক পাঠক সেই লেখাকে আবার বাহবা দিচ্ছে। আশংকা হয় পাঠক হিসেবে মানুষের রুচিবোধ কোথায় গিয়ে ঠেকছে।
আসলেই অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে.. 


ফটোগ্রাফির "অ আ ক খ" জানি না,কিন্তু অনলাইনতে ছবি শেয়ার দিতে এবং রীতিমত পেইজ খুলে বসতে তো মানা নাই। এটাও যে শেখার বিষয় এটা মাথায় রাখছে না কেউ। DSLR থাকলেই ফটোগ্রাফার হয় না এটা কেউ বুঝতে পারে না।
আসলেই অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে..


অশ্লীলতা ছড়ানোর নতুন জায়গা ফেসবুক। মডেলিং এর নামে নগ্ন বা অর্ধনগ্ন হয়ে ছবি ছেড়ে দাও তোমার একাউন্টে। মানুষ আলোচনা সমালোচনা করে একটা সময় তোমাকে বিখ্যাত করে তুলবেই।
আসলেই অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে..


কার্যক্ষেত্রে টিকিটারও সন্ধান মেলে না আমার। কিন্তু অনলাইনতে তিনি মারছি বাঘ ভাল্লুক। একাত্তরের যুদ্ধটা এখন হলে ভাল হতো। অনলাইনতে যুদ্ধ হতো।হারজিতের ফয়সালা সেখানেই হয়ে যেত। এত জানমালের ক্ষতি হতো না।
আসলেই অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে..

সারাদিন ঘুরি চটি পেইজে। নেটে ভাল ভাল হট ভিডিও পেলেই ডাউনলোড করে কালেকশনে রাখি। কিন্তু ছেলে আমি ভালো। তিন চারটা ধার্মিক পেইজের এ্যডমিন আমি। ধর্মের নামে মানুষকে ভুলভাল বুঝাই। মানুষও সবকিছু যাচাই বাছাই ছাড়াই বিশ্বাস করে,লাইক মারে, শেয়ার করে। কেউ উল্টাপাল্টা প্রশ্ন করলেও অন্যান্য অবুঝ লাইকাররা তাকে গালি দিয়ে চুপ করিয়ে দেয়। আরো দুটা পেইজ আছে আমার। দুটায় আমার ছবি আর ভিডিওর কালেকশন শেয়ার করি। লাইকও খারাপ না। বিভিন্ন পেইজে বিজ্ঞাপন দেই ,"অমুকের গোপন ভিডিও দেখতে ক্লিক করুন।" সবাই হামলে পরে দেখতে যায়। পরে নিজেরাই বলাবলি করে "ছিঃ ছিঃ ও কত্তগুলা খারাপ.."
আসলেই অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে..


গালিবাজি আর গলাবাজির জায়গা অনলাইন। বাইরে কেউ গালিবাজি করলে নিজেই বলবো , "ব্যটার কি কান্ডজ্ঞান নাই নাকি?সবার সামনে এভাবে গালি দেয় কেউ?" সেই আমিই অনলাইন তে একই গালি নিজের স্ট্যটাসে ব্যবহার করবো। বড় ভাই বা আপু আছে এ্যকাউন্টে? তাতে কি? বাপে থাকলেও আমি কেয়ার করি না।
আসলেই অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে..


আইন কানুন নিজেই মানি না, কিন্তু অনলাইন তে অমুককে তমুককে দোষারোপ করি। রাস্তায় গাড়ির সামনে দিয়ে চোখ মুখ বন্ধ করে দৌড় দেওয়াও যে এক প্রকার আইন ভঙ্গ, সেটাও ভুলে যাই। অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের হাতের ময়লা পরিষ্কার করতে ভুলে যাই।
আসলেই অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে..
আসলেই অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে..

মন্তব্য ২১ টি রেটিং +৭/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩২

মোস্তফা সোহেল বলেছেন: আসলেই অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে কি অলরেডি ভরে গেছে!!!

আপনার এই পোষ্টি অনেক ভাল হয়েছে, আমিন না লিখে কি যেতে পারব? ;)

১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪১

রমিত রহমান বলেছেন: এক লাইক এক আমিন ;) :p
like dia pasay thakun ;) :#) B-))

২| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১০

শামচুল হক বলেছেন: অনলাইন হওয়ায় আবর্জনা পরিষ্কারও করার সুযোগ দেখছি না।

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭

রমিত রহমান বলেছেন: সেটাই ভাই....

