নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ সামাজিকতা আর নাই

ফুলঝুরি

রঙ ভালো লাগেনা তাই সাদা কালো স্বপ্ন দেখি যেখানে কোন মিথ্যে নেই

ফুলঝুরি › বিস্তারিত পোস্টঃ

ভুল টা কার???

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৩

ছোটো কাল থেকেই দেখে আসছি বিয়ে পর শশুর বাড়িতে ছেলের বউ এর কোন দোষ না থাকলেও সব দোষ তারই।যেমন ধরুন ছেলে রাতে নেশা করে বাড়ি ফিরছে এতে বউ এর দোষ।ছেলে অন্য মেয়ের সাথে লাইন মারছে এটাও বউ এর দোষ।ছেলের বউ এর কোনোই দোষ নাই শশুর শাশুরির সামনেই বউ কে মারছে ছেলেকে কোথায় বোঝাবে তা না উলটো আরো নালিশ করবে।আমার মনে হয় ছেলের বউরা আসলে কাজের লোক।পার্মানেন্ট একটা কাজের বুয়া।
ছেলে আর ছেলের বাপ মা সেই বউ এর কাছেই সাইজ হয় যারা উচিত বক্তা।আর ডোন্ট কেয়ার ভাবে থাকে।মানে হইলো ছেলে লাইন মারে একজনের সাথে আর তার বউ লাইন মারে অন্যজনের সাথে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৩

নতুন বলেছেন: বাবা/মা নিজের ছেলের দোষ দেখতে চায়না। বউএর দোষই বেশি খোজে।

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৫

ফুলঝুরি বলেছেন: কিন্তু এই ভুল আর কতোদিন।ছেলের ভুল চোখে পরার সাথে সাথে দুই চড় গালে বসাই দিলেই সব ঠিক থাকতো।

২| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২১

নতুন বলেছেন: মেলা কিছুই একসাথে কাজ করে তাই এই সব সমস্যার সমাধান সহজে হয়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.