নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ সামাজিকতা আর নাই

ফুলঝুরি

রঙ ভালো লাগেনা তাই সাদা কালো স্বপ্ন দেখি যেখানে কোন মিথ্যে নেই

ফুলঝুরি › বিস্তারিত পোস্টঃ

বাবা দিবসে অনেকেই দেখলাম

২৫ শে জুন, ২০১৪ সকাল ১১:৪৮

বাবা দিবসে অনেকেই দেখলাম অনেক কিছু লিখেছে।

আমার দেখা দুজন বাবার কথা বলছি দেখুন তো এই দুই বাবা কেমন ;

প্রথম বাবা - ইনি চাকুরীজীবী দুই সন্তানের জনক প্রথম সন্তান স্কুল পড়ে আর দ্বিতীয়টি এখনও শুরু করেনি যাওয়া । এই বাবা কাছে দূরে যেখানেই থাকুক সন্তানের খোঁজ খবর নেই দেশের বাইরে গেলে সন্তানদের যা যা পছন্দ নিয়ে আসে অফিস থেকে ফেরার পথে ফোন করে জিজ্ঞেস করবে । এমন কি ছুটির দিনের খাওয়া গোসল করানো থেকে শুরু করে সব কিছুই করে থাকেন ।ছোট সন্তানটির পায়খানা পর্যন্ত পরিস্কার করে দেই । আপনারা হয়ত ভাবছেন তবে এই সন্তানের মা কি করে ? মা তার বাবার চেয়ে আরও বেশি করে ।



এখন বলি দ্বিতীয় বাবার কথা



দ্বিতীয় বাবা- ইনি উচ্চ শিক্ষিত সর্ব গুনে গুণান্বিত এক সন্তানের জনক । মাসের পর মাস সন্তানের খোঁজ খবর নেইনা । সন্তানের কি পছন্দ এটাও সে জানেনা ।:) কিন্তু অন্যদের কাছে চোখের পাণী বেড় করে ভাব নিবে যে সন্তানের অনেক খেয়াল রাখে সে । যা কিছু করছে সব সন্তানের জন্য । সন্তানের জন্য কিছু কিনতে বললে এটার দাম বেশী কেনা যাবেনা বলে বসে থাকে ।



আদর্শ বাবা কাকে বলে আর কেমন আপনারই দেখুন । :P

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৭

খেলাঘর বলেছেন:

২য় বাবাটা কেন কেনে না, তা পরিস্কার নয়; টাকার অভাব, ছেলেকে পছন্দ নয়, বা কিপ্টা।

পোস্ট লিখেছেন, ভালো কথা; পোস্ট পরিস্কার নয়!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৬

ফুলঝুরি বলেছেন: ঘটে যদি ঘিলু থাকতো তবে বুঝতেন।আপনি তো শুধু জানেন গলাবাজি আর চাপাবাজি করতে।ঘটে ঘিলু নিয়ে আমার পোস্ট পড়তে আসবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.