৩| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৬

মোস্তফা সোহেল বলেছেন: সামুর বর্তমান অবস্থায় আপনার এই লেখাটি এক ঘন্টায় ৭৩৪ বার পঠিত!!!
ঘটনা কি?

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৪

রমিত রহমান বলেছেন: ভাই আমিও বলতে পারি না। সামুতে কি বুস্ট মারা যায় নাকি? মারা গেলে কে মেরে দিলো আমার এই পোস্টে ? আচানক ব্যাপার.... ;) :#) :-B

৪| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৫

স্রাঞ্জি সে বলেছেন: আবর্জনার পাশাপাশি আপনি রত্ন ও পেতে পারেন।

আর আপনার শিরোনাম টা অসাধারণ হইছে, যার কারণে একটু বেশিই পঠিত হইছে

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৮

রমিত রহমান বলেছেন: :D :D B-)

৫| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ফেসবুকের কথা বললেই কি ।।।সেটা তো ফ্রি করে দিয়েছে ।।।ফ্রি জিনিস৷ বিনামুল্যে পাওয়া ।।সেটা কি আর হবে ।।।।।

৬| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৫

পদ্মপুকুর বলেছেন: বিশাল সাগরের ঢেউয়ের সাথে প্রচুর পরিমানে বালু ভেসে এসে তৈরী হয় দৃষ্টিনন্দন বালুকাবেলা। সেই একই বালুকাবেলায় ঢেউয়ের সাথে বাতিল শামুক-ঝিনুক যেমন আসে, তেমনি মূল্যবান রত্নও আসে। এই ধারা আপনি যেহেতু ঠেকাতে পারবেন না, আপনি কোনটা নিবেন আর কোনটা বাদ দিবেন, চয়েজ ইজ ইয়োরস।

৭| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫১

কিশোর মাইনু বলেছেন: Well Said...

আর কি বলা যায়?!?!?
আসলে বলার কিছুই নাই।আমরা সবাই ই তো আবার বিশিষ্ট বুদ্ধিজীবী।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৫

রমিত রহমান বলেছেন: হুম দেশের চাহিদা পুরন করে , বুদ্ধিজীবি এখন বিদেশেও রপ্তানি করা যাবে। টিং টিংটি টিং ;) ;) ;) ;) ;)

৮| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৩

ফেনা বলেছেন: "অনলাইনটা আবর্জনায় ভরে যাচ্ছে"
কথা সত্যি। কিন্তু আমার আপনার করার কিছুই নাই।
গায়ের চামড়া মোটা করেই থাকতে হবে।

৯| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৯

মেহেদী হাসান মানিক বলেছেন: বাংলাদেশে যে সর্ব বিষয়ে এত 'অবিজ্ঞ' রয়েছে অনলাইন না থাকলে সেটা কিভাবে বুঝতেন বলেন ?? এটা কি আমাদের কম পাওয়া।

১০| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫

সাহসী সন্তান বলেছেন: আপনার কথা সত্য! তবে লাইক কমেন্ট কইরা পাশে থাকলাম বন্ধু। আপনাকেও পাশে চাই... ;)

পোস্টটা আসলেই ভাল হইছে! অনলাইন সত্যিই আবর্জনায় ভরে যাচ্ছে! :(

শুভ কামনা রইলো!

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৭

রমিত রহমান বলেছেন: অনেক অনেক ধইন্যাপাতা , ভাই :D :D :D :D :D

১১| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: আপনি যা লিখেছেন- সবই সত্য। মহা সত্য।
এভাবেই তো চলছে প্রতিটা মুহূর্ত।

১২| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অপরাধী গান ১০ কোটী বার শোনা হয়েছে...

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৬

রমিত রহমান বলেছেন: /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:)

১৩| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৩

সিগন্যাস বলেছেন: খুব ভালো ।

১৪| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৯

রাকু হাসান বলেছেন: এভাবেই চলচে ,চলবেও এইসবের মাঝেও ভাল কিছূ প্রত্যাশা করি , অন্যের লেখা চুরি করা খারাপ লাগে । নিজে কিছু লেখা উচিত । এভাবে কয়দিন চলবে বা লাভ ই বা কি তাতে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